বইয়ের খবর
নভেম্বর ৩০, ২০১৫
..."আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী,
সন্দেশ, এবং আরও নানা পত্রিকায় প্রকাশিত গল্প-উপন্যাস-ধারাবাহিকের
মাধ্যমে এপার বাংলার পাঠকের কাছে হিমাদ্রিকিশোর এক অত্যন্ত পরিচিত
নাম।"
আলোচনা - ঋজু গাঙ্গুলি
“অবসর”-এর ঋদ্ধ পাঠকেরা জানেন যে, বাংলায় ইয়ং-এডাল্ট জঁর-এর অভাব
থাকলেও শিশু-কিশোর সাহিত্যে এমন অন্তত চারটি শ্রেণী আছেই, যাদের
পাঠক অপ্রাপ্তবয়স্ক হলেও প্রাপ্তমনস্ক হন: (১) অ্যাডভেঞ্চার, (২)
কল্পবিজ্ঞান, (৩) রহস্য-রোমাঞ্চ, (৪) ভৌতিক। আজ আমি আপনাদের সঙ্গে
এমন এক লেখকের শিশু-কিশোর সাহিত্য সম্ভারের সঙ্গে পরিচয় করিয়ে
দিতে চাই, যিনি বিভিন্ন পত্রিকায় এই চারটি বিষয়ে নিয়মিত লিখে চলেছেন,
এবং যাঁর লেখা বহু গল্প ইতিমধ্যেই রেডিওতে সম্প্রসারিত হয়ে শ্রোতাদের
শিহরণ-মিশ্রিত আনন্দ দিতে সফল হয়েছে। লেখকের নাম: হিমাদ্রিকিশোর
দাশগুপ্ত।
আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ, এবং আরও নানা পত্রিকায়
প্রকাশিত গল্প-উপন্যাস-ধারাবাহিকের মাধ্যমে এপার বাংলার পাঠকের
কাছে হিমাদ্রিকিশোর এক অত্যন্ত পরিচিত নাম। রহস্য-রোমাঞ্চ সাহিত্যের
মধ্যেও বিষয়ের বৈচিত্র্যে এবং প্লটের মৌলিকত্বের দিক দিয়ে বিশিষ্ট
এই সাহিত্যকের যেসব বই এখনও প্রকাশিত হয়েছে সেগুলোর সংক্ষিপ্ত
বিবরণ রচনা ও প্রকাশের ক্রম অনুসারে দেওয়ার চেষ্টা করলাম:
কৃষ্ণলামার গুম্ফা
রানি হাটশেপসুটের মমি
সুন্দা দ্বীপের সোনার ড্রাগন
মানুষ-কুমির
সূর্যমন্দিরের শেষ প্রহরী
আঁধার রাতের বন্ধু
কালোটিয়ার দ্বীপে
ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তি
রুদ্রনাথের চুনির চোখ
যুদ্ধ যখন জঙ্গলে
The Green Ape
ফিরিঙ্গি ঠগি
কালো ঘুড়ি
|
(১) কৃষ্ণলামার গুম্ফা: ২০০৬-এ আনন্দমেলায় ধারাবাহিকভাবে প্রকাশিত
লেখকের প্রথম কিশোর রহস্য উপন্যাস, তবে বই হিসেবে প্রকাশিত হয়
ডিসেম্বর ২০১২-য়। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: পত্র ভারতী
মূল্য: ১২০/-
হার্ডকভার, ১২৭ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-8374-163-7
(২) রানি হাটশেপসুটের মমি: আনন্দমেলায় ধারাবাহিকভাবে প্রকাশিত
রহস্য তথা রোমাঞ্চকর উপন্যাস, গ্রন্থাকারে প্রকাশিত হয় জানুয়ারি
২০১১-য়। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: শিশু সাহিত্য সংসদ
মূল্য: ৪৫/-
হার্ডকভার, ১২০ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-7955-154-7
(৩) সুন্দা দ্বীপের সোনার ড্রাগন: আনন্দমেলায় ধারাবাহিকভাবে প্রকাশিত
অ্যাডভেঞ্চার উপন্যাস, যার মাধ্যমে ক্রিপ্টোজুলজিস্ট হেরম্যান
এবং তাঁর বন্ধু সুদীপ্তর সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয়। গ্রন্থাকারে
প্রকাশিত হয় জানুয়ারি ২০১১-য়। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: পারুল প্রকাশনী
মূল্য: ৬০/-
