প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা (ন্যান্য অনুচ্ছেদ)

অনুচ্ছেদ ১৫
কয়েকটি জন্মকুণ্ডলীর বিশ্লেষণ


৩. বিল গেট্স ( Bill Gates )
জন্ম বিবরণ : ২৮ শে অক্টোবর, ১৯৫৫; রাত ৯ - ২৫ মিঃ ; স্থান : Seattle, Washington, USA. 122 W 20; 47 N 36. Time zone : 8-0-0 West. লাহিড়ী অয়নাংশ; ভোগ্য দশা (balance of dasha) : শনি ২ বছর ১০ মাস ১৩ দিন।


জীবনের কিছু ঘটনা
মেধা, উদ্যোগ ও অধ্যাবসায় ( এবং অবশ্যই অদৃষ্ট ) মানুষকে ঐশ্বর্য ও সাফল্যের কোন সীমায় পৌঁছে দিতে পারে Bill Gates তার একটা জ্বলন্ত উদাহরণ। জন্ম ১৯৫৫ সালের ২৮ শে অক্টোবর। যে পরিবারে তার জন্ম, ব্যবসা, রাজনীতি ও সমাজ সেবায় তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। বাবা William H. Gates, Seattle-এর বিখ্যাত আইনজীবী এবং মা Mary Maxwell Gates স্কুল শিক্ষিকা এবং একটি সমাজ সেবা প্রতিষ্ঠানের chairperson। ছোটবেলা থেকেই বিজ্ঞান বিষয়ে বিশেষ করে গণিতের দিকে ঝোঁক লক্ষ্য করে তাকে Lakeside Public School-এ ভর্তি করে দেওয়া হয়। সেখানেই তার কম্প্যুটার সম্বন্ধে কৌতূহল জন্মায় এবং তিনি ছোটখাট প্রোগ্রাম লিখতে শুরু করেন। ১৯৭৩ সালে ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ পেয়ে স্কুল থেকে বেরিয়ে Harvard কলেজে ভর্তি হন। সেখানে এক অধ্যাপক তাকে একটি অমিমাংসিত গাণিতিক সমস্যা করতে দিলে তিনি খুব সংক্ষেপে সেটির সমাধান করে ফেলেন এবং পরবর্তী ৩০ বছরে তার থেকে কম সময়ে সমাধানে পৌঁছনোর পদ্ধতি বের করতে অন্য কেউ পারে নি।

Harvard কলেজে Bill তার ঘণিষ্ঠ বন্ধু Paul Allen এর সঙ্গে কম্প্যুটার নিয়ে ব্যস্ত থাকতেন এবং নিয়মিত ক্লাসে যোগদান করতে না পারার জন্য তিনি কলেজের পাঠ শেষ করতে পারেন নি। তিনি স্বপ্ন দেখতেন যে Personal Computer শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয়, সব অফিসে এবং অন্যান্য ক্ষেত্রেও একদিন অপরিহার্য হয়ে উঠবে। এই আশায় তিনি ও তার বন্ধু ১৯৭৫ সালে Microsoft কোম্পানি খুলে ফেললেন। ১৯৮০ সালে IBM Microsoft কে IBM PC র জন্য প্রোগ্রাম লিখতে অনুরোধ করে। বিল গেট্‌স MS DOS চালু করলে IBM তার নিজস্ব operating system OS/2 চালু করে বিল গেট্‌সেরই সহায়তায়। IBM থেকে বেরিয়ে এসে তিনি ১৯৮৩ সালের ১০ই নভেম্বর আনুষ্ঠানিক ভাবে Microsoft Corporation থেকে Microsoft Windows বাজারে ছাড়েন। অফিস সংক্রান্ত কাজকর্মের সুবিধার জন্য কিছু উপযোগী software একসঙ্গে নিয়ে বিল Microsoft Office বাজারে নিয়ে আসেন ১৯৮৯ সালে এবং দু'সপ্তাহের মধ্যেই এর এক লক্ষ কপি বিক্রী হয়ে যায়।

১৯৯৪ সালের ১লা জানুয়ারী ৩৮ বছর বয়সে বিল গেট্‌স বিয়ে করেন Microsoft এরই সহকর্মী Melinda French কে। তাদের ১৯৯৬ সালে এক কন্যা, ১৯৯৯ সালে এক পুত্র এবং ২০০২ সালে অপর এক কন্যা জন্ম গ্রহণ করে। ১৯৯৬ সালে বিল গেট্স্‌ তার পরিবারকে নিয়ে Lake Washington এর তীরে ৫৪ মিলিয়ান ডলার ব্যয়ে নির্মিত ৫৫ হাজার বর্গ ফুটের বাড়িতে বাস করতে শুরু করেন। ১৯৯৪ সালের জুন মাসে তার মা ক্যান্সারে মারা গেলে তিনি খুবই আঘাত পান।

সফলতার সঙ্গে বিল গেট্স্‌কে কিন্তু সমালোচনা ও বাধা কম সহ্য করতে হয় নি। তার উচ্চাকাঙ্খা পূরণ করতে গিয়ে উগ্র ব্যবসায়িক নীতি খাটিয়ে তিনি software এর বাজার প্রায় কুক্ষিগত এবং একচেটিয়া করে রাখার চেষ্টা চালিয়ে গেছেন। এই জন্য অন্যান্য কোম্পানির সঙ্গে Microsoft এর প্রায়ই আইনি লড়াই চলত। ১৯৯৮ সালের ১৮ই মে বিল গেট্‌স Microsoft vs United States মামলায় জড়িয়ে পড়েন। ১৯৯৫ সাল থেকে ২০০৭ পর্যন্ত একটানা এবং ২০০৯ সালে তিনি বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি হিসাবে চিহ্ণিত হন। ২০১১ সালে তার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৫৬ বিলিয়ান ডলার ( ৫৬০০ কোটি টাকা )। মৃদু, স্বলপ্ভাষী ও মার্জিত রুচির বিল গেট্‌স ব্যবসায়ী হিসাবে ছিলেন অত্যন্ত তীক্ষ্ণবুদ্ধি ও অনমনীয় মানসিকতা সম্পন্ন ব্যক্তি। পূর্ব পুরুষের ধারা বজায় রেখে তার সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের পরিধিও ছিল বিস্তৃত। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে তার উদ্যোগ প্রশংসনীয়। ২০০০ সালে তিনি ও তার স্ত্রী Bill and Melinda Gates Foundation প্রতিষ্ঠা করেন। স্বচ্ছভাবে পরিচালিত এটাই পৃথিবীতে এ ধরণের সংস্থার মধ্যে বৃহত্তম হিসাবে গণ্য। ২০০৮ সালে বিল গেট্স্‌ Microsoft Corporation এর CEO পদ থেকে অবসর গ্রহণ করেন।

 

