প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

মে ৩০, ২০১৬

"...তাঁর নিজস্ব নির্ভার ও গতিময় গদ্য এবং নির্মম ন্যারেটিভ দিয়ে লেখক এমন সব কাহিনি নির্মাণ করতে পারেন, যা আমাদের চমকে দেয়, থমকে দেয়, ভাবায়, বিষণ্ন করে, এবং সামগ্রিক ভাবে মুগ্ধ করে।"

আলোচনা - ঋজু গাঙ্গুলি

  • বইয়ের নাম: বেলাশেষের আলো
  • লেখক: হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
  • প্রকাশক: সাহিত্যম
  • ISBN: 978-93-5040-409-6
  • হার্ডকভার, ১৫২ পৃষ্ঠা
  • প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৬

হিমাদ্রিকিশোর দাশগুপ্তঃ লেখকের নামটা শোনার সঙ্গে-সঙ্গে যদি আপনি বিশ্বের কোন অজানা বা দুর্গম এলাকায় কোন রহস্যভেদের আশায় রোমহর্ষক মানসভ্রমণ তথা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন, বা একটা হাঁড়-কাপানো ভূতের গল্প পড়ার প্রস্তুতি নেন, আপনাকে দোষ দেওয়া যায় না। জঁর-পত্রিকা এবং শিশু-কিশোর সাহিত্যের ম্যাগাজিনে লেখকের যে টাইপকাস্টিং হয়ে গেছে, তাতে এমনটাই স্বাভাবিক।

কিন্তু তিনি কি শুধুই এমন লেখাই লেখেন? জঁর ফিকশনের বাইরে মানবচরিত্রের অপার জটিলতা আর তুচ্ছ ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তোর সম্ভাবনা কি তাঁকে অন্য কিছু লিখতে প্ররোচিত করে না? প্রশ্নগুলো আমাকে ভাবিয়েছিল। এবার বইমেলায় সাহিত্যম আমার সেই জিজ্ঞাসার উত্তর দিল এই বইটির মাধ্যমে।

ভূত আছে কি নেই এই নিয়ে এত তর্ক যে অনাবশ্যক একথা কলেজ স্ট্রিটের প্রকাশকদের ছাপাখানায় ভূতের নৃত্য দেখলেই বোঝা যায়। তবে তাদের সেই অপকীর্তি সত্ত্বেও এই মোটের ওপর ছিমছাম, এবং স্নিগ্ধ প্রচ্ছদ-সমৃদ্ধ বইটি হাতে নিলে পড়তে ইচ্ছে করে।

সেই ইচ্ছেটা, আর আমার মনে হিমাদ্রিকিশোরের কলমের ব্যাপ্তি নিয়ে থাকা প্রশ্ন, এই দুয়ের টানে এই ক’দিনে বইটা পড়া হল। কী পেলাম সেই পঠনের অনুভূতি থেকে? পেলাম আমার প্রশ্নের উত্তর।
আমি জানতে পারলাম যে তাঁর নিজস্ব নির্ভার ও গতিময় গদ্য এবং নির্মম ন্যারেটিভ দিয়ে লেখক এমন সব কাহিনি নির্মাণ করতে পারেন, যা আমাদের চমকে দেয়, থমকে দেয়, ভাবায়, বিষণ্ন করে, এবং সামগ্রিক ভাবে মুগ্ধ করে।

সম্পাদকীয় এবং পূর্ব-প্রকাশ সংক্রান্ত তথ্য বর্জিত বইটিতে একটি অতি-সংক্ষিপ্ত ভূমিকার পরেই আছে গল্পেরা। আমি প্রতিটি গল্পের সার-সংক্ষেপ লিখলে সেটা খুব বাজে ধরণের স্পয়লার হয়ে যাবে, তাই শুধু আমার ভালো-লাগা বা মন্দ-লাগাটুকু লিখছি।

