জ্যোতিষশাস্ত্র
প্রবেশিকা (অন্যান্য
অনুচ্ছেদ)
৪র্থ
অনুচ্ছেদ
লগ্ন ও গ্রহের অবস্থান নির্ণয়ের পদ্ধতি
আগেই বলা হয়েছে, কোন
ব্যক্তির যে স্থানে জন্ম, সেই স্থানে সেই সময়ে যে রাশি (
মেষ, বৃষ ইত্যাদি ) পূর্বদিকে উদিত হয়, সেটাই জাতকের লগ্ন।
কোনো মাসে রবির অবস্থান থেকে মোটামুটি লগ্ন বের করার নিয়ম
আগেই ব্যাখ্যা করা হয়েছে। এক একটা রাশি সরে গিয়ে পূর্বদিগন্তে
পরের রাশি উদয় হতে ( ৩০ ডিগ্রি সরে গিয়ে ) সময় লাগে ২ ঘণ্টা।
এই দু'ঘণ্টার মধ্যে জাতকের জন্ম ঠিক কোন সময়ে, তার উপরেই
নির্ভর করে সেই ব্যক্তির লগ্ন সেই রাশির কত ডিগ্রিতে। লগ্ন
নির্ভুল ভাবে না জানতে পারলে ফলাফল অনুমান করা সম্ভব নয়।
আজকাল বহু computer software বাজারে বিক্রি হয়, যার দ্বারা
শুধু লগ্ন নয়, বিভিন্ন গ্রহের অবস্থান এবং আনুষঙ্গিক অনেক
বিষয় মুহূর্তের মধ্যেই পাওয়া সম্ভব। তবে কম্পুটারের সাহায্য
ছাড়াই কি ভাবে লগ্ন এবং অন্যান্য গ্রহের অবস্থান নির্ণয়
করা যায় সেটাই এখন বলা হবে। এ জন্য ব্যবহৃত হবে এন. সি.
লাহিড়ী প্রণীত গ্রহের অব্স্থান সম্বলিত পঞ্জী (ephemeris)
ও লগ্ন নির্ণয় সারণী ( table of ascendants )।
উদাহরণ ১।
জন্ম ১৭ ই ডিসেম্বর ১৯৭০, দুপুর ১২-২৫ মিঃ। জন্মস্থানের
অক্ষাংশ (latitude) ২৬ ডিঃ ১০ মিঃ উত্তর এবং দ্রাঘিমাংশ
(longitude) ৮৭ ডিঃ ২ মিঃ পূর্ব।
এখানে জন্মস্থানের
অক্ষাংশ ও দ্রঘিমাংশ দেওয়া আছে। যদি জন্মস্থানের নাম জানা
থাকে ( যেমন কোলকাতা, দিল্লী ইত্যাদি ), তা হলে সেই সব স্থানের
অক্ষাংশ, দ্রাঘিমাংশ বইতেই পাওয়া যাবে। ১৯৭০ খৃষ্টাব্দে
ভারতের সর্বত্রই ইণ্ডিয়ান ষ্ট্যাণ্ডার্ড টাইম (I.S.T.) চালু
ছিল, ভারতের কোন সময়ে কি টাইম চালু ছিল তা ঐ বইতেই উল্লেখ
করা আছে। প্রথমে জাতকের যে সময়ে জন্ম তার স্থানীয় সময় বের
করতে হবে। ভারতের যে দ্রাঘিমাংশ থেকে ষ্ট্যাণ্ডার্ড টাইম
গণনা হয় সেটা ৮২ ডিঃ ৩০ মিঃ পূর্ব; এ ক্ষেত্রে জন্মস্থানটি
(৮৭ ডিঃ ২ মিঃ - ৮২ ডিঃ ৩০ মিঃ ) বা ৪ ডিঃ ৩২ মিঃ পূর্বে
অবস্থিত। এখন এটা জানা আছে যে ১ ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য
সময়ের তফাৎ হয় ৪ মিনিট। অতএব ৪ ডিঃ ৩২ মিনিটের জন্য সময়ের
তফাৎ হবে ১৮ মিঃ ৮ সেঃ। যেহেতু জন্মের স্থানটি আরও পূর্বদিকে,
সেই জন্য স্থানীয় সময় হবে
দুপুর ১২ টা ২৫ মিঃ
+ ১৮ মিঃ ৮ সেঃ = দুপুর ১২ টা ৪৩ মিঃ ৮ সেঃ
মনে রাখতে হবে এই সময়টা
দুপুর ১২ টার ৪৩ মিঃ ৮ সেঃ পরে। এখন সারণী (tables of ascendants)
অনুযায়ী ১৭ ই ডিসেম্বরের দুপুর ১২ টার সময় নাক্ষত্রকাল (sidereal
time) বা সংক্ষেপে (S.T) ১৭ ঘন্টা ৪১ মিঃ ৪৩ সেঃ । এই সময়
দেওয়া আছে ১৯০০ খৃষ্টাব্দের দুপুর ১২ টার জন্য; অতএব ১৯৭০
সালের জন্য সংশোধন (correction) দরকার। সেটা দেওয়া আছে ১১
সেকেণ্ড। আবার দুপুর ১২ টা থেকে সময়ের ব্যবধান ৪৩ মিঃ ৮
সেকেণ্ডের জন্যও সংশোধন দরকার। ১ ঘণ্টা ব্যবধানের জন্য সময়ের
সংশোধন দেওয়া আছে ১০ সেকেণ্ড; এই অনুযায়ী ৪৩ মিঃ ৮ সেকেণ্ডের
জন্য সংশোধন হবে ৭ সেঃ। অতএব দাঁড়াল :
১৭ ই ডিসেম্বরের S.T.
