পরিসংখ্যান - ইডেনে অনুষ্ঠিত টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টি-২০-র পরিসংখ্যান দেখে নেওয়া যাক ।
সঞ্জয় সেনগুপ্ত
টেস্ট ম্যাচ
এ যাবৎ ইডেনে ভারত ৪০টি টেস্টে অংশগ্রহণ করেছে । ১২-টিতে জয়লাভ, ৯-টি টেস্টে হার ও ১৯- টি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে । ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ উভয়েই খেলেছে ১০-টি করে ম্যাচ, পাকিস্তান ও অষ্ট্রেলিয়া ৭-টি, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ৩-টি করে টেস্টে অংশগ্রহণ করেছে ।
ইনিংসে সর্বোচ্চ রান সংখ্যা (দলগত) – ভারত – ৬৫৭/৭ ডিক্লেয়ার্ড – বনাম অষ্ট্রেলিয়া – ২০০১ ইনিংসে সর্বনিম্ন রান সংখ্যা (দলগত) – ভারত – ৯০/১০ – বনাম ওয়েস্ট ইন্ডিজ – ১৯৮৩ এক ইনিংসে সর্বোচ্চ রান (ব্যাটসম্যান) – ২৮১ – ভি ভি এস লক্ষণ – বনাম অষ্ট্রেলিয়া – ২০০১ সর্বোচ্চ রান সংখ্যা – ১২১৭ – ভি ভি এস লক্ষণ (ভারত) – ১০ টি টেস্ট – ১১০.৬৩ গড়ে সর্বোচ্চ উইকেট – ৪৬ – হরভজন সিং (ভারত) – ৭ টি টেস্ট – ২১.৭৬ গড়ে ইনিংসে সর্বোচ্চ উইকেট – ল্যান্স ক্লুউজনার (দক্ষিণ আফ্রিকা)- ৮/৬৪ – বনাম ভারত – ১৯৯৬ ম্যাচে সর্বোচ্চ উইকেট – ১৩/১৩২ – জাভাগল শ্রীনাথ (ভারত) – বনাম পাকিস্তান – ১৯৯৯ |
ইডেনে, ইনিংসে ৭ উইকেট পেয়েছেন এমন ভারতীয় বোলারের সংখ্যা চার। তাঁরা হলেন – গুলাম আহমেদ – ৭/৪৯ – বনাম অষ্ট্রেলিয়া – ১৯৫৬, বিষেণ বেদী – ৭/৯৮ - বনাম অষ্ট্রেলিয়া – ১৯৬৯, হরভজন সিং (দুবার) – ৭/১২৩ - বনাম অষ্ট্রেলিয়া – ২০০১ ও ৭/৮৭ – বনাম দক্ষিণ আফ্রিকা – ২০০৪, অনিল কুম্বলে – ৭/৬৩ – বনাম পাকিস্তান – ২০০৫। এছাড়া ইডেনের বুকে বিশ্বের খ্যাতনামা বোলারদের চমকপ্রদ বোলিং পরিসংখ্যান একবার দ্যাখা যাক –
সুভাষ গুপ্তে (ভারত) – ৬/৯০ – বনাম নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) – ১৯৫৫
সেলিম দুরানি (ভারত) – ৬/৭৩ – বনাম অষ্ট্রেলিয়া (প্রথম ইনিংস) – ১৯৬৪
গ্রাহাম ম্যাকেঞ্জি (অষ্ট্রেলিয়া) – ৬/৬৭ – বনাম ভারত (প্রথম ইনিংস) – ১৯৬৯
কপিলদেব (ভারত) – ৬/৯১ – বনাম ইংল্যান্ড (প্রথম ইনিংস) – ১৯৮২
ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ) – ৬/৩৭ – বনাম ভারত (দ্বিতীয় ইনিংস) – ১৯৮৩
১৯৬০–এ ইডেন উদ্যানে এক অনবদ্য বোলিং স্পেল –এর সাক্ষী হয়েছিলেন মাঠের হাজার হাজার দর্শক । ভারতের প্রথম ইনিংসে, পাকিস্তানের ফজল মামুদ –এর বোলিং অ্যানালিসিসে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক – ২৫.৩-১২-২৬-৫ ।
১৯৭২–এ ভারতের দ্বিতীয় ইনিংসে, ইংল্যান্ডের টনি গ্রেগ –এর বোলিং পরিসংখ্যান এরূপ ছিল – ১৯.৫-৯-২৪-৫ । আরও একটি অভূতপূর্ব পরিসংখ্যানের উল্লেখ করতেই হয় ১৯৭৭ এর জানুয়ারীতে ইংল্যান্ডের বব উইলিস ২০ ওভার বল করে ২৭ রানে ৫ টি উইকেট দখল করেন ভারতের দ্বিতীয় ইনিংসে। জাভাগল শ্রীনাথ ছাড়াও ইডেনে ম্যাচে দশ উইকেট পেয়েছেন আরও চারজন। ৫৬ সালে রিচি বেনো (অস্ট্রেলিয়া) দখল করেছিলেন ১১ টি উইকেট । ঐ একই ম্যাচে গুলাম আহমেদের (ভারত) শিকার সংখ্যা ছিল ১০। ২০০১ সালে ভারতীয় স্পিনার হরভজন সিং ১৩ টি অস্ট্রেলিয়ান উইকেট দখল করেন। আর এক ভারতীয় ঘূর্ণি বোলার অনিল কুম্বলে পাকিস্তানের বিরূদ্ধে ১০ উইকেট পান ২০০৫ –এ ।
বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা ইডেন গার্ডেনস –এর বুকে বহু অনন্যসাধারণ ইনিংসের সাক্ষর রেখেছেন । কানহাই ও লক্ষণ ছাড়া ইডেন উদ্যানে বড় রান করেছেন এমন ব্যাটসম্যানের অভাব দেখা যায় নি। যেমন – ওয়াসিম জাফর (ভারত) – ২০২, অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ১৯০, সঈদ আনোয়ার (পাকিস্তান)- ১৮৮ নট আউট, সুনীল গাভাসকর (ভারত)- ১৮২ নট আউট, মহম্মদ আজহারউদ্দীন (ভারত) -১৮২, রাহুল দ্রাবিড় (ভারত)-১৮০, রোহিত শর্মা (ভারত)-১৭৭, শচীন তেন্ডুলকর (ভারত) -১৭৬, গ্রাহাম ইয়ালপ (অস্ট্রেলিয়া) – ১৬৭, বীরেন্দ্র সহবাগ (ভারত) – ১৬৫, ইভার্টন উইকস্ (ওয়েস্ট ইন্ডিজ) -১৬২, মিসবাহ্-উল-হক্ (পাকিস্তান) -১৬১ নট আউট, ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) – ১৬১ নট আউট, দিলীপ বেঙ্গসরকর (ভারত)- ১৫৭ নট আউট, ডারিল কালিনান (দক্ষিণ আফ্রিকা) -১৫৩ নট আউট, মনসুর আলি খান পতৌদি (ভারত) -১৫৩, হার্বাট সাটক্লিফ (নিউজিল্যান্ড) – ১৫১ নট আউট ।
একদিনের আন্তর্জাতিক ম্যাচ
ইডেনে, ভারত ২০ টি ম্যাচে অংশগ্রহণ করেছে । ১১-টিতে জিত, ৮-টিতে হার ও ১-টি খেলাতে কোনো ফলাফল হয়নি ।
ইনিংসে সর্বোচ্চ রান সংখ্যা (দলগত) – ভারত – ৪০৪/৫ –বনাম শ্রীলঙ্কা – ২০১৪ এক ইনিংসে সর্বোচ্চ রান (ব্যাটসম্যান) – ২৬৪ – রোহিত শর্মা (ভারত) – বনাম শ্রীলঙ্কা – ২০১৪ ইনিংসে সর্বোচ্চ উইকেট – ৬/১২ – অনিল কুম্বলে (ভারত) – বনাম ওয়েস্ট ইন্ডিজ – ১৯৯৩ সর্বোচ্চ রান সংখ্যা – ৪৯৬ – শচীন তেন্ডুলকর (ভারত) – ১৩ টি ম্যাচ – ৪৯.৬০ গড়ে সর্বোচ্চ উইকেট – ১৪ – অনিল কুম্বলে (ভারত) – ৬ টি ম্যাচ – ১৪.৭৮ গড়ে |
টি-২০ আন্তর্জাতিক ম্যাচ
ভারত, ইডেনের বুকে ৩-টি ম্যাচে অংশগ্রহণ করেছে । ১-টিতে জয়, ১-টিতে হার ও ১-টি খেলা পরিত্যক্ত হয়েছে ।
ইনিংসে সর্বোচ্চ রান সংখ্যা (দলগত) – পাকিস্তান – ২০১/৫ –বনাম বাংলাদেশ – ২০১৬ এক ইনিংসে সর্বোচ্চ রান (ব্যাটসম্যান) – ৮৫ নট আউট – মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ) – বনাম ইংল্যান্ড – ২০১৬ ইনিংসে সর্বোচ্চ উইকেট – ৫/২২ – মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – বনাম নিউজিল্যান্ড – ২০১৬ |
লেখক পরিচিত - পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সঞ্জয় সেনগুপ্ত বিশিষ্ট গ্রামোফোন রেকর্ড সংগ্রাহক। একইসঙ্গে সাহিত্য ও সঙ্গীত অনুরাগীও। বাংলা তথা হিন্দি আধুনিক ও ছায়াছবির গান নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। বেশ কিছু লেখা বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত। ভারতীয় তথা পাশ্চাত্য মার্গসঙ্গীত-এ সমান ভাবে উৎসাহী। ক্রিকেট অন্ত প্রাণ, সঞ্জয় স্কুল/কলেজ লেভেলে ক্রিকেট খেলেছেন দক্ষতার সঙ্গে। ফুটবলও তাঁর অতি প্রিয় খেলা।
(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।
Copyright © 2014 Abasar.net. All rights reserved.