যাত্রা শুরু

যাত্রা শুরু
বেশ কিছুদিন অনুপস্থিত থাকার পর আবার ফিরে এল আপনাদের প্রিয় অবসর পত্রিকা। এবার আত্মপ্রকাশ নতুন রূপে, ত্রৈমাসিক হিসেবে। আপাততঃ আমাদের পরিকল্পনা বছরে চারটি সংখ্যার- যথাক্রমে শীত, নববর্ষ, বর্ষা ও উৎসব। শুরু হল ২০২০র উৎসব সংখ্যা দিয়েই।
বছরের শুরুতে জানা যায়নি যে কি সাংঘাতিক বিপদের মুখে পড়তে চলেছি আমরা। বিপদ অবশ্য এখনো কাটেনি, কিন্তু তার মধ্যেও আমরা শুরু করলাম আমাদের নতুন পথচলা। আশাকরি আপনাদের সবাইকেই আবার পাশে পাব।

এখন আমাদের বিভাগসূচী নিম্নরূপঃ

প্রচ্ছদকথা
সাহিত্য
শিল্প- সংস্কৃতি
দর্শন- রাজনীতি- ইতিহাস
নারী ও সমাজ
বিজ্ঞান ও প্রযুক্তি
ক্রীড়াজগৎ

আমাদের ইচ্ছে পরবর্তীকালে আরো বিভাগ যোগ করার।

আমরা অত্যন্ত মর্মাহত এই বিপদের কালে আমরা হারিয়েছি ‘অবসর’ পত্রিকার দুই মুখ্য উপদেষ্টাদের । তাঁরা শ্রী শংকর সেন ও জিয়াউদ্দীন তারিক আলি। তাঁদের স্মৃতিচারণ দিয়েই শুরু হল আমাদের প্রথম সংখ্যার প্রচ্ছদ কথা।

প্রথম সংখ্যাতেই যে আমরা বেশ কিছু বৈচিত্র্য আনতে পেরেছি তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের লেখকমণ্ডলীর কাছে। খুবই অল্পসময়ে তাঁরা আমাদের চাহিদামত লেখা তুলে দিয়েছেন নির্দিষ্ট সময়েই। আমাদের সমস্ত পরামর্শ, তাগাদা তাঁরা হাসিমুখে মেনে নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের আশা ভবিষ্যতেও আমরা তাঁদের এভাবেই পাশে পাব। যোগ দেবেন আরো নতুন লেখক। যোগাযোগের ঠিকানা রইল, উষ্ণ আমন্ত্রণ রইল, পুরনো, নতুন সকল লেখকদের জন্য।

লেখাগুলি সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, লেখকরা সকলেই আপনাদের পূর্বপরিচিত।

একটা কথা বলার, আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি এই অদ্ভুত সঙ্কটজনক পরিস্থিতিকে। এই সময় যাঁদের হারিয়েছি তাঁদের সম্পর্কে রইল কিছু শ্রদ্ধার্ঘ্য।

আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় রইলাম আমরা সবাই।

উৎসবের কাল আনন্দে কাটুক সকলের। মানবসভ্যতা বহু সঙ্কট পার হয়ে এসেছে, সুতরাং আমাদের আশাবাদী হতে আদৌ কোন বাধা নেই।

ভুবনজোড়া সব পাঠকদের জন্য আমাদের রইল আন্তরিক শুভকামনা।

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Related Articles

4 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • nibedita Sengupta , October 6, 2020 @ 7:07 am

    test

  • nibedita Sengupta , October 6, 2020 @ 7:37 am

    test good

  • Bazlur Rahim , November 15, 2020 @ 1:33 am

    অভিনন্দন। সময়োপযোগী সিদ্ধান্ত। বজলুর রহিম/সম্পাদক, মাসিক গণস্বাস্থ্য/বাংলাদেশ

    • admin , December 7, 2020 @ 4:38 pm

      অনেক ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *