প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

মে ৩০, ২০১৫

" আদ্যন্ত সুমুদ্রিত, রঙিন ও সাদাকালো অলংকরণে সমৃদ্ধ, এবং প্রচুর পরিশ্রম ও প্রচুরতর ভালোবাসা দিয়ে সাজান..."

★★★★ ☆

আলোচনা - ঋজু গাঙ্গুলি


  • বই-এর নাম: কমিকস ইতিবৃত্ত
  • লেখক: কৌশিক মজুমদার
  • প্রকাশক: লালমাটি
  • ISBN: 978-93-81235-16-4
  • পৃষ্ঠা: ৪৪৮
  • বাঁধাই: হার্ডকভার

গত ৮ই মে ২০১৫ যখন নারায়ণ দেবনাথ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ‘ডি.লিট’ উপাধি পেলেন, তখন তা শুধুই প্রতিষ্ঠানের তরফে এক প্রবীণ শিল্পীর সারা জীবনের সাধনার স্বীকৃতি ছিলনা। তা ছিল উন্নাসিক বোদ্ধাদের তরফে এই স্বীকারোক্তি, যে শুধু শিশু-কিশোরদের মনোরঞ্জন করাই নয়, বরং ওই শিল্পী গল্প-বলার ক্ষেত্রে এক বিপ্লব এনেছেন এই বাংলায়। তাই, গত কয়েক বছরে নারায়ণ সান্যালের হারিয়ে-যেতে বসা বা বিস্মৃতির অন্তরালে তলিয়ে যাওয়া লেখাকে সসম্মানে এবং সযত্নে প্রকাশ করার ক্ষেত্রে যে প্রকাশনা সংস্থা ভগীরথের ভূমিকা পালন করেছে, সেই “লালমাটি” থেকে প্রকাশিত এক বই-এর ব্লার্বে যখন লেখা হয়: “এই প্রথম বাংলা তথা ভারতীয় ভাষায় লেখা হল বিশ্ব কমিকসের কালানুক্রমিক ইতিহাস, যার বিস্তার প্রাচীন আলতামিরা গুহাচিত্র থেকে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত”, তখন সেই বই নিয়ে আশা একটু বেশি হলে কি অন্যায় হয়? একথা লিখতে পেরে ভালো লাগছে যে বইটি সেই আশা অনেকটাই পূরণ করেছে।

আদ্যন্ত সুমুদ্রিত, রঙিন ও সাদাকালো অলংকরণে সমৃদ্ধ, এবং প্রচুর পরিশ্রম ও প্রচুরতর ভালোবাসা দিয়ে সাজান এই বইটিতে ঠিক কী কী অধ্যায়ের মাধ্যমে চিত্রকাহিনির ইতিহাসটা ধরার চেষ্টা হয়েছে?
(*) প্রবেশ কথন
গোড়ার গপ্পো
কমিকসের অ-আ-ক-খ
যুগ-যুগ-জিয়ো
ইয়েলো কিডের কীর্তি
মাক্স-মোরিতস-এর মস্তানি
নিষিদ্ধ নিশিকাল
দস্যি দামাল ও দুঃসসসস্বপ্ন
জোড়া জুয়াড়ির জবর কথা
জিগস, ম্যাগী ও পাগলা বিল্লি
এক নজরে
হ্যাল ফস্টার
হ্যারল্ড গ্রে
নায়ক নামা
কমিকসের প্রথম সুপার হিরো
ক্রিপটনের ক্লার্ক কেন্ট
গোথাম নগরীর আঁধার নায়ক
মাকড়সা মানুষের মনের কথা
বাঙ্গালার বেতাজ বাদশা
মার্ভেলাস মার্ভেল
আঁধার যুগের আশ্চর্য
এক নজরে
ই.সি. সিগার
উইল আইজনার
বৈচিত্র কথা
শিরদাঁড়ায় শিহরণ
কমিকস গেল যুদ্ধে
ক্রাইম কমিকসের কালক্রান্তি
অল্প কথায় কল্প কমিকস
কমিকসের গুপ্ত কথা
এক নজরে
অ্যালেক্স রেমন্ড
রোভার্সের রয়
ওয়েস্টার্ন কমিকস
দেশে দেশে
ফরাসি কমিকসের রূপরেখা
সাদা টিনটিন. কালো টিনটিন
প্রেম, বন্ধুতা ও টিনটিন
টিনটিনের সাথে টইটই
জানা গাঁয়ের অজানা কথা
অ্যাটিলা, রেমব্রান্ট, জেমস বন্ড এবং অ্যাসটেরিক্স
মনমাতানো মাংগা
এক নজরে
ওসামু তেজুকা
জাল টিনটিন
এটাসেটামিক্স
কমিকসে কৌতুক
চিরকালের তিন শিশু
ফাটাফাটি ফানিস
এক নজরে
কমিকসে চ্যাপলিন
চার্লস শ্যুলজ
বিল ওয়াটারসন
প্রচারে প্রাচুর্য
প্রোপাগান্ডার প্রেক্ষাপটে
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
এক নজরে
রয় ক্রেন
মিলটন ক্যানিফ
আর্চি
ভূমিপুত্র
বসন্তকের বাংলা কমিকস
শিকড়ের সন্ধানে
ব্যতীক্রমী ময়ূখ চৌধুরী
বহুমুখী নারায়ণ দেবনাথ
এক নজরে
কাফি খাঁ
রাম ওয়াইরকর
প্রাণ, প্রদীপ শাঠে ও শেহাব
শেষ পাতে
জবর বারো
বিশ্ব কমিকসের কালপঞ্জী
শুকতারা ও সন্দেশের প্রচ্ছদ কমিকস
বাংলায় ইন্দ্রজাল কমিকসের তালিকা
সহায়ক গ্রন্থপঞ্জী
নির্ঘন্ট

বুঝতেই পারছেন যে লেখক ইতিবৃত্ত কথাটাকে নিছক একটা কান-ভরানো শব্দ হিসেবে না নিয়ে, বরং সত্যিই চেষ্টা করেছেন চিত্রকাহিনির একটা সামগ্রিক রূপ এই বই-এ তুলে ধরতে। কিন্তু যে কারণগুলোর জন্যে আমি এহেন চমত্কার বইটির রেটিং করতে গিয়েও একটি তারা খসিয়ে দিতে বাধ্য হলাম, সেগুলো হল: -

(১) ৬৫০ টাকা দিয়ে এই বইটি যাঁরা কিনে পড়বেন, তাঁরা প্রায় প্রত্যেকেই ইন্টারনেটের জগতে স্বচ্ছন্দ। তাই উইকিপিডিয়া আর ডি.সি/মার্ভেল-সংক্রান্ত ওয়েবসাইটে সহজেই পাওয়া যায় এমন তথ্যগুলো না দিয়ে বইটাকে একটু অন্য ভাবে সাজানোই যেত।

(২) বেশ কিছু কমিকসের গল্পের সারাংশ তুলে নানা বিষয় আলোচিত হয়েছে, যেটা এমন বই-এর ক্ষেত্রে কাঙ্ক্ষিত ছিলনা।

(৩) একথা সত্যি যে কমিকসের ইতিহাস বলতে আমরা প্রায় সবাই মার্কিন কমিকস-ই বুঝি, বাকিটা জুড়ে থাকে টিনটিন আর অ্যাসটেরিক্স। তাই বইটার প্রায় ৭০% সেই নিয়ে আলোচনাতেই ব্যয় হয়েছে: এটা মানতে কষ্ট হলেও তার কারণটা বুঝতে অসুবিধে হয়না। কিন্তু তিহুয়ানা বাইবেল নিয়ে এত আলোচনা হল, অথচ হোরাক-এর অনবদ্য চিত্রণে জেমস বন্ডের কাহিনিগুলো জনপ্রিয় হওয়াতেই যে হলিউড সিনেমাগুলো করতে আগ্রহী হয়েছিল সেই কথাটা বাদ পড়ে গেল। আর অ্যার্জ-এর বিভিন্ন কমিকস, বিশেষত তাদের পেছনের ইতিহাস-ভূগোল-রাজনীতি নিয়ে বাংলায় দীর্ঘদিন ধরে চর্চা চলছে, তাই সেই প্রসঙ্গটা লেখক স্বচ্ছন্দে ছেঁটে ফেলতে পারতেন।

(৪) ৪৪৮ পাতার বই-এর মধ্যে মোটে ৩৭ পাতা ব্যয় হয়েছে ভূমিপুত্রদের প্রসঙ্গে এমনকি সেই তালিকায় গৌতম কর্মকার, প্রশান্ত মুখোপাধ্যায়, অভিজিত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল ঘোষ (বৃশ্চিক): এই অসামান্য শিল্পীদের নামও উল্লেখ করা হয়নি!

তাই পাঁচে চারটি তারা দিয়ে, আর ভবিষ্যতে লেখক বাংলার শিল্পীদের কাজের একটি সার্বিক মূল্যায়ণ তথা সংকলন প্রকাশে উদ্যোগী হবেন এই আশা নিয়েই বইটির আলোচনা শেষ করছি।

সংযোজন -

এমন অনেক প্রবীণ সাহিত্যিক ও গবেষক আছেন যাঁরা এই বইটিকে আকরগ্রন্থ হিসেবে গ্রহণ করেছেন। তাঁদের সুবিধার্থে বইটিকে তথ্যসমৃদ্ধ করাটাই মুখ্য ছিল, সেই তথ্য ইন্টারনেট বা অন্যত্র পাওয়া গেলেও তাই বইটিতে তা শামিল করা হয়েছে।

আলোচনা প্রসঙ্গে গল্প উল্লিখিত হলেও সেই গল্পের আসল মজা বা চমক যাতে মলিন না হয়ে যায়, তেমনটা নিশ্চিত করা হয়েছে। তাই এই বইটি পড়ে পাঠক মূল কমিকসটি পড়তে আরও বেশি আগ্রহী হবেন, এটাই বরং স্বাভাবিক।

শুধু জেমস বন্ড নন, ফিকশন-এর যেসব গোয়েন্দা বা প্রটাগনিস্টকে নিয়ে পরে কমিকস লেখা হয়েছে, তাঁদের কাউকে নিয়েই এই বই-এ আলাদাভাবে আলোচনা করা হয়নি, কারণ বই-এর মুখ্য উদ্দেশ্য ছিল কমিকস, এবং সেই সুত্রে কমিকস-এর গোয়েন্দা (অর্থাৎ গোয়েন্দাদের কমিকস নিয়ে আলোচনার অবকাশ এই বই-এ ছিলনা)।

বইটিতে আলাদাভাবে ভূমিপুত্রদের আলোচনায় নাম না এলেও গৌতম কর্মকার ও অভিজিৎ চট্টোপাধ্যায়-এর নাম উল্লিখিত হয়েছে যথাযথ ভাবেই।

 


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।