প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

এপ্রিল ১৫, ২০১৫


"বিদগ্ধ এবং গুণী মানুষদের বই-এর রিভিউ করা এমনিতেই খুব চাপের..."

★★ ☆ ☆ ☆

আলোচনা - ঋজু গাঙ্গুলি


  • বইয়ের নাম: বিশাল ভারতীয় লঘুগল্প
  • লেখক: যশোধরা রায়চৌধুরী
  • প্রকাশক: সৃষ্টিসুখ
  • প্রচ্ছদ: রোহণ কুদ্দুস
  • ISBN: 978-163415318-8
  • প্রকাশ: জানুয়ারি ২০১৫
  • পেপারব্যাক, ১৪২ পৃষ্ঠা

বিদগ্ধ এবং গুণী মানুষদের বই-এর রিভিউ করা এমনিতেই খুব চাপের, তার ওপর যদি ফেসবুকে তাঁর বিপুল সংখ্যক বন্ধু/অনুরাগী থাকেন তাহলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়া নিতান্তই স্বাভাবিক, তাই না? কিন্তু আমি কলকাতার বাইরে থাকি, তায় চাকরির সুবাদে গালাগাল খেয়ে-খেয়ে চামড়া মোটা করে ফেলেছি। সর্বোপরি, বইটি আমি মাগনায় পাইনি, দস্তুরমতো মেলার ভিড়ে গুঁতো খেয়ে ও গাঁটের কড়ি খসিয়ে সংগ্রহ করেছি। অতঃপর “আমি কি ডরাই সখী”...ইত্যাদি ভেবে ফিল্ডে নেমে পড়া যাক।

প্রায় ১৮ বছর ধরে লেখা বিভিন্ন গদ্যের সংকলন এই বই-এ দুটি অংশ আছে:

(১) গদ্যকাল: ১৯৯৬-১৯৯৮, এই পর্যায়ের তিনটি লেখা আছে এখানে:

  • বিশাল ভারতীয় লঘুগল্প
  • রুদ্ধশ্বাস উত্তেজনা
  • অন্যায়শাস্ত্রের বিকাশ ও বিস্তার

এই অংশের লেখাগুলো সেলুনে নতুন বহাল হওয়া নাপিতের মত কাঁচি আর চিরুনির কর্তব দেখানোয় এতো বেশি ব্যস্ত হয়েছে যে সেগুলোতে লেখক ঠিক কী বলতে চেয়েছেন সেটাই ফসকে গেছে। ওপর চালাক, অন্তঃসারশূন্য, অথচ রেকারিং ডেসিমেলের মত অন্তহীন এই লেখাগুলো গবাদি পশুর জাবনা হিসেবে ব্যবহৃত হলে দেশের ও দশের মঙ্গল হতে পারত। তা হয়নি, ফলে বঙ্গজীবনের অঙ্গ হিসেবে অনবদ্য লেখা হারিয়ে যাওয়ার পাশাপাশি অখাদ্য জিনিস সাহিত্য হিসেবে পেশ হওয়ার ধারাটিও অব্যাহত রয়েছে।

(২) গদ্যকাল: ২০০০-২০১৪, এই পর্যায়ের সাতটি লেখা আছে বই-এ:

  • আরশি
  • ছোটো গল্পের মতো দিন
  • পরকীয়া
  • মেড ফর ইচ আদার
  • এ সব আসলে কিছুই ঘটেনি
  • ঝিনুকের খোল
  • অনমিত্রা দত্ত-র এপিটাফ

এই অংশের লেখাগুলো নিয়ে লিখতে গিয়ে কিন্তু একটা মোটা তুলি ব্যবহার করতে পারছিনা। এই লেখাগুলো একই ধাঁচের নয়। এতে অনেক বেশি নির্মোহ এবং সহজ হয়ে লেখক তাঁর ঝকঝকে ভাষাকে ব্যবহার করেছেন। অনেক না-বলা গল্পের বীজ তিনি বুনে দিয়েছেন এই গল্পগুলোয়, আবার একই সঙ্গে সেই গল্পগুলো বলা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন হয়তো এই ভেবে যে তিনি গল্প নয়, মুক্তগদ্য লিখছেন।

বইটা শেষ করে এটাই মনে হল যে প্রথমার্ধের ওই অপঠ্য লেখাগুলো বাদ দিলে, কয়েকটা দৃষ্টিকটু মুদ্রণ-প্রমাদ বাদ দিলে, আর তথাকথিত “কল্পিত” গদ্যের বদলে লেখকের সোজাসাপটা চিন্তনের আরো কিছু নিদর্শন পেশ করলে বইটা হয়ত ‘বিশাল’ হত না, তবে অপেক্ষাকৃত ভালো হত। বর্তমান অবস্থায় বইটাকে রোহণ কুদ্দুসের চমৎকার প্রচ্ছদ সত্বেও ৫-এ দুটোর বেশি তারা দেওয়া গেল না।


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।