প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা (ন্যান্য অনুচ্ছেদ)

এই বিভাগ এখনও UNICODE ফণ্ট-এ অসম্পূর্ণ। বাংলা হরফ ফণ্টে দেখতে এইখানে ক্লিক করুন।


অনুচ্ছেদ ১৫
কয়েকটি জন্মকুণ্ডলীর বিশ্লেষণ


৫. অ্যাডল্ফ হিটলার

জন্ম বিবরণ : ১৯৮৯ সাল, ২০শে এপ্রিল; সময় সন্ধ্যা ৬-৩০ সেকেণ্ড| স্থান : Branau-am-Inn, Austria, 48 N 15, 13 E 2. Time zone : 1-0-0 hr East লাহিড়ী অয়নাংশ| ভোগ্য দশা : শুক্র ১৮ বছর ৭ মাস ১৫ দিন|

সংক্ষিপ্ত ঘটনাবলী
হিটলারের জন্ম অষ্ট্রিয়া ও জার্মানী সীমার কাছাকাছি একটি শহরে| বাবার নাম Alois এবং মা Klaaraa. হিটলারের আগে তাদের দুই সন্তান জন্মেছিল কিন্তু শৈশবেই তারা মারা যায়| ৬ বছর বয়সে হিটলার বিদ্যালয়ে ভর্তি হন| Edmund নামে তার ছোট ভাই ৬ বছর বয়সেই মারা যায় এর পর তার এক বোন Paula জন্মগ্রহণ করে| ১৯০৩ সালের ৩রা জানুয়ারী হিটলারের পিতৃবিয়োগ হয়| শিল্পী হবার বাসনা নিয়ে হিটলার বিদ্যালয় ত্যাগ করেন তবে বিদ্যালয়ে তার ফলও খুব ভাল হচ্ছিল না| ১৮ বছর বয়সের হিটলারের কোন রোজগার ছিল না| সেই সময় তিনি রাজনীতি ও ইতিহাস বিষয়ে কৌতূহলী হয়ে পড়েন| শিল্পী হবার বাসনায় Vienna Academy of Fine Arts -এ ভর্তি হতে গিয়ে তিনি ব্যর্থ মনোরথ হন| ১৯০৭ সালের ২১শে ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে হিটলারের মা মারা যান| এর পর হিটলার প্রায় গৃহহীন অবস্থায় ঘুরে বেড়ান এবং দান ছত্রের দয়