১. কস্তুরীঃ সম্ভবত এই বইয়ের, এবং সাম্প্রতিককালে পড়া আমার অন্যতম শ্রেষ্ঠ গল্প। বর্ণনার ঐশ্বর্যে, ভাবপ্রকাশের পরিমিতি-বোধে, এবং নির্মোহ রূঢ়তায় গল্পটা আমাকে স্তব্ধ করে দিয়েছিল।
২. অমৃতযাত্রাঃ বুঝতে পারছিলাম কী হতে চলেছে, তাই হয়তো ততটা নাড়া দেয়নি গল্পটা। আর লেখকের প্রকাশভঙ্গীর ক্লিষ্টতাও গল্পটির সম্পদহানি ঘটিয়েছে।
৩. টাঁরোর চোখঃ ছাপার ভুলের কর্কশ উপস্থিতি ভুলে যেতে হয় এই গল্পের তীব্র আশ্লেষে। হ্যাঁ, এটি এমনই সংবেদী লেখা যে আদিমতম আবেগ আর একটা তীব্র ভয়ের অনুভূতির মধ্যে লড়াই চলবে গল্পের শুরু থেকে শেষ অবধি আপনার মনেও।
৪. বিসুভিয়াসের কন্যাঃ এই গল্পটা এই বইয়ের একমাত্র জঁর-ফিকশন, এবং লেখকের সমস্ত শক্তি ও দুর্বলতা নিয়ে এটি একেবারেই ভিন্টেজ হিমাদ্রিকিশোর।
৫. জন্মদাগঃ জটিল বিষয় নিয়ে গল্প লিখেছেন লেখক, তবে এই নিয়ে বাংলায় এমন সব ক্লাসিক ইতিমধ্যেই পঠিত ও চর্চিত, যে শেষ বিচারে এটি একটু অন্য ঘরানার গোল গল্পই হয়ে যায়।
৬. বকুলছায়াঃ বর্ণনার নিপুণতা আর মায়া নিয়েও গল্পটা যেন শেষের অনিবার্য পরিণতির উদ্দেশে রুদ্ধশ্বাসে ছুটতে চেয়েছিল, আর তাই গল্পটা অনেক ঘাত-অভিঘাতের সম্ভাবনা নিয়েও বড়ো চট করে ফুরিয়ে গেল।
৭. বেলা শেষের আলোঃ এই বইয়ের শ্রেষ্ঠ গল্প, এছাড়া এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই।
৮. ভেনাসের জন্মঃ মাঝখানের জায়গাটা, আর শেষের ‘মেলাবেন তিনি মেলাবেন’ ভাবটা বড্ড আরোপিত হয়ে গিয়ে এই গল্পকে একটা অগভীর প্রয়াসে পরিণত করেছে, নইলে এতেও সম্ভাবনা ছিল এক নতুন শ্বাসরোধী ক্লাসিকের।
৯. ইলিশ-পালঙঃ নির্মম, মাপা, নিপুণ, এবং নির্ভুল এই গল্প আগের আবেগোচ্ছ্বাস-ভরা গল্পের থেকে একেবারে আলাদা স্বাদ দিল আমাদের।
১০. নষ্ট উষাঃ অপার সম্ভাবনা ছিল এই গল্পটির, কিন্তু আবেগাতিশয্যে এটি শেষে একটি নীতিকথা-মূলক গল্পই হয়ে গেল, তবে তার মধ্যেও মুগ্ধ হতে হল চরিত্রচিত্রণ আর ছোট্ট-ছোট্ট সংলাপের মধ্য দিয়ে কাহিনি-নির্মাণে লেখকের দক্ষতায়।

শেষ কথা হিসেবে এটাই বলব যে, তথাকথিত ‘অন্য ধারার’ লেখা ও লেখকদের সস্নেহ প্রশ্রয় দেওয়ার ফাঁকে যদি কখনও আপনার মনে হয়, “আজ একটা গল্প পড়ি”, তাহলে এই বইটি তুলে নিতে পারেন। লেখক তাঁর সবটুকু শক্তি আর ভালোবাসা দিয়ে এই বই সাজিয়েছেন আপনার জন্যে। তাঁর আলোয় রঙিন হলই নাহয় আমার-আপনার গল্পপাঠাভিলাষী মন।


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।