কুণ্ডলীর বিশ্লেষণ

বিল গেট্‌সের রাশিচক্র ও নবাংশটি যথাক্রমে ১৫(৩)ক এবং ১৫(৩)খ তে দেখান হয়েছে।
(১) প্রতিটি জন্মকুণ্ডলীর একটা বিশেষ দিক ও বৈশিষ্ট্য থাকে। বিল গেট্‌সের ক্ষেত্রে মূল বিষয়টি হল ধনযোগ। একাদিক্রমে বহু বছর ধরে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হিসাবে স্বীকৃতি এসেছে কি ধরণের গ্রহ বিন্যাসের জন্য ?
সফলতা যে পথ দিয়েই আসুক না কেন, শক্তিশালী লগ্ন সব ক্ষেত্রেই সহায়ক হয়। এক্ষেত্রে মিথুন লগ্নের অধিপতি বুধ ৪র্থ কেন্দ্রে শুধু নয় তুঙ্গীক্ষেত্রে অবস্থিত। আগে আলোচনা করা হয়েছে ( অনুচ্ছেদ ৭ ) যে কন্যা রাশি বুধের স্বক্ষেত্র, তুঙ্গীক্ষেত্র এবং মূলত্রিকোণ স্থান। অত্যন্ত বলবান এই বুধ জাতকের সফলতার অন্যতম কারণ। বলবান লগ্নপতি ৪র্থে অবস্থিত হওয়ায় তার লেখাপড়া, গৃহসুখ, বাসস্থান, মাতা ইত্যাদি বিষয়ে শুভ ফল লাভ হয়েছে। যেহেতু লগ্নস্ফূট ২৫ ডিঃ ৫৪ মিঃ, অতএব প্রতিটি ভাবের মধ্যবিন্দুই ( অনুচ্ছেদ ৮ ) ২৫ ডিঃ ৫৪ মিনিটে রয়েছে; অর্থাৎ ৪র্থ ভাবের মধ্যবিন্দু (middle point or most effective point) কন্যা রাশির ২৫ ডিঃ ৫৪ মিনিটে থাকবে। এখানে লক্ষ্যণীয় যে ছকটির তিনটি সব চেয়ে শক্তিশালী গ্রহ বুধ, শুক্র ও শনি ৪র্থ বা ৫ম রাশির মধ্যবিন্দুর খুব কাছাকাছি রয়েছে, এর ফলে এই গ্রহদের ফল দান করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

(২) ২য় ভাব ধনসঞ্চয় নির্দেশ করে ( অনুচ্ছেদ ৮ )। এখানে ২য়পতি শুক্ল পক্ষের চন্দ্র ১০ম কেন্দ্রে মীন রাশিতে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থিত এবং লগ্ন পতি ও ৪র্থ পতি বুধের দ্বারা দৃষ্ট। এটা ধন লাভের ক্ষেত্রে অত্যন্ত শুভ।

(৩) শাস্ত্র মতে লগ্ন থেকে ৫ম স্থান যদি শুক্রের রাশি হয় ( অর্থাৎ তার অধিপতি যদি শুক্র হয় ) এবং শুক্র ও শনি যদি যথাক্রমে ৫ম ও ১১শে অবস্থিত হয়; তা হলে এটা প্রবল ধনযোগ সৃষ্টি করে। এখানে মিথুন লগ্নের ৫ম রাশি তুলা এবং অধিপতি শুক্র তুলাতে অবস্থিত। তুলা শুক্রের মূলত্রিকোণ হওয়ায় শুক্র এখানে খুবই জোরাল। শনি কুণ্ডলীতে ১১শে নেই ঠিকই কিন্তু শনি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে ১১শে মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে। এটাতে ফল প্রায় একই হবে। প্রসঙ্গতঃ বলা যায় যে, এই যোগটি একমাত্র মিথুন ও মকর লগ্নের বেলাতেই প্রযোজ্য; কারণ অন্য কোন লগ্নের ক্ষেত্রে লগ্নের ৫ম স্থানের অধিপতি শুক্র হওয়া সম্ভব নয়।

(৪) শনি ৯ম ( এবং ৮ম ) ভাবের অধিপতি হয়ে ৯ম স্থান ( ভাগ্য স্থান ) থেকে ৯মে অর্থাৎ ৫মে তুলারাশিতে ( তুলা রাশি শনির তুঙ্গী ক্ষেত্র ) অবস্থান করায় শনি অত্যন্ত শুভ ফলদায়ী হয়েছে। শাস্ত্র বাক্য হল " পঞ্চমং নবমং চৈব বিশেষ ধনমুচ্যতে। চতুর্থং দশমং চৈব বিশেষ সুখমুচ্যতে। " এখানে ৫ম পতি ও ৯ম পতি অত্যন্ত শক্তিশালী হয়ে যুক্তভাবে ৫মে থাকায় ধন যোগ অত্যন্ত প্রবল। দ্বিতীয় অংশটিও আংশিক ভাবে সত্যি হয়েছে। এখানে ৪র্থপতি শক্তিশালী বুধ ৪র্থে অবস্থিত হয়ে ১০মে দৃষ্টি দিচ্ছে ২য় পতি চন্দ্রকে। অতএব বিল গেট্স্‌ ধন এবং সুখ ( ধন থাকলেই সব সময় সুখ থাকে না ) দুটিই লাভ করেছেন। লক্ষ্যণীয় যে, শুক্র ও শনি দুটি গ্রহই ১৬নং বিশাখা নক্ষত্রে রয়েছে; বিশাখার অধিপতি বৃহস্পতি ধনকারক গ্রহ।

(৫) ২য়, ৫ম, ৯ম ও ১১শ স্থান থেকে সাধারণতঃ ধনলাভ বিচার হয়। এখানে ২য়পতি চন্দ্র ১০মে মিত্র ক্ষেত্রে মীন রাশিতে অবস্থিত। ৫ম ও ৯ম পতি ৫মে যুক্ত। ১১শ পতি মঙ্গলের ১১শে দৃষ্টি রয়েছে ( যদিও মঙ্গলের ৮ম দৃষ্টি ততটা শুভ বলে গণ্য নয় )। ১১শ পতি মঙ্গল ২য় পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। চন্দ্র লগ্ন থেকে দেখলেও ( অনুচ্ছেদ ১৩, ১৬নং নিয়ম ) ২য় পতি ও ৯ম পতি মঙ্গলের ৫ম পতি চন্দ্রের উপর দৃষ্টি রয়েছে। এ ছাড়াও ধনকারক গ্রহ বৃহস্পতির ২য় স্থানে দৃষ্টি রযেছে। গুরুত্বের ক্রম অনুযায়ী কোন কুণ্ডলীকে লগ্ন থেকেই প্রথমে বিশ্লেষণ করতে হবে এবং তার পরেই চন্দ্র থেকে দেখা যেতে পারে।

৬) এখন দেখা যাক, বিল গেট্স্‌ কি কি দশা ভোগ করেছেন এবং এখন করছেন। কারণ জ্জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান ভাল হলেও সঠিক দশা ভোগ না করলে ফল সে ভাবে পাওয়া যাবে না। বিলের জন্ম শনির দশায়; আগেই বলা হয়েছে শনির ভোগ্য দশা ( অর্থাৎ শনির দশার এই সময়টা তাকে জন্মের পরে ভোগ করতে হবে ) ২ বছর ১০ মাস ১৩ দিন। এর পর ১৭ বছরের বুধের দশা শুরু এবং চলবে প্রায় ১৯৭৫ সাল অবধি। এর পর কেতুর দশা ৭ বছরের ১৯৮২ সালে শেষ হবে। তার পর ২০ বছরের শুক্রের দশা শেষ হবে ২০০২ সালে। পরবর্তী দশা রবির ৬ বছরের, শেষ হবে ২০০৮-এ। এর পর চলবে ১০ বছরের চন্দ্রের দশা ২০১৮ অবধি। বুধ, শুক্র, চন্দ্র যে দশাগুলি তিনি পেয়েছেন, সে সবগুলিই ধনকারক ও সুখকারক হিসাবে খুবই শুভ ফলদায়ক।

(ক) ১৯৭৩ সালে যখন তার বুধ-শনির দশা-অন্তর্দশা চলছিল তখন তিনি স্কুলের পরীক্ষায় তাক লাগান ভাল ফল করে Harvard কলেজে ভর্তি হন। বুধ ৪র্থ স্থানের অধিপতি। ৪র্থ স্থান থেকে বিদ্যার বিচার হয় এবং বুধই এর কারক গ্রহ। "কারকো ভাবনাশকঃ" তত্ব ( অনুচ্ছেদ ১৩, ২৩ নং নিয়ম ) অনুসারে ৪র্থে মাতৃকারক গ্রহ চন্দ্রের অবস্থানকে অনেক জ্যোতিষী অশুভ বললেও ৪র্থে বুধের অবস্থান বিদ্যার হানি ঘটায় বলে মনে করা হয় না। শনি ৯ম পতি, অতএব বুধ-শনি দশা-অন্তর্দশায় পড়াশুনায় উৎকর্ষ দেখা যেতে পারে। কিন্তু একটা কুণ্ডলীতে সবই ত শুভ হয় না; শনির ৮ম পতিত্ব হেতু এবং বুধের সঙ্গে ৬ষ্ঠ পতি মঙ্গল যুক্ত থাকায় পড়াশুনায় ছেদ পড়ে এবং Harvard কলেজ থেকে তিনি ডিগ্রি নিয়ে বের হতে পারেন নি।
(খ) মায়ের মৃত্যু হয় ১৯৯৪ সালের জুন মাসে; তখন তার শুক্র-বৃহস্পতির দশা-অন্তর্দশা চলছিল, প্রত্যন্তর্দশা ( অনুচ্ছেদ ৯ ) ছিল শুক্রের। অর্থাৎ তার তখন শুক্র-বৃহস্পতি-শুক্র চলছিল। বিলের লগ্নের ৪র্থ স্থান কন্যা রাশি। কন্যার ২য়ে ( মারক স্থান ) শুক্র অবস্থিত; আবার ৪র্থ স্থানের ৭ম স্থান ( অপর একটি মারক স্থান ) মীন রাশির অধিপতি বৃহস্পতি। আবার চন্দ্র থেকে বিচার করলেও চন্দ্র লগ্নের ৪র্থ স্থান মিথুন রাশির ৭ম পতিও বৃহস্পতি। মাতৃকারক গ্রহ চন্দ্রের ৮মে ( নিধন স্থান ) শুক্র অবস্থিত। অতএব শুক্র-বৃহস্পতি-শুক্রে মা'র মৃত্যু একরকম নিশ্চিত।
(গ) ৬ষ্ঠ স্থান থেকে বাধা, বিপত্তি, মামলা, মোকদ্দমা ইত্যাদি বিচার্য। ৬ষ্ঠ পতি মঙ্গল ( মিথুন লগ্নের পক্ষে খুবই অশুভ গ্রহ ) লগ্নপতি বুধের সঙ্গে যুক্ত থাকায় Microsoft প্রতিষ্ঠা করার প্রায় প্রথম থেকেই বিল গেট্‌স কে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে; অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আইনজীবীদের লড়াই লেগেই থাকত। তবে সবচেয়ে বড় মামলাটি হয় Microsoft vs United States নামে ১৯৯৮ সালের ১৮ই মে তারিখে; তখন বিলের শুক্র-শনির দশা-অন্তর্দশা। শুক্র ও শনি পরস্পরের মিত্র হলেও, যদি জন্ম ছকে দুটি গ্রহেরই অবস্থান শুভ হয় তবে এদের পরস্পরের দশা-অন্তর্দশায় ফল খুব অশুভ হতে পারে ( অনুচ্ছেদ ১৩, ১৯নং নিয়ম )। এটা খুবই অদ্ভুত তবে এটাই অনেক সময়ে ঘটতে দেখা যায়। ১৯৯৮ সালের ১৮ই মে শুক্র-শনির সঙ্গে প্রত্যন্তর্দশা ছিল রাহুর। রাহু নীচস্থ হয়ে লগ্নের ৬ষ্ঠ স্থানে মঙ্গলের রাশি বৃশ্চিকে অবস্থিত। মঙ্গল ৬ষ্ঠ পতি। উল্লিখিত বড় মামলাটি চলার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর কি হতে পারে?
(ঘ) বিল গেট্সের বিয়ে হয় ৩৮ বছর বয়সে ১৯৯৪ সালের ১লা জানুয়ারী। অনেক দেরীতে বিয়ে হয়েছে বিলের। বিলম্বের কারণ ৭মে ( জায়াস্থান ) শনির দৃষ্টি এবং জায়া কারক গ্রহ শুক্রের সঙ্গে শনির অবস্থান। নবাংশেও ৭ম পতি মঙ্গল ও জায়া কারক গ্রহ শুক্র ২য়ে শনির সঙ্গে অবস্থিত। শনি বিচ্ছেদকারক এবং বিলম্বকারক ( separative and delaying ) গ্রহ হিসাবে পরিচিত। বিয়ে হয়েছে শুক্র-বৃহস্পতির দশা-অন্তর্দশায় এবং প্রত্যন্তর্দশা ছিল বুধের। শুক্র জায়া কারক গ্রহ, বৃহস্পতি লগ্নের ৭ম স্থানের অধিপতি এবং বুধ চন্দ্র লগ্নের ৭মে অবস্থিত। আবার লগ্ন থেকে ২য় পতি ( ২য় স্থান পরিবারকে বোঝায় ) চন্দ্র ১০ম কেন্দ্রে অবস্থিত হয়ে লগ্নপতি বুধকে দৃষ্টি দিচ্ছে। অতএব উক্ত দশা-অন্তর্দশা-প্রত্যন্তর্দশায় বিয়ে হতেই পারে। লগ্নের ৭ম স্থানকে ১০ম পতি ( ১০ম স্থান কর্মক্ষেত্র, জীবিকা ইত্যাদি নির্দেশ করে ) বৃহস্পতি দৃষ্টি দেওয়ায় কর্মস্থানের সঙ্গী বা সহকর্মীর সঙ্গে বিলের বিয়ে হয়েছে।

