প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

জুলাই ৩০, ২০১৫

" কলকাতায়, রক্তিম অন্ধকারে...সন্ধান চাই!"

★★★★☆

আলোচনা - ঋজু গাঙ্গুলি

সন্ধান চাই! প্রাপ্তবয়স্ক, এবং আরও সঠিকভাবে বলতে গেলে প্রাপ্তমনস্ক পাঠকের জন্যে বাংলার পটভূমিতে এবং বাংলায় লেখা রহস্য কাহিনির খোঁজে এই মুহূর্তে বইপাড়ায় এরকম পোস্টার দেখলে এখন অন্তত কারো অবাক হওয়া উচিত নয়। কেন? একে-একে লিখি।

• গত ডিসেম্বর থেকে শুরু করে এ বছরের মে মাসের মধ্যেই আমাদের সামনে রুপোলি পর্দায় “বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ...” স্টাইলে অবতীর্ণ হয়েছেন শিশুপাঠ্য ফেলুদা, তিন-তিনজন ব্যোমকেশ: বাংলা (অঞ্জনের খিচুড়ি, তবে উপাদেয়), হিন্দি (বাবা গো!), আবার বাংলা (শজারু না হাঁসজারু), এবং সিরিয়াস শবর (অপ্রত্যাশিত-রকম ভালো), এবং এই গোয়েন্দাদের দাপটে দেবাদিদেব ও “ঝিংকু মামনি”-রা হালে পানি না পেয়ে ভেগে গেছেন।

• সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় ব্যোমকেশ-কে নিয়ে আলোচনার পাশাপাশি বারবার উঠে আসছে বড়দের জন্যে রহস্য উপন্যাসের খোঁজ করে প্রশ্ন।

• সবথেকে বড় খবর: এই ক্রমবর্ধমান দাবির চাপে বাংলায় দীর্ঘদিন ধরে প্রায় ব্রাত্য হয়ে যাওয়া লেখকেরা তাঁদের দুর্দান্ত চরিত্রদের মাধ্যমে আবার ফিরে আসছেন পাঠকদের মধ্যে।

o কৃশানু বন্দোপাধ্যায়-এর “রহস্যভেদী বাসব” দীর্ঘদিন অমুদ্রিত থাকার পর ১৩ খণ্ডে ফিরে এসেছে বাসবের সব কাহিনি নিয়ে।

o আগেও ছিলেন, নতুন করে এসেছেন নীহাররঞ্জন গুপ্তের কিরীটি রায়।

o একটা গোটা প্রজন্মকে মাতিয়ে দিয়েও দীর্ঘদিন অপ্রকাশিত ও অনালোচিত থাকার পর ফিরেছেন শেখর বসু, যাঁর রহস্য উপন্যাস সংকলনের প্রথম খণ্ডটি প্রকাশ পেয়েছে।

o শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর-এর সবক’টি রহস্যভেদের কাহিনি তাঁর অন্যান্য বেশ কিছু কাহিনির সঙ্গে দু মলাটের মধ্যে আত্মপ্রকাশ করেছে।

o অন্যান্য কম আলোচিত অথচ স্মার্ট (এবং প্রাপ্তবয়স্ক-পাঠ্য) লেখাদের সংকলন প্রকাশের ব্যাপারেও প্রকাশকদের মধ্যে আগ্রহ এই মুহূর্তে দেখার মত!