হার্ডকভার, ৮০ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-93-8114-006-2
(৪) মানুষ-কুমির: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কল্পবিজ্ঞান ও রহস্য
গল্পের সংকলন এই বইটি প্রকাশিত হয় জানুয়ারি ২০১১-য়। অন্যান্য তথ্য
এরকম:
প্রকাশক: পরশপাথর প্রকাশন
মূল্য: ৮০/-
হার্ডকভার, ১৩৬ পৃষ্ঠা
সূচিপত্র:
o মানুষ কুমির
o তেজকাৎলিপোকার পিরামিড
o নেকড়ের নিমন্ত্রণ
o রামেসিস রা-এর রক্তধারা
o রেডিয়োর বন্ধু
o হিরোহিতোর গবেষণা
o দেবতার চাবি
(৫) সূর্যমন্দিরের শেষ প্রহরী: জানুয়ারি ২০১২-য় সরাসরি গ্রন্থাকারে
প্রকাশিত অ্যাডভেঞ্চার উপন্যাস। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: পারুল প্রকাশনী
মূল্য: ১২৫/-
হার্ডকভার, ১৯২ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-93-8114-097-0
(৬) আঁধার রাতের বন্ধু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ভূতের ও ভয়ের
গল্পের সংকলন এই বইটি প্রকাশিত হয় জানুয়ারি ২০১২-য়। অন্যান্য তথ্য
এরকম:
প্রকাশক: শিশু সাহিত্য সংসদ
মূল্য: ৫০/-
হার্ডকভার, ৯৬ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-7955-186-8
সূচিপত্র:
o বিকেলের আলোয়
o শ্রাঙ্কেন হেড
o সাত নম্বর খাদান
o জগবন্ধুর হারমোনিয়ম
o ধূর্জটিবাবুর প্ল্যানচেট
o মৃত্যুযোগ
o আঁধার রাতের বন্ধু
(৭) কালোটিয়ার দ্বীপে: এই অ্যাডভেঞ্চার উপন্যাসটি সরাসরি গ্রন্থাকারে
প্রকাশিত হয় ডিসেম্বর ২০১২-য়। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: কিশলয় প্রকাশন
মূল্য: ১২৫/-
হার্ডকভার, ৯৬ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-9210-843-8
(৮) ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তি: আনন্দমেলায় ধারাবাহিকভাবে প্রকাশিত
রহস্য উপন্যাস। গ্রন্থাকারে প্রকাশিত হয় অক্টোবর ২০১৩-য়। অন্যান্য
তথ্য এরকম:
প্রকাশক: প্রিয়া বুক হাউস
মূল্য: ১২০/-
হার্ডকভার, ১৬০ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-93-8182-730-7
(৯) রুদ্রনাথের চুনির চোখ: আনন্দমেলায় ধারাবাহিকভাবে প্রকাশিত
রহস্য উপন্যাস, গ্রন্থাকারে প্রকাশিত হয় জানুয়ারি ২০১৪-য়। অন্যান্য
তথ্য এরকম:
প্রকাশক: পত্র ভারতী
মূল্য: ১০০/-
হার্ডকভার, ১৩৬ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-8374-274-7
(১০) যুদ্ধ যখন জঙ্গলে: আনন্দমেলায় প্রকাশিত অ্যাডভেঞ্চার উপন্যাস,
গ্রন্থাকারে প্রকাশিত হয় জানুয়ারি ২০১৪-য়। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: শিশু সাহিত্য সংসদ
মূল্য: ৬০/-
হার্ডকভার, ৯০ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-7955-242-1
(১১) The Green Ape: সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত
হতে থাকা, ক্রিপ্টোজুলজিস্ট হেরম্যান এবং তাঁর বন্ধু সুদীপ্তর