(৭) ১৪নং অনুচ্ছেদে কিছু যোগের কথা বলা হয়েছে। এদের অবস্থান সামগ্রিক ভাবে রাশিচক্রকে বলবান করে এবং দশা-অন্তর্দশার উপর নির্ভর করে বিশেষ বিশেষ সময়ে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা তৈরী করে। বিল গেট্‌সের কুণ্ডলীতে এই ধরনের কি কি যোগ আছে দেখা যাক।

(ক) প্রথমেই বলতে হয় ভদ্র যোগের কথা। এটি পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম ( অনুচ্ছেদ ১৪ )। বুধ তুঙ্গী হয়ে লগ্নের ৪র্থ কেন্দ্রে ( চন্দ্র থেকেও ৭ম কেন্দ্রে ) অবস্থান করায় এই যোগ হয়েছে। এই যোগের ফল স্বরূপ জাতক সংযত বাক ও মৃদুভাষী হয়েছেন। শারীরীক গঠনও সুন্দর এবং তার দীর্ঘজীবী হবার সম্ভাবনা। বুধ ৪র্থে থাকায় জীবনে সুখী হবারও কথা। চন্দ্র থেকে বুধ কেন্দ্রে থাকায় এই যোগের বল আরও বৃদ্ধি পেয়েছে।
(খ) ৯ম পতি শনি এবং শুক্র ( ৫ম পতি ) উভয়েই যথাক্রমে তুঙ্গী ও স্বক্ষেত্রস্থ হয়ে লগ্ন থেকে ৫মে থাকায় লক্ষ্মী যোগ হয়েছে।
(গ) চন্দ্র থেকে ৬ষ্ঠে বৃহস্পতি, ৭মে বুধ এবং ৮মে শুক্র থাকায় অধিযোগ হয়েছে। বৃহস্পতি কোন অশুভ ভাবে যুক্ত বা দৃষ্ট নয; অতএব যোগকারক হিসাবে বৃহস্পতির অবস্থান খুব ভাল। বুধ ও শুক্রের সঙ্গে অবশ্য অশুভ গ্রহ মঙ্গল ও শনি রয়েছে। এদের দশা-অন্তর্দশায় শুভ ফলের সঙ্গে কিছু অশুভ ফলও লাভ হবে। এই যোগের ফল হিসাবে জাতক সুখী, ভদ্র, বিত্তবান ও শত্রুজয়ী হয়েছেন।
(ঘ) চন্দ্র ও মঙ্গল পরস্পরের ৭মে থাকায় চন্দ্র মঙ্গল যোগ ( বা শশী মঙ্গল যোগ ) হয়েছে। শুক্ল পক্ষের চন্দ্র ( চন্দ্র ও রবির দূরত্ব ৭২ ডিগ্রির বেশী ) ১০ম কেন্দ্রে বৃহস্পতির ক্ষেত্রে থাকায় চন্দ্রের অবস্থান খুবই শুভ। চন্দ্রের উপর কোনও অশুভ দৃষ্টিও নেই। এই যোগের ফলে জাতকের প্রচুর ধন লাভ হয়েছে।
(ঙ) বলশালী চন্দ্র লগ্ন থেকে ১০ম কেন্দ্রে থাকায় অমলা যোগ হয়েছে। ফল স্বরূপ জাতক অসামান্য যশ ও খ্যাতির অধিকারী হয়েছেন। জনসাধারণের কারক গ্রহ শুভ চন্দ্র ১০মে থাকায় সুনাম পরিব্যাপ্ত হয়েছে ও জাতক নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী হয়েছেন।
(চ) রাহু ও কেতু বাদে বাকী সব গ্রহ ৪টি রাশিতে ( বৃহস্পতি সিংহে, বুধ ও মঙ্গল কন্যায়, শুক্র, রবি ও শনি তুলায় এবং চন্দ্র মীনে ) অবস্থান করায় কেদার যোগ হয়েছে। এই যোগের কথা ১৪নং অনুচ্ছেদে বলা হয় নি। এর ফলে জাতক অত্যন্ত পরোপকারী এবং সাধারণের প্রতি সহানিভূতি সম্পন্ন হয়েছেন। তার সাহায্যের ফলে বহু দরিদ্র লোক উপকৃত হয়েছে।

(৮) পরিশেষে একটা প্রশ্ন দেখা দিতে পারে। ৩য় স্থান থেকে উদ্যম, পরাক্রম ইত্যাদি বিচার্য। বিল গেট্‌সের কোষ্ঠিতে ৩য় স্থানের অধিপতি রবি তুলা রাশিতে নীচস্থ হওয়ায় মনে হতে পারে উদ্যম ছাড়াই তিনি এতটা সফল হলেন কি করে। তুলা রাশিতে শুক্র ও শনি অত্যন্ত শক্তিশালী হয়ে লগ্ন থেকে কোণে অবস্থানের জন্য রবি পরোক্ষ ভাবে কিছুটা বল ফিরে পেয়েছে। একটা কথা স্বীকার করতেই হবে বিলের সফলতা ও জয় অনেকটাই সহজ ভাবে এসেছে, প্রতি পদে তাকে সংগ্রাম করে ছিনিয়ে আনতে হয় নি। এ ছাড়া ৭ম ও ১০ পতি বৃহস্পতি ৩য় স্থানে থাকায় ৩য় স্থানটির বল যথেষ্টই তৈরী হয়েছে।
একটা কথা। বিলের কুণ্ডলীতে চন্দ্র অত্যন্ত শুভ কিন্তু বিচ্ছিন্ন ভাবে (isolated) থাকায় বিলের মনে কোথায় যেন একটা একাকীত্ব বোধ রয়েছে। চোখ ধাঁধানো সফলতার মধ্যে সেটা অনায়াসেই দৃষ্টির বাইরে থাকে। ১২শে কেতুর অবস্থান মধ্যে মধ্যে তার মনে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। এটাই হয় ত তাকে জনসাধারণের জন্য কাজ করতে প্রেরণা দিয়েছে।

দীপক সেনগুপ্ত
ফেব্রুয়ারী ৭, ২০১১

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।