প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

নভেম্বর ১৫, ২০১৫

 

নিবন্ধ সংগ্রহ ১ ও ২ - চিন্তাহরণ চক্রবর্তী

আলোচনা - ঋজু গাঙ্গুলি


"রচনার বিষয়বৈচিত্র্য দেখলেই বোঝা যায় যে অধ্যাপক চক্রবর্তীর গবেষণা ছিল বহুমুখী, আর সাধু বাংলায় লেখা তথ্যপূর্ণ অথচ সুপাঠ্য লেখাগুলো পড়লে বোঝা যায় যে ভাবালুতার আশ্রয় না নিয়েও তিনি তাঁর প্রতিটি লেখাকে মানবিকতায় স্নিগ্ধ করে তুলতে পেরেছিলেন..."

আজকের বাংলায়, যেখানে শহর-গ্রাম সর্বত্র সমাজ জীবন “আমরা-ওরা”-য় বিভক্ত হয়ে গেছে, সেখানে একথা বিশ্বাস করা সত্যিই শক্ত যে স্বাধীনতা-পূর্ব বাংলায় এশিয়াটিক সোসাইটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, বঙ্গীয় সাহিত্য পরিষৎ ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির নিঃস্বার্থ উদ্যোগে প্রাচ্য-বিদ্যা চর্চার একটি ঘরানা তৈরি হয়েছিল, যা পশ্চিমের বিভিন্ন ‘ইজম’ বা থিওরি-র বদলে লোকায়ত জীবনের গভীরে ডুব দিয়ে বাংলার সমাজের গভীরে বহমান স্রোতের কিনারা বুঝতে চেয়েছিল। কিন্তু একদা সপ্রাণ ও বেগবতী সেই ধারাটি ক্রমে দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা-উত্তর দলাদলি ও কেন্দ্র-রাজ্যের রাজনীতির দশচক্রে ভূতায়িত হয়। এরপর আসে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির প্রবল প্রতাপ, অরাজকতা, এবং বিশেষ একটি মতাদর্শের রঙিন চশমায় দুনিয়াকে দেখার রোগ। ধীরে-ধীরে খোলা চোখে সমাজকে চেনা-জানার ব্যাপারটা অবাস্তব এবং অলাভজনক হয়ে ওঠে। কিন্তু আজকের বাংলায়, যেখানে চিন্তার জগতে রাজনীতির বলয়গ্রাস ক্রমেই শেষ আলোটুকু গিলে ফেলা পূর্ণগ্রাস হওয়ার পথে এগোচ্ছে, সেখানে এক অধুনা বিস্মৃত প্রাচ্যবিদ্যাবিশারদের কিছু ভুলে যাওয়া লেখার ওপরে আলো ফেলার চেষ্টা করার জন্যেই এই লেখা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তী (১৯০০-১৯৭২)-র পরিচয় দিতে গেলেই বোঝা যায় যে প্রাচ্যবিদ্যাবিশারদ বলতে এক সময় আমরা কী বুঝতাম। সংস্কৃত ও বাংলায় পণ্ডিত, সহজ, এবং নির্মোহ এই মানুষটি অধ্যাপনার পাশাপাশি গবেষণা, পুঁথিচর্চা, ইংরেজি ও বাংলায় বিভিন্ন গ্রন্থ রচনা ও সম্পাদনা করে গেছেন প্রায় আমৃত্যু। বিশ্ববিদ্যাসংগ্রহ গ্রন্থমালা এবং নানা পুস্তিকা আর অধুনালুপ্ত পত্রিকায় ছড়িয়ে থাকা তাঁর বিভিন্ন লেখা, এপার বাংলায় ভালো বইয়ের অন্যতম প্রকাশক “গাঙচিল”, নিবন্ধসংগ্রহ ১ ও ২ নামক দুই খন্ডে আমাদের কাছে পেশ করে আমাদের কৃতজ্ঞতা-ভাজন হয়েছেন। আগে এই বইদুটির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া যাক:

 বইয়ের নাম: নিবন্ধসংগ্রহ ১: তন্ত্র (এতে ‘তন্ত্রকথা’ পুস্তিকাটির সঙ্গে তন্ত্র বিষয়ে লেখকের অন্যান্য রচনা স্থান পেয়েছে)
প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১০
হার্ডকভার, ১১৫ পৃষ্ঠা, মূল্য: ১৫০ টাকা
ISBN: 978-81-89834-94-4
সূচি:
 সিতাংশুশেখর চক্রবর্তী রচিত ‘প্রাককথন’
 তন্ত্রের প্রাচীনতা ও প্রামাণ্য
 তন্ত্রের উত্পত্তিস্থান
 তন্ত্রের আদর্শ
 তন্ত্রশাখা ও তন্ত্রসাহিত্য
 তান্ত্রিক দেবতা ও পূজাপদ্ধতি
 তান্ত্রিক কার্যে বৈদিক মন্ত্রপ্রয়োগ
 তান্ত্রিক আচার্য ও সাধক
 তন্ত্রে দুর্গাপূজা
 বাংলায় তন্ত্রচর্চা
 তন্ত্র ও বাঙালি
 বাংলার শাক্ত উত্সব
 বাংলার শাক্ত উত্সবের প্রাচীনতা
 তন্ত্রে কৃষ্ণচরিত্র
 শাক্ত রাস
 পরমানন্দমতসংগ্রহ


 বইয়ের নাম: নিবন্ধসংগ্রহ ২: ধর্ম সংস্কৃতি সমাজ (এতে ‘বাংলার পালপার্বণ’ পুস্তিকাটির সঙ্গে বাঙালির সমাজ ও আচার বিষয়ে লেখকের অন্যান্য রচনা স্থান পেয়েছে)
প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১০
হার্ডকভার, ১৫১ পৃষ্ঠা, মূল্য: ১৫০ টাকা
ISBN: 978-81-89834-95-1
সূচি:
 উজ্জ্বলকুমার মজুমদার-রচিত “পূর্বকথা”
 বাংলার পালপার্বণ
 বাংলার লৌকিক দেবদেবী
 পাঁচুঠাকুরের পাঁচালি
 প্রাচীন বাংলা সাহিত্যচর্চা
 জয়দেবকৃত গীতগোবিন্দের প্রসার ও প্রভাব
 বঙ্গদেশে সংস্কৃতচর্চা ও সংস্কৃত সাহিত্যে বাঙালির দান
 মীমাংসাদর্শনে বাঙালি
 বাংলায় জীমূতবাহনের কাহিনি
 বাংলায় পুরাণচর্চা
 সংস্কৃত গ্রন্থকার অমর মৈত্র
 আধুনিকপূর্ব যুগের প্রাথমিক শিক্ষাপদ্ধতি
 ব্রজেন্দ্রনাথ (১২৯৮-১৩৫৯) ও বসন্তরঞ্জন (১২৭২-১৩৫৯)
 পাঁচকড়ি বন্দোপাধ্যায় ও সে-কালের পত্র-পত্রিকা
 একখানি মনুষ্যবিক্রয়পত্র
 শালগ্রাম বন্ধকের দলিল
 আমাদের পণ্ডিত সমাজ

রচনার বিষয়বৈচিত্র্য দেখলেই বোঝা যায় যে অধ্যাপক চক্রবর্তীর গবেষণা ছিল বহুমুখী, আর সাধু বাংলায় লেখা তথ্যপূর্ণ অথচ সুপাঠ্য লেখাগুলো পড়লে বোঝা যায় যে ভাবালুতার আশ্রয় না নিয়েও তিনি তাঁর প্রতিটি লেখাকে মানবিকতায় স্নিগ্ধ করে তুলতে পেরেছিলেন, যা নানা রকম থিওরি-মডেল-ইজম ইত্যাদিতে ক্লিষ্ট আজকের গবেষণায় দেখা যায়না।

আজকের এই হিংসাদীর্ণ বাংলায় বসে এই লেখাগুলো পড়তে গেলে মনে হয় যেন গত জন্মের কথা পড়ছি। কিন্তু তবু, এই লেখাগুলো আমাদের পড়া প্রয়োজন এজন্যেই, যাতে আমরা বুঝতে পারি কীভাবে এক পণ্ডিত বিদ্যার অহঙ্কারকে প্রচ্ছন্ন রেখে, অজ্ঞানতা-কুসংস্কার-দারিদ্র্য-বৈষম্য-এমন বহু বিষে নীলকন্ঠ এক ধর্মভীরু সমাজের চালচিত্র ফুটিয়ে তুলতে পারেন গভীর মমতায় এবং গভীরতর সহমর্মিতায়।

 


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।