বইয়ের খবর
মার্চ ৩০, ২০১৬
"....ষাট-সত্তর-আশির দশকের “সন্দেশ” পত্রিকা(র) সবথেকে বড়ো আকর্ষণগুলোর মধ্যে ছিল নলিনী দাশের কলমে চারটি মেয়ের অ্যাডভেঞ্চার-তথা-রহস্যভেদের কাহিনি।..."
আলোচনা - ঋজু গাঙ্গুলি
- গোয়েন্দা গন্ডালু সমগ্র-১: নলিনী দাশ
- নিউ স্ক্রিপ্ট, হার্ডকভার, পৃষ্ঠা: ৩৫৬
- প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৯, দ্বিতীয় সংস্করণ: জানুয়ারি ২০১৩
রামধনু ও মৌচাক উত্তর বাংলা শিশু-কিশোর সাহিত্য নিয়ে আলোচনা হলে যে পত্রিকাটি কার্যত বেঞ্চমার্কের ভূমিকা পালন করে সেটি হল ষাট-সত্তর-আশির দশকের “সন্দেশ” পত্রিকা। সেই পত্রিকার সবথেকে বড়ো আকর্ষণগুলোর মধ্যে ছিল নলিনী দাশের কলমে চারটি মেয়ের অ্যাডভেঞ্চার-তথা-রহস্যভেদের কাহিনি।
সাহসী কালু, আবেগপ্রবণ মালু, ভিতু বুলু, আর ন্যারেটর টুলুর সেইসব কাহিনি, যা দশকের পর দশক ‘সন্দেশি’-দের মাতিয়েছে, সেগুলোকে সুমুদ্রিত, সুসম্পাদিত, এবং সত্যজিৎ রায়ের করা হেডপিস ও অলংকরণের সঙ্গে দু’খণ্ডে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্যে নিউ স্ক্রিপ্ট কর্তৃপক্ষ সর্বার্থে ধন্যবাদার্হ।
বিষয়সূচী:
o গোয়েন্দা গন্ডালু
গোয়েন্দা গন্ডালু
জমিদারবাড়ির রহস্য
নিখিল-বঙ্গ-কবিতা-সংঘ
গুন্ডা ও গন্ডালু
o গন্ডালু ও রানি রূপমতির রহস্য
রানি রূপমতির রহস্য
সোনার খনির সন্ধানে
টাওয়ার হিলের রহস্য
o গন্ডালু ও হাতিঘিসার হানাবাড়ি
তিব্বতি গুহার ভূত
হাতিঘিসার হানাবাড়ি
নন্দনকাননের রহস্য
o গন্ডালু আর অলৌকিক বুদ্ধমূর্তি রহস্য
তপোবন রহস্য
খোয়াই রহস্য
অলৌকিক বুদ্ধমূর্তি রহস্য
নীলাঞ্জনার দুর্ভোগ
- গোয়েন্দা গন্ডালু সমগ্র-২: নলিনী দাশ
- নিউ স্ক্রিপ্ট, হার্ডকভার, পৃষ্ঠা: ৪০৭
- প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১২
বিষয়সূচী:
o রঙ্গনগড়ের রহস্য
অভিশপ্ত রাজবাড়ি
রঙ্গনগড়ের রহস্য
o গন্ডালু ও হিড়িম্বাদেবীর রহস্য (“সেরা সন্দেশ” সংকলনে)
o ঝাউতলার ভূত (অগ্রন্থিত)
o কলকাতায় গন্ডালু (“সরস রহস্য” সংকলনে)
o নন্দিনী নিরুদ্দেশ(অগ্রন্থিত)
o মাউন্ট আবুর রহস্য(অগ্রন্থিত)
o ডন পেরেরার দ্বীপ(অগ্রন্থিত)
o রঙ্গন পাহাড়ের রহস্য(অগ্রন্থিত)
o দেওদারগঞ্জের ভূত(অগ্রন্থিত)
o গুপ্তাসাহেবের গুপ্তধন(অগ্রন্থিত)
o সিমলার মামলা(অগ্রন্থিত)
o সামলে চলো গন্ডালু(অগ্রন্থিত)
o কাঞ্চনপুরের রাজবাড়ি(অগ্রন্থিত)
o শিখর রহস্য(অগ্রন্থিত)
এই লেখাগুলোর সঙ্গে একে তো অসংখ্য পাঠকের নস্ট্যালজিয়া জড়িয়ে আছে। তায় যে সময়ে ও পরিপ্রেক্ষিতে এগুলো লেখা হয়েছিল তা আজকে অকল্পনীয়। সর্বোপরি যে পাঠকরা ছিল এই লেখাগুলোর টার্গেট অডিয়েন্স, তাদের আজ কোথাও পাওয়া যাবে না, কারণ আজকের ছোটোরা (যদি তারা আদৌ বাংলা পড়ে) সম্পূর্ণ অন্য ধাতের লেখা চায়। তাই আমি এই বইদু’টির রিভিউ করার চেষ্টা করছি না।
পুরনো ‘সন্দেশি’-রা, বিশেষত যাঁরা এখনকার পত্রিকাগুলোয় শিশু-কিশোর সাহিত্যের নামে পাইকারি হারে খুনখারাপি আর ভয়াল-ভয়ংকর কাণ্ডকারখানা দেখে তিতিবিরক্ত, তাঁদের জন্যে, আর ষাট-সত্তর দশকের শিশু-কিশোর সাহিত্য নিয়ে কৌতূহলী পাঠকের জন্যে বইটি রেকমেন্ড করা গেল।
আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর
লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য
অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।