প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

জুলাই ৩০, ২০১৬

আলোচনা - ঋজু গাঙ্গুলি

বাংলায় ‘সরকারি’ বইপত্র নিয়ে আলোচনা হলেই সরকারের বিভিন্ন গেজেট, ঘোষণাপত্র, ফর্ম, অথবা পাঠ্য বইয়ের কথা আমাদের মনে পড়ে, আর তৎক্ষণাৎ সেইসব দস্তাবেজের বোরিং চেহারা, খুদে-খুদে ফন্ট, দুর্বোধ্য বাংলা, ইত্যাদির কথা ভেবে আমরা হয় হা-হুতাশ করি, নয়তো প্রসঙ্গটার ইতি ঘটাই।
আর এখানেই আমরা একটা বিরাট ভুল করি।

আগামী প্রজন্মকে শুধু বইমুখী নয়, বাংলা-মুখী করার জন্যেও পশ্চিমবঙ্গের একটি একান্ত ‘সরকারি’ প্রতিষ্ঠান, শিশু কিশোর আকাদেমি, সর্বার্থে দৃষ্টিনন্দন এবং কন্টেন্টের দিক দিয়ে দুর্দান্ত একের-পর-এক বই প্রকাশ করে চলেছে প্রচারের আলো থেকে অনেক দূরে, প্রায় নিঃশব্দে।

হার্ডকভার, ৪০ পৃষ্ঠা, আই.এস.বি.এন 978-93-83376-33-9

“শিশু কিশোর আকাদেমি” থেকে নিয়মিত প্রকাশিত হয় একটি পত্রিকা যা, মুদ্রণ-পারিপাট্য এবং গুণমাণের দিক দিয়ে অনেক বহুল-প্রচারিত পত্রিকাকে ছাপিয়ে যাব। পত্রিকাটির নামঃ চিরসবুজ লেখা। এই পত্রিকাতেই বিভিন্ন সময়ে প্রকাশিত কয়েকটি উপন্যাসকে আকাদেমি রঙিন মলাটের হার্ডকভার বই হিসেবে তিনটি বইয়ের সেট করে ‘এক বাক্স উপন্যাস’ সিরিজে প্রকাশ করছে। সেই সিরিজের প্রথম খণ্ডটি নিয়ে আগেই লিখেছি, তাই আজ লিখছি ২০১৬-র বইমেলায় প্রকাশিত দ্বিতীয় খণ্ডটির অন্তর্ভুক্ত তিনটি বইকে নিয়ে।

হার্ডকভার, ২৮ পৃষ্ঠা, আই.এস.বি.এন 978-93-83376-34-6

২০১১ সালের শারদীয়া ‘চিরসবুজ লেখা’-য় প্রকাশিত হয় জয়া মিত্র-র লেখা উপন্যাস “বড়ো হওয়ার দিন”, যেটি যুধাজিৎ সেনগুপ্তের চমৎকার প্রচ্ছদ ও সরল অলংকরণে সমৃদ্ধ হয়ে এই সিরিজে স্থান পেয়েছে। লাল মাটির দেশ বীরভূমের এক ছেলে সুরজের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বড়ো হওয়ার কথা খুব সহজ ভাষায় বলেছেন লেখক। তবে এই সিরিজের দুর্বলতম লেখা এটিই, কারণ গোপাল ভাঁড়কে অনুসরণ করে এই বইটি তথা উপন্যাসটি নিয়েও এটিই লিখতে হয় যে এতে শব্দ-বাক্য-চরিত্র আছে বিস্তর, কিন্তু গল্প নেই। বড়ো হওয়ার গল্প যদি পড়তেই হয়, তবে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সৌরভ মুখোপাধ্যায়ের “মেঘ-ছেঁড়া রোদ”, যা ২০১৩-র শারদীয়া ‘আনন্দমেলা’-য় প্রকাশিত হয়েছিল, অবশ্যপাঠ্য।

২০১১-র ‘চিরসবুজ সংখ্যা’-র শারদ সংখ্যাতেই প্রকাশিত আরেকটি উপন্যাস এই বাক্সের দ্বিতীয় বই হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুব্রত চৌধুরীর চোখ-জুড়োনো প্রচ্ছদ ও অলংকরণে সমৃদ্ধ এবং স্বপন বন্দোপাধ্যায়ের ঝকঝকে গদ্যে “নতুন ভোরের আলো”, বাংলার চরম সংকট ও দুর্যোগের দিনে এক নতুন গণনায়কের উথ্বানের কথা গল্পের আকারে বলেছে, যা ছোটোদের ভালো লাগতে বাধ্য।


হার্ডকভার, ৫৬ পৃষ্ঠা, আই.এস.বি.এন 978-93-83376-35-3

এবার লিখি এই বাক্সের সেরা বইটি নিয়ে।
২০১৫-র শারদীয়া ‘চিরসবুজ লেখা’-য় প্রকাশিত, হিমাদ্রিকিশোর দাশগুপ্তের উপন্যাস “জম্ভলা দেবতার পুরোহিত” দেবাশীষ দেব-এর অনন্য অলংকরণের সঙ্গে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে এই বাক্সের তিন নম্বর উপন্যাস হিসেবে। শুধু অ্যাডভেঞ্চার নয়, নয় শুধু ভ্রমণ বা এক অল্পজ্ঞাত জনগোষ্ঠীর সম্বন্ধে কিছু অজানা তথ্যের পরিবেশন, এই উপন্যাসটি রহস্য, রোমাঞ্চ, নৃতত্ত্ব, এবং সংস্কারের পাশাপাশি শুভ-অশুভের চিরন্তন লড়াইয়ের কথা বলেছে এক টানটান কাহিনির মাধ্যমে, যা শুরু করলে একেবারে শেষ না করে থামাই যায় না, আর শেষ হয়ে যাওয়ার পরেও যে গল্পের রেশ থেকে যায় মনে, অনেক ক্ষণ ধরে।

সব মিলিয়ে তাই এটাই বলার যে ‘এক বাক্স উপন্যাস’ সিরিজের এই দ্বিতীয় খণ্ডটিও বাড়ির বাংলা-বিমুখ ছোটোটির হাতে তুলে দিলে সে বইগুলোর মুদ্রণসৌকর্য দেখে খুশি হবে, আর তৃতীয় বইটির মধ্যে সে যদি একবার ঢুকে পড়ে, ...
পরের বইমেলায় কেনার মতো বইয়ের সংখ্যা বেড়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলা যায়।

 


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।