প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর

অক্টোবর ৩০, ২০১৫

..."সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্কদের অন্যতম, এবং বিজ্ঞান-নির্ভর গল্পের পাশাপাশি পপুলার সায়েন্স নিয়েও প্রায় দু দশক ধরে নিষ্ঠাভরে লেখালেখি করে চলেছেন। তিনি হলেন: অভিজ্ঞান রায়চৌধুরী।"

আলোচনা - ঋজু গাঙ্গুলি

বাংলায় ইয়ং-এডাল্ট জঁর-এর আলাদাভাবে অস্তিত্ত্ব নেই। কিন্তু (১) অ্যাডভেঞ্চার, (২) ভৌতিক, (৩) রহস্য-রোমাঞ্চ, আর (৪) কল্পবিজ্ঞান: এই চারটি ঘরানায় যাঁরা নিয়মিত লেখালেখি করেন, তাঁদের উদ্দেশ্য থাকে সেই পাঠক-পাঠিকাদের জন্যে লেখা, যারা প্রাপ্তবয়স্ক না হলেও ভালোমন্দ বোঝার প্রখর ক্ষমতা ধরে, এবং ইন্টারনেট ও টেলিভিশনের সৌজন্যে বড়োদের থেকেও যারা অনেক বিষয়ে বেশি জানে ও বোঝে। বড়োদের মধ্যেও নিঃসন্দেহে এমন অনেকেই আছেন যারা কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার সাহিত্য খুব ভালোবাসেন। তাঁদের জন্যে,পুজোর ছুটি শেষ হয়ে গেলেও আগামী দিনে পড়ার রসদ যোগাতে, আজ এমন এক লেখকের বইপত্রের ওপরে আলো ফেলছি, যিনি এই ধারায় সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্কদের অন্যতম, এবং বিজ্ঞান-নির্ভর গল্পের পাশাপাশি পপুলার সায়েন্স নিয়েও প্রায় দু দশক ধরে নিষ্ঠাভরে লেখালেখি করে চলেছেন। তিনি হলেন: অভিজ্ঞান রায়চৌধুরী।

কিশোর ভারতী, শুকতারা, আনন্দমেলা, এবং অধুনা বিভিন্ন ওয়েবজিনে, অভিজ্ঞান-এর মার্জিত, সাবলীল, এবং চিন্তা-উদ্দীপক গল্প যাঁরা পড়েছেন, তাঁদের কাছে ওনার পরিচয় নতুন করে দেওয়া অনাবশ্যক। উপরোক্ত সব ক’টি ধারায় লেখালেখি করলেও অভিজ্ঞানের লেখার বিশেষত্ব হল: তিনি অনিলিখা নামের এক নায়িকাকে সৃষ্টি করেছেন যে নিজে শুধু বিদুষীই নয়, সঙ্গে সাহসী, বুদ্ধির দীপ্তিতে ভাস্বর, এবং নিখাদ অ্যাডভেঞ্চার-প্রেমীও। বাংলা শিশু-কিশোর সাহিত্যে আমরা গোয়েন্দা গন্ডালু, আর কিয়দংশে বুদ্ধদেব গুহর কলমে তিতির ছাড়া এমন কোনও নায়িকা-চরিত্র ধারাবাহিক ভাবে পাইনি। সেখানে অনিলিখার বয়ানে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, আমরা পাই দুর্দান্ত সব রহস্যভেদের কাহিনি, যেখানে বিজ্ঞান, ফ্যান্টাসি, অ্যাকশন, আর মানবিকতা মিলে-মিশে একাকার হয়ে যায়।

অভিজ্ঞান-এর বিপুল সংখ্যক ছোটো ও বড়ো গল্প-র একটা বড়ো অংশ এখনও গ্রন্থাকারে সংকলিত হয়নি। তবু, এই মুহূর্তে ওনার যে ক’টি গল্পের বই প্রকাশিত হয়েছে তারা, এবং তাতে থাকা লেখারা হল:
১) এই পৃথিবী একশো বছর পরে (প্রকাশক: কম্পিউট্রনিক্স, প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০০৩): পুরোপুরি বিজ্ঞান-নির্ভর এই বইটি একশো বছর পরের পৃথিবীর জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, পরিবেশ, রাজনীতি এবং মানবমন-এর পরিণতি নিয়ে আলোচনা করেছে, তবে তারই মাঝে-মাঝে, নিজের বলা কথাগুলোকে আরও আকর্ষনীয় পদ্ধতিতে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে লেখক অবতারণা করেছেন ছ’টি গল্পের, যারা হল:

• দূরত্ব
• নিশীথের টেনিস ম্যাচ
• নিয়মভাঙ্গা
• পৃথিবী ছাড়ার দিন
• আরও দশ বছর
• অরিজিৎ-এর একটি দিন

যেহেতু এই গল্পগুলো সবই পরে পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে পরবর্তী গল্প-সংকলনগুলোয় জায়গা পেয়েছে, তাই শুধু গল্প পড়তে চাইলে এই বইটি আমি কিনতে বলব না। তবে বাংলায় পপুলার সায়েন্সের অন্যতম সেরা বইয়ের তালিকায় এটি জ্বলজ্বল করবে।

২) সংকেত রহস্য (প্রকাশক: পত্র ভারতী, প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১০), যাতে আছে
দুটি বড়ো গল্প:

• সংকেত রহস্য (অনিলিখা)
• রহস্য যখন নিজেকে নিয়ে

৩) রহস্য যখন ডারউইন (প্রকাশক: পত্র ভারতী, প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১২), যাতে আছে দুটি বড়ো গল্প:

• রহস্য যখন ডারউইন (অনিলিখা)
• রহস্য যখন সংখ্যায় (অনিলিখা)

৪) মাঝে মাত্র চব্বিশ দিন (প্রকাশক: পত্র ভারতী, প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৪), যাতে আছে দুটি বড়ো গল্প:

• রহস্য যখন রক্তে
• মাঝে মাত্র চব্বিশ দিন (অনিলিখা)

৫) রাতের ট্রেনের সঙ্গী (প্রকাশক: শিশু সাহিত্য সংসদ, প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৪), যাতে আছে মোট ষোলোটি ছোটো গল্প:

• রাতের ট্রেনের সঙ্গী
• লোকটার ডান হাতটা ছোটো
• চাণক্য
• ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট
• ও কি আমি?
• নতুন মানুষ
• জাঁ রেনোর ব্রেন ট্রান্সপ্লান্ট (অনিলিখা)
• অরিজিতের একটি দিন
• পৃথিবী ছাড়ার দিন
• ফিরে এল অনুপম
• দূরত্ব
• অচেনা
• জল চুরি
• বন্ধ জানলা
• আমরা নেই
• খুঁজে পাওয়া

৬) ভৌতিক অলৌকিক (প্রকাশক: পত্র ভারতী, প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৫), যাতে আছে সতেরোটি গল্প, যার মধ্যে বইয়ের নামানুসারী গল্প আছে বেশ কয়েকটি, কিন্তু অন্যদের উপজীব্য হল কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, এবং মানবমনের আলো-আঁধারি জায়গাটায় এক ঝলক দৃষ্টিপাত:

• প্রতিশোধ
• নিছক একটু ভয় দেখানো
• ভূত মানেই চান্স
• দিনটা খুব ইন্টারেস্টিং
• শুধু কুড়ি মিনিট
• নীলকুঠিতে কিছুক্ষণ
• তাজমহল (অনিলিখা)
• প্রতিবেশী
• চশমা এবং অপ্রস্তুতবাবু
• প্রফেসর ইয়াকোয়ার মৃত্যুরহস্য (অনিলিখা)
• নিধিরামে অপদস্থ
• আধঘন্টার অভিনয় (অনিলিখা)
• ঠিক বিচার
• সুবীর, কথা রাখবে তো?
• রাজাবাবু
• কম্পিউটারের অদ্ভূত তিন ভবিষ্যদ্বাণী
• পিছনে হাঁটা
• ৩৮ বিচউড স্ট্রিট

৭) নিয়ম যখন ভাঙে (প্রকাশক: ইন্ডিয়ান পাবলিশিং হাউস, প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৫), যেটিকে লেখকের শ্রেষ্ঠতম গল্প-সংকলন বলা চলে। এতে আছে কল্পবিজ্ঞান, অলৌকিক, রহস্য, এবং সরস জীবনবোধে ভরপুর মোট আঠেরোটি গল্প (যার মধ্যে চারটি গল্প পূর্বেই সংকলিত), যারা হল:

• চাণক্য
• অনাথবন্ধু
• প্রফেসর ইয়াকোয়ার মৃত্যুরহস্য (অনিলিখা)
• পার্কের সেই লোকটা
• আমরা নেই
• নিয়ম যখন ভাঙে
• অচেনা
• ডারউইনের ডায়েরি থেকে
• নতুন জুতো
• বিনোদবাবুর আসর
• পিকোরাস
• মাছেরাও যখন (অনিলিখা)
• অতিথি
• পশ্চিমের ঘর
• আইনস্টাইনের দূরদৃষ্টি (অনিলিখা)
• ব্রেন ইন্টারনেট
• শুধু একটা সংখ্যার অপেক্ষায়
• একটাই দিন

সব মিলিয়ে পাঠকদের উদ্দেশ্যে একটাই নিবেদন: যদি আপনার কৈশোর ফেলুদা, অর্জুন, আর কাকাবাবুর পাশাপাশি প্রফেসর শংকু, মেজকর্তা, আর কিকিরা-র দ্বারাও সুরভিত হয়ে থাকে, এবং হালের লেখায় সেইসব উপাদান খুঁজে না পেয়ে যদি আপনি ঝিমিয়ে গিয়ে “ধুর, বাংলায় এখন আর ভালো লেখা হয়ই না” গোছের ভাবনার শিকার হন, তবে সেই হতাশাগ্রস্ত অবস্থা থেকে মুক্তির উপায়, ও ওষুধের পরিচয় রইল ওপরে। তত্পর হউন, আর আমি আসি।

 


আলোচক পরিচিতি - আলোচক এক উদ্যমী পাঠক, যিনি বিপ্লব, চোখের জল, মানবচরিত্রের অতলস্পর্শী গভীরতা, সিন্ডিকেট, সারদা, ধোনি, ইত্যাদি তাবড় বিষয় থেকে দূরে, স্রেফ বেঁচে থাকার গল্প পড়তে চান। নিজের ভালবাসা থেকেই দীর্ঘদিন বইয়ের রিভিউ করছেন।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।