অ্যাডভেঞ্চার “বুরুন্ডির সবুজ মানুষ” উপন্যাসটি সন্দেশ-এর অনিয়মিত
প্রকাশের ঠেলায় রেকারিং ডেসিমেল হয়ে যায়। নিরুপায় লেখক বইটি হিমাদ্রি
ভট্টাচার্যের অনবদ্য অনুবাদের সাহায্যে ইংরেজিতে প্রকাশ করেন ফেব্রুয়ারি
২০১৪-য়। অন্যান্য তথ্য এরকম:
প্রকাশক: Power Publishers
মূল্য: ১৫০/-
পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-93-8380-903-5
বাংলা উপন্যাসটি আগামী বইমেলায় প্রকাশ পেতে পারে, তবে হিমাদ্রি
ভট্টাচার্যের সরস ও অনাবিল অনুবাদের সঙ্গে আপনাদের পরিচয় করানোর
জন্যে আমি এই ইংরেজি বইটিই পড়তে অনুরোধ করব।
(১২) ফিরিঙ্গি ঠগি: রহস্য-রোমাঞ্চ-কল্পবিজ্ঞান বা ভৌতিক না হলেও,
শারদীয়া কিশোর ভারতী পত্রিকায় ২০১৩ এবং ২০১৪-য় প্রকাশিত দুটি ঐতিহাসিক
উপন্যাসের সঙ্কলন এই বইটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০১৫-য়। অন্যান্য
তথ্য এরকম:
প্রকাশক: পত্র ভারতী
মূল্য: ১৮০/-
হার্ডকভার, ১৮৩ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-81-8374-328-0
সূচিপত্র:
o ফিরিঙ্গি ঠগি
o কত কক্ষে কাগজ পোড়ে
(১৩) কালো ঘুড়ি: ভয়ের আর রহস্যের এক ঝাঁক গল্পের ও দুটি নভেল্লার
এই সঙ্কলনটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি ২০১৫-য়। অন্যান্য তথ্য
এরকম:
প্রকাশক: লালমাটি প্রকাশন
মূল্য: ২০০/-
হার্ডকভার, ২২৪ পৃষ্ঠা
আই.এস.বি.এন: 978-93-8123-535-5
সূচিপত্র:
o কালো ঘুড়ি
o ড্রাগনের মুখোশ
o দোলনকুমার
o ভগবানের হাত
o সাইক্লিস্ট
o তিউমা
o এস্তাদিও ন্যশিওনাল
o ভূত-ভবিষ্যৎ
o বান্ধবগড়ের রাজাসাহেব
o ছবিটা আপনি ভালোই আঁকেন!
o ব্যাকভলি
o আসল জাদুকর
o আত্মা ভুক
o শয়তানের চামড়া
o রেডিয়ো আর্টিস্ট
o দেবেনবাবুর দাঁত
o আমরা কেউ আর আসব না
o লাল খাম
o থ্রোশীয় ছোরা
o ইউনিকর্নের সোনার শিং
এই বিপুল লেখালেখির মধ্যে সবক’টি যে অত্যুত্কৃষ্ট, একথা বলা যাবে
না। তবে যে দুটি মাপকাঠির ভিত্তিতে পাল্প-ফিকশন এবং রহস্য-রোমাঞ্চ
সাহিত্যের বিচার হয়, সেই গল্পের গতি আর প্লট-এর সৌজন্যে হিমাদ্রিকিশোরের
বেশির ভাগ গল্পই একবারে না পড়ে ওঠা যায় না, অর্থাৎ সফল। তাছাড়া,
বিপুলা ও (বহুলাংশে) ভীষণা পৃথিবীকে বাঙালি পাঠকের চার-দেওয়ালের
মধ্যে এনে দেওয়ার যে কাজটা বিভূতিভূষণ, হেমেন্দ্রকুমার হয়ে সত্যজিৎ
করে এসেছিলেন, হিমাদ্রিকিশোর সেই কাজটাই চালু রেখেছেন তাঁর নিরলস
কলমের সাহায্যে।
অতঃপর, দেব-এর ‘চাঁদের পাহাড়’ বা প্রসেনজিৎ-এর ‘মিশর রহস্য’ দেখে
ক্ষিপ্ত হয়ে যদি খাঁটি বাঙালি চরিত্রর বিশ্বাসযোগ্য অ্যাডভেঞ্চার
বা নিখাদ রোমাঞ্চকর গল্প পড়তে ইচ্ছে হয়, তাহলে ওপরে মেলা বইয়ের
খোঁজ দিয়ে রাখলাম। চটপট পড়ে ফেলুন, আর চলুন, সেই দুনিয়াটা থেকে
ঘুরেই আসি।
আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর
লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য
অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।