= ১৭ ঘঃ ৪১ মিঃ ৪৩ সেঃ ( ক )
১৯৭০ সালের জন্য সংশোধন = ১১ সেঃ (খ)
সময়ের ব্যবধান = ৪৩ মিঃ ৮ সেঃ (গ)
এই সময়ের ব্যবধানের জন্য সংশোধন = ৭ সেঃ (ঘ)
অতএব কার্যকারী S.T. = ( ক + খ + গ + ঘ ) = ১৮ ঘঃ ২৫ মিঃ
৯ সেঃ
এখন, জন্মস্থানের অক্ষাংশ
(latitude) হল ২৬ ডিঃ ১০ মিঃ উত্তর।
tables of ascendants অনুযায়ী ২৬ ডিঃ ১০ মিঃ উত্তর অক্ষাংশের
কাছাকাছি ২৬ ডিঃ অক্ষাংশের জন্য ১৮ ঘঃ ২৪ মিনিট (S.T)-র
লগ্নমান দেওয়া আছে ১১ অংশ ১৫ ডিঃ ১৭ মিঃ। বাকি ১ মিঃ ৯ সেকেণ্ডের
জন্য correction বের করা দরকার। ঐ সারণীতে ৪ মিনিট পরে ১৮
ঘঃ ২৮ মিনিটের জন্য লগ্ন দেওয়া আছে ১১ অংশ ১৬ ডিঃ ৩৯ মিঃ।
অতএব ৪ মিনিট সময়ের জন্য লগ্নের তফাৎ হচ্ছে ১ ডিঃ ২২ মিঃ।
তা হলে, ১ মিঃ ৯ সেকেণ্ডের জন্য লগ্নের তফাৎ হবে ২৩ মিঃ
( সেকেণ্ড বাদ দিয়ে )। অতএব লগ্ন দাঁড়ালো ১১ অংশ ১৫ ডিঃ
১৭ মিঃ + ২৩ মিঃ অর্থাৎ ১১ অংশ ১৫ ডিঃ ৪০ মিঃ।
এখন ১১ অংশ ১৫ ডিঃ
৪০ মিনিটের অর্থ পরিষ্কার হওয়া দরকার। এর অর্থ ১১ টি রাশি
অতিক্রম করে, আরও ১৫ ডিঃ ৪০ মিঃ পরে লগ্ন। অতএব লগ্ন হ'ল
দ্বাদশ রাশি অর্থাৎ মীন। এর পরে আরও একটি সংশোধন দরকার।
সেটি হল অয়নাংশ সংশোধন (ayanangsha correction) । ১৯৭০ খৃষ্টাব্দের
অয়নাংশ সংশোধনের মান ঐ বইতেই দেওয়া আছে। সেটা হল ( - ) ২৭
মিনিট। এ ভাবে সঠিক লগ্নমান দাঁড়াল মীনরাশিতে ১৫ ডিঃ ৪০
মিঃ - ২৭ মিঃ = ১৫ ডিঃ ১৩ মিঃ।
এখানে একটা কথা বলা
দরকার। প্রথম শিক্ষার্থীর পক্ষে জটিলতা এড়ানোর জন্য নাক্ষত্রিক
কাল ও অয়নাংশ কাকে বলে সেটা ব্যাখ্যা করা হয় নি। এগুলি শুধু
table থেকে দেখে নিলেই হ'ল। তা হলে সংক্ষেপে দাঁড়ালো এই
রকম :
ইণ্ডিয়ান ষ্ট্যাণ্ডার্ড টাইম (I.S.T.) = ১২ - ২৫ মিঃ p.m.
৮৭ ডিঃ ২ মিঃ পূর্ব দ্রাঘিমাংশের জন্য সংশোধন = ( + ) ১৮
মিঃ ৮ সেঃ
অতএব জন্মকালীন স্থানীয় সময় = ১২ ঘঃ ৪৩ মিঃ ৮ সেঃ (অর্থাৎ
দুপুর ১২টা ৪৩ মিঃ ৮ সেঃ)
১৭ ই ডিসেম্বরের নাক্ষত্রিক কাল (sidereal time) = ১৭ ঘঃ
৪১ মিঃ ৪৩ সেঃ
১৯৭০ সালের জন্য সংশোধন = ( + ) ১১ সেকেণ্ড
অতএব ১৯৭০ সালের দুপুর ১২ টার নাক্ষত্রিক কাল (sidereal
time) = ১৭ ঘঃ ৪১ মিঃ ৫৪ সেঃ
দুপুর ১২ টা থেকে জন্ম সময়ের ব্যবধান = ( + ) ৪৩ মিঃ ৮ সেঃ
এই ব্য্বধানের জন্য সংশোধন = ( + ) ৭ সেঃ
জন্ম মুহূর্তের sidereal time = ১৮ ঘঃ ২৫ মিঃ ৯ সেঃ
১৮ ঘঃ ২৪ মিনিটের জন্য জন্মলগ্ন = ১১ অংশ ১৫ ডিঃ ১৭ মিঃ
বাকি ১মিঃ ৯ সেকেণ্ডের জন্য সংশোধন = ( + ) ২৩ মিনিট
অতএব লগ্নমান = ১১ অংশ ১৫ ডিঃ ৪০ মিঃ
১৯৭০ সালের অয়নাংশ সংশোধন (ayanangsha correction) = ( -
) ২৭ মিনিট
সুতরাং সংশোধিত লগ্নমান = ১১ অংশ ১৫ ডিঃ ১৩ মিঃ ; অর্থাৎ
লগ্ন হল মীনরাশিতে ১৫ ডিঃ ১৩ মিঃ।
এখানে জন্মস্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া আছে। সাধারণতঃ
জন্মস্থানের নামই জানা থাকে, অক্ষাংশ দ্রাঘিমাংশ নয়। সেই
জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ না জানা থাকলে, জন্মস্থানের কাছাকাছি
কোনো বড় জায়গা বেছে নিতে হবে। বড় বড় জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ
বইতেই পাওয়া যাবে। মানচিত্র থেকেও অক্ষাংশ দ্রাঘিমাংশ বের
করে নেওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে এর জন্য তফাৎ হবে সামান্যই।
এবার গ্রহদের স্ফুট বা longitudes বের করতে হবে। যদি এন.সি.লাহিড়ী
প্রণীত সংক্ষিপ্ত সারণী (condensed ephemeris) ব্য্বহার
করা হয়, তা হলে সেই বছরের তথ্য সম্বলিত বই যোগাড় করতে হবে।
সংক্ষিপ্ত সারণীতে প্রতি ২৪ ঘণ্টা অন্তর চন্দ্র ও বুধের
এবং প্রতি ৪৮ ঘণ্টা অন্তর অন্যান্য গ্রহের গতিপথ দেওয়া আছে।
আলোচ্য ক্ষেত্রে ১৯৭০
সালের ephemeris এ ১৭ই ডিসেম্বর সকাল ৫ - ৩০ মিনিটে চন্দ্রের
স্ফুট ৩ অংশ ১৯ ডিঃ ৫ মিঃ এবং ২৪ ঘণ্টা পরে ১৮ তারিখ সকাল
৫ - ৩০ মিনিটে স্ফুট হ'ল ৪ অংশ ১ ডিঃ ৪ মিঃ। অতএব ২৪ ঘণ্টায়
চন্দ্র অতিক্রম করেছে ১১ ডিঃ ৫৯ মিঃ পথ। যেহেতু জন্মসময়
দুপুর ১২ - ২৫ মিঃ, সকাল ৫ - ৩০ মিনিট থেকে জন্ম সময়ের ব্যবধান
৬ ঘঃ ৫৫ মিঃ । তা হলে এই সময়ে চন্দ্র অতিক্রম করেছে ৩ ডিঃ
২৭ মিঃ ; অতএব চন্দ্রস্ফুট (longitude of Moon) দাঁড়াল :
৩ অংশ ১৯ ডিঃ ৫ মিঃ + ৩ ডিঃ ২৭ মিঃ = ৩ অংশ ২২ ডিঃ ৩২ মিঃ;
অর্থাৎ চন্দ্রের অবস্থান হবে কর্কটের ২২ ডিঃ ৩২ মিঃ। অন্যান্য
গ্রহস্ফুট এই ভাবেই বের করতে হবে। অতএব ইণ্ডিয়ান ষ্ট্যাণ্ডার্ড
টাইম
জানা থাকলে কি করে গ্রহদের স্ফুট (longitudes) বের করা যায়
সেটা বোঝা গেল।
গ্রহস্ফুট ও লগ্ন
নির্ণয় করা ছাড়াও সারণী (table of ascendants) ও পঞ্জীতে
আরও অনেক তথ্য দেওয়া আছে। কৌতূহলী পাঠকেরা সেগুলি দেখে নিতে
পারেন।
সম্পূর্ণ রাশিচক্রটি ৪(১) চিত্রে দেখান হয়েছে।
এখানে একটি বিষয় উল্লেখ
করা দরকার। সারণীতে শনির দ্রাঘিমাংশ (longitudes) ১৫, ১৭,
১৯ ডিসেম্বরের জন্য লক্ষ্য করলে দেখা যাবে, দ্রাঘিমাংশের
মান ক্রমশঃ কমে যাচ্ছে - অর্থাৎ যেন শনি গ্রহটি উল্টোদিকে
ঘুরছে। এটা হল গ্রহের বক্রগতি (retrograde motion)। এ সম্বন্ধে
পরে বিশদ ভাবে বলা হয়েছে। শনির এই ‘বক্রগতি’ বোঝাবার জন্য
২ক চিত্রে প্রদত্ত জন্মকুণ্ডলীতে শ(বঃ) - এই ভাবে দেখানো
হয়েছে। অন্যান্য গ্রহের ক্ষেত্রে রবি - র, চন্দ্র - চ, মঙ্গল
- ম ইত্যাদি ভাবে এবং লগ্নকে লং হিসাবে দেখান হয়েছে। রাহু
ও কেতু সব সময়েই বিপরীত দিকে ঘোরে; তাই এদের পাশে ( বঃ )
লেখা হয় না।
উদাহরণ ২ ।
লগ্ন বের করার জন্য
২য় একটি উদাহরণ নেওয়া যাক। ধরা যাক কোন ব্যক্তির জন্ম ১৯৫৭
সালের ২২ শে মার্চ, জন্ম স্থানীয় সময় (Local Standard Time)
৭ p.m. এবং জন্মস্থান জেনেভা (সুইজারল্যান্ড), যার অক্ষাংশ দ্রাঘিমাংশ
যথাক্রমে ৪৬ ডিঃ ১২ মিঃ উত্তর এবং ৬ ডিঃ ৯ মিঃ পূর্ব।
সুইজারল্যাণ্ডের টাইম জোন ( +১ ) ঘঃ ; অতএব গ্রীণউইচ মীন
টাইম (GMT) হবে ৭ p.m. - ১ ঘঃ = ৬ p.m.। এর জন্য ইণ্ডিয়ান
ষ্ট্যাণ্ডার্ড টাইম (IST) হবে ৬ p.m. + ৫ ঘঃ ৩০ মিঃ = ১১
- ৩০ p.m.। এতএব জন্ম সময়ের IST হ'ল ২২ শে মার্চের ১১-৩০
মিঃ p.m.। যেহেতু জন্মস্থানটি গ্রীনউইচের পূর্বে অবস্থিত
, সেইজন্য স্থানীয় সময় (LMT) GMT এর থেকে বেশী হবে। কত বেশী
? প্রতি ডিগ্রি ৪ মিনিট হিসাবে ৬ ডিঃ ৯ মিঃ দ্রাঘিমাংশের
জন্য হয় ২৪ মিঃ ৩৬ সেঃ ( ধরা যাক ২৫ মিনিট )। অর্থাৎ স্থানীয়
সময় হ'ল ৬ - ২৫ মিনিট p.m.।
তা হলে দাঁড়াল -
স্থানের ষ্ট্যাণ্ডর্ড টাইম = ৭ p.m.
