বই - পড়া আর লেখা
সঙ্কলন
[বিকাশ রায় বইপাগলা মানুষ ছিলেন -- বই কিনতেন, পড়তেন, পড়াতেন, সাজিয়ে রাখতেন। লিখতেনও। তাঁর বই "কিছু স্মৃতি কিছু কথা" থেকে তার কিছু আভাস পাওয়া গেলো তাঁর নিজের আর তাঁর সহকর্মীদের লেখায়।বন্ধনীভুক্ত পৃষ্ঠাসংখ্যার উৎস তাঁর সব রচনার একত্রিত খণ্ড "কিছু স্মৃতি, কিছু কথা" (করুণা প্রকাশনী ২০১১)]
গৃহিণী বললেন, ‘তোমার ঘরটা পরিষ্কার করো বাপু! দরকারী কাগজ-পত্তর আছে ব’লে আমাকে হাত দিতে দাও না। অথচ বইয়ের পাহাড়, খাতাপত্তর, কলম পেনসিলে ঘরে পা ফেলবার জো নেই। বাইরের লোকজন আসে—কী মনে করে বলো দেখি।’
তবু গড়িমসি করি—এত কাগজপত্তর, বইখাতা। এসব গুছিয়ে রাখা—ওরে বাবা! আজ করবো, কাল করবো করে দু’চার দিন যায়। প্রায় নিশ্চিন্ত আরামে আবার স্থিত হ’তে শুরু করেছি—এমন সময় সম্মার্জনী হাতে একদিন গৃহিণী নিজেই ঢুকে পড়লেন ঘরে। অগত্যা বই থেকে মুখ তুলতে হোলো—লেগে গেলাম তাঁকে সাহায্য করতে। অর্থাৎ উনি কাজ করতে লাগলেন আর আমি নানারকম বাগড়া দিতে লাগলাম। প্রথমে আলমারিগুলোর ধুলো-টুলো ঝেড়ে, বই গুছিয়ে রাখতে শুরু করলেন গৃহিণী একটার পর একটা।(১৬৩) - বিকাশ রায়
অভিনয় সম্বন্ধে ধ্যানধারণা বাড়াতে গিয়ে এদিক ওদিক দু’চারখানা বই পড়তে হ’ল। দেখলাম, এদেশ ওদেশ, বিশেষ করে ইউরোপে বিভিন্ন সময়ে ঞ্জানীগুণী, দার্শনিক, সমালোচক, শিল্পী কত বিভিন্ন মত প্রকাশ করেছেন, নাট্যশালা, নাট্যরচনা, নাট্যপ্রযোজনা ও বিশেষ করে অভিনয় সম্বন্ধে। (২২৫) - বিকাশ রায়
অবসর সময়ে খুবই পড়াশোনা এবং নিয়মিত গীতাপাঠ করতেন। (৩০৩) - উত্তমকুমার
অবসর সময়ে খুবই পড়াশোনা করতেন। নিয়মিত গীতাপাঠ করতেন। বই এবং রেকর্ড সংগ্রহের বাতিক ছিল। (৩০৭) - অনিল চট্টোপাধ্যায়
পরিশেষে একটা কথাই বলি—উনি দারুণ শৃঙ্খলাপরায়ণ ছিলেন। অবসর সময়ে পড়াশোনা করতেন। এছাড়া রেকর্ড সংগ্রহের একটা নেশা ছিল। (৩১৫) - সেবাব্রত গুপ্ত
চলচ্চিত্রশিল্পের ব্যস্ততম জীবনের মধ্যেও তাঁর ইংরেজি এবং বাংলা সাহিত্যের একাধিক Reference book এবং গল্প-নাটক-উপন্যাস-প্রবন্ধ ইত্যাদির সংগ্রহ করা ছিল স্বাভাবিক প্রক্রিয়ার একটি কাজ। (৩২০) - অমিয় সান্যাল
উৎসর্গ
আমার GENE
যাদের মধ্যে সঞ্চালিত হয়েছে এবং
ভবিষ্যৎ হবে, আমার সেই
উত্তরপুরুষদের
হাতে—
☐
কমলাকে—
☐
বেণু ও খুকু-কে
☐
সুচিত্র, শমীক, সুমিত্র, উর্বী—ওরা
যদি কখনো অভিনয় করতে চায়!!
(বইয়ের উৎসর্গপত্র ) - বিকাশ রায়
(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।
Copyright © 2014 Abasar.net. All rights reserved.