আমার, এবং যে কোন রহস্য-রোমাঞ্চপ্রেমী পাঠকের কাছে এ বড় সুখের সময়। তাই, আজকে আমি সবিনয়ে আমার রিভিউ-এর মাধ্যমে পাঠকদের দৃষ্টি এমন চারটি বই-এর দিকে আকৃষ্ট করতে চাইছি, যেগুলো হয়তো লাইমলাইটে না থাকায় তাঁদের নজরে পড়েনি। চারটি বই-এরই লেখক বরুণ চন্দ [যাঁকে আমরা “সীমাবদ্ধ”-র মাধ্যমে আত্মপ্রকাশ করতে, এবং “চতুষ্কোণ”-সহ বেশ কিছু মনে রাখার মত সিনেমায় মনে রাখার মত রোলে বুদ্ধিদীপ্ত-মার্জিত-পরিশীলিত-প্রখর অভিনয় করতে দেখেছি]। চারটি বই-এরই প্রকাশক ‘পত্র ভারতী’[যে সংস্থাটি এই মুহূর্তে ব্যঞ্জন রন্ধপাধ্যায়ের কেচ্ছা-মূলক বইগুলো ছাপিয়ে বেস্টসেলার লিস্ট দাঁপাচ্ছে]। কিন্তু, সে সব বাদ দিয়ে, স্রেফ বড়দের রহস্য কাহিনি হিসেবে, এই চারটি বই-ই আপনাদের পড়তে ভালো লাগবে বলে আমার মনে হয়। বইগুলো হল:


  • বইয়ের নাম: কিডন্যাপ
  • লেখক: বরুণ চন্দ
  • প্রকাশক: পত্র ভারতী
  • প্রথম প্রকাশ: জানুয়ারি ২০০৯
  • ISBN: 978-81-8374-044-9
  • পৃষ্ঠা: ১২৮
  • মূল্য: ৮০/-
  • বইয়ের নাম: সাপের ঝাঁপি
  • লেখক: বরুণ চন্দ
  • প্রকাশক: পত্র ভারতী
  • প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০০৭ (২য়: জুন ২০১২)
  • ISBN: 81-8374-066-9
  • পৃষ্ঠা: ১৫২ ; মূল্য: ১৫০/-
  • বইয়ের নাম: কোক
  • লেখক: বরুণ চন্দ
  • প্রকাশক: পত্র ভারতী
  • প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১১
  • ISBN: 978-81-8374-088-3
  • পৃষ্ঠা: ১৭৬
  • মূল্য: ১২০/-
  • বইয়ের নাম: রবি বার
  • লেখক: বরুণ চন্দ
  • প্রকাশক: পত্র ভারতী
  • প্রথম প্রকাশ: অক্টোবর ২০১৩
  • ISBN: 978-81-8374-249-8
  • পৃষ্ঠা: ১৫২
  • মূল্য:১৫০/

মানুষের মনের যে দিকটায় অন্ধকার, তারই নির্মম উন্মোচন ঘটেছে এই লেখাগুলোয়। হ্যাঁ, এই উপন্যাসগুলো খুঁটিয়ে দেখতে বসলে লেখার ত্রুটি পাওয়া যাবে। বিশেষ-বিশেষ চরিত্রের প্রতি লেখকের ঘোর দুর্বলতা অস্বস্তির কারণও হতে পারে। সে সব জেনেও আমি এই লেখাগুলো আপনাকে পড়তে বলব, কারণ এই লেখাগুলোয় বরুণ চন্দ আমাদের খুব স্মার্ট কিছু কাহিনি উপহার দিয়েছেন যাতে বিন্দুমাত্র ভনিতা না করে দস্তুরমত ট্যাবু বিষয়, এবং তার থেকে ঘটে যাওয়া অপরাধকে নিয়ে খোলাখুলি গল্প বলা হয়েছে।

কথামৃত-কথাঞ্জলি-গীতাঞ্জলী গুলিয়ে ফেলা পশ্চিমবঙ্গে থাকুন, বা তার বাইরে, অকুন্ঠচিত্তে লেখা রহস্য গল্প যদি পড়তে চান, তাহলে এই বইগুলো পড়ে ফেলুন।

শিরোনাম-এর অনুপ্রেরণা যোগানোর জন্যে বুদ্ধদেব গুহের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। চারটি বই-এর সামগ্রিক মূল্যায়ন: পাঁচ-এ চার তারা!

 


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।