গ্রীণউইচ মীন টাইম (GMT) = ৬ p.m.
স্থানীয় সময় (LMT) = ৬ - ২৫ মিঃ (p.m.)
ইণ্ডিয়ান ষ্ট্যাণ্ডার্ড
টাইম = ২২শে মার্চের ১১ -৩০ p.m.
এটা খেয়াল রাখতে হবে
যে লগ্ন (ascendant) বের করতে হয় স্থানীয় সময় থেকে লগ্ন
নির্ণয় সারণী (tables of ascendants) ব্যবহার করে এবং গ্রহদের
স্ফুট (longitudes of planets) বের করতে হবে IST থেকে, সেই
বছরের জন্য নির্দিষ্ট পঞ্জী (ephemeris) থেকে।
এখন tables of ascendants
ব্যবহার করে ২২ শে মার্চ দুপুর ১২ টায় নাক্ষত্রিক কাল (sidereal
time) পাওয়া যায় ২৩ ঘঃ ৫৭ মিঃ ১৩ সেঃ। ১৯৫৭ সালের জন্য সংশোধন
৪৬ সেঃ। এখন জেনেভার জন্য সংশোধন দরকার; কারণ উপরে ব্যবহৃত
sidereal time দেওয়া আছে ৮২ ডিঃ ৩০ সেঃ পূর্ব দ্রাঘিমাংশের
জন্য। দ্রাঘিমাংশের ব্যবধান থেকে, প্রতি ডিগ্রিতে ০.৬৬৬
সেকেণ্ড হিসাবে এটা অনায়াসেই গণনা করা যায়। তবে সব চেয়ে
ভাল, table of ascendants থেকে সরাসরি এর মানটা নিয়ে নেওয়া।
table-এর পিছন দিকে অনেক বিদেশী শহরের জন্য এই মান দেওয়া
আছে। জেনেভার জন্য এই সংশোধন ৫০ সেকেণ্ড। উপরের sidereal
time পাওয়া গিয়েছে দুপুর ১২ টার জন্য; কিন্তু জন্ম বিকাল
৬ টা ২৫ মিনিটে। অতএব বিকাল ৬ টা ২৫ মিনিটের sidereal time
হল ২৩ ঘঃ ৫৭ মিঃ ১৩ সেঃ + ৬ ঘঃ ২৫ মিঃ = ৩০ ঘঃ ২২ মিঃ ১৩
সেঃ। যেহেতু এটা ২৪ ঘণ্টার বেশী, অতএব ২৪ ঘণ্টা বিয়োগ করে
sidereal time হবে ৬ ঘঃ ২২ মিঃ ১৩ সেঃ। আগের উদাহরণের মতই
সময়ের ব্য্বধানের জন্য সংশোধন এক্ষেত্রে ১ মিঃ ৩ সেঃ। তা
হলে সংক্ষিপ্তাকারে দাঁড়াল :
১৯০০ সালের ২২ শে
মার্চের দুপুর ১২টায় S.T. = ২৩ ঘঃ ৫৭ মিঃ ১৩ সেঃ (ক)
১৯৫৭ সালের জন্য সংশোধন = ৪৬ সেঃ (খ)
জন্ম সময় = ৬ - ২৫ মিঃ ( p.m.) (গ)
জন্ম সময়ের S.T. = ( ক + খ + গ ) = ৩০ ঘঃ ২২ মিঃ ৫৯ সেঃ
= ৬ ঘঃ ২২ মিঃ ৫৯ সেঃ
৬ ঘঃ ২৫ মিঃ সময়ের ব্যবধানের জন্য সংশোধন = ১ মিঃ ৩ সেঃ
(ঘ)
জেনেভার জন্য সংশোধন = ৫০ সেঃ (ঙ)
অতএব সংশোধিত S.T. = ( ক + খ + গ + ঘ + ঙ ) = ৬ ঘঃ ২৪ মিঃ
৫২ সেঃ।
এখন ৬ ঘঃ ২৪ মিঃ ৫২
সেঃ অনুযায়ী লগ্ননির্ণয় ঠিক আগের উদাহরণের মত লগ্ননির্ণয়
সারণী (tables of ascendants) ব্যবহার করে করতে হবে। আবার
১৯৫৭ সালের জন্য অয়নাংশ সংশোধনও করতে হবে। সারণী অনুযায়ী
এর মান ( - ) ০ ডিঃ ১৬ মিঃ। এগুলো করে এক্ষেত্রে লগ্ন দাঁড়াবে
কন্যারাশি ১১ ডিঃ ২৪ মিঃ।
গ্রহদের স্ফুট ( longitudes of planets ) বের করতে হবে IST
ব্যবহার করে, ঠিক আগের উদাহরণের মত।
আগের দিনের তৈরী কোষ্ঠিতে
জন্ম সময় লেখা থাকত শকাব্দ, দণ্ড, পল, বিপল উল্লেখের মাধ্যমে।
যেমন, ১৮২০।৩।২৪।৩৮।৫৬।১০ - এর অর্থ, জন্ম ১৮২০ শকাব্দে,
বাংলা ৩য় মাসের পরবর্তী মাসে ২৪ দিন গত হয়ে পরের দিন সূর্যোদয়
থেকে ৩৮ দণ্ড, ৫৬ পল ও ১০ বিপল পরে। শকাব্দ থেকে ৫১৫ বিয়োগ
করলে বাংলা সাল পাওয়া যায়। তা হলে এক্ষেত্রে ঐ ব্যক্তির
জন্ম হল ১৩০৫ বঙ্গাব্দে শ্রাবণ মাসের ২৫ তারিখের সূর্যোদয়
থেকে ৩৮ দণ্ড ৫৬ পল ১০ বিপল পরে। দণ্ড, পল, বিপলের হিসেবটা
হচ্ছে : আড়াই দণ্ডে ১ ঘণ্টা, আড়াই পলে ১ মিনিট ও আড়াই বিপলে
১ সেকেণ্ড। তবে এভাবে এখন আর জন্ম সময় লেখা হয় না।
কোনো ব্যক্তির সঠিক
জন্ম সময় জানাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এর
উপরই লগ্ন ও অন্যান্য গ্রহের অবস্থান নির্ভর করে। এগুলি
ভুল হলে সমস্ত বিচার বিশ্লেষণই ভুল হবে। যে ঘড়ি দেখে সময়
ঠিক করা হবে সেটি নির্ভুল হওয়া দরকার। আগে স্থানীয় সময় থেকে
IST নির্ণয় করতে অনেক সময়েই বিভ্রান্তির সৃষ্টি হত; কারণ
এক এক সময়ে এক এক রকম নিয়ম চালু ছিল। এখন অবশ্য এ ধরণের
ভুল হবার সম্ভাবনা কম। অনেক সময়েই এমন হয়েছে, বিচারের ফলাফলের
সঙ্গে আসল ঘটনা মেলেনি; পরে জানা গিয়েছে যে জন্ম সময়ে ভুল
ছিল। এ ব্যাপারটা একটু খেয়ালে রাখতে হবে।
একটি বিষয় উল্লেখ করা
প্রয়োজন। সায়ন মতে লিপিবদ্ধ সারণী (table) থেকে পাশ্চাত্য
বা সায়ন মতে লগ্ন বা গ্রহের অবস্থান বের করে অয়নাংশ বিয়োগ
করলে প্রাচ্য বা নিরায়ন মতে লগ্ন বা গ্রহের অবস্থান পাওয়া
যায়। অনেক সারণী নিরায়ন মতেই প্রস্তুত এবং তা থেকে সরাসরি
প্রাচ্য মতে লগ্ন ও গ্রহের অবস্থান নির্ণয় করা যেতে পারে।
পরিশেষে একটি কথা।
প্রথমে একটি কোষ্ঠি তৈরী করলে কিছুটা সন্দেহ থাকতে পারে
- কোথাও ভুল হয় নি তো ? কোনো সারণী না দেখে লগ্ন হিসাব করার
একটা মোটামুটি নিয়ম আগেই ব্যাখ্যা করা হয়েছে। এর দ্বারা
জন্ম সময় ও সেই দিনের সূর্যোদয়ের উপর ভিত্তি করে লগ্ন কোন
রাশিতে পড়বে সেটা অনুমান করা যায়। এভাবে কিছুটা মিলিয়ে নেওয়া
যেতে পারে। আর একটি কথাও মনে রাখা দরকার - রবি থেকে বুধ
২৮ ডিগ্রি এবং শুক্র ৪৭ ডিগ্রির বেশি দূরত্বে থাকতে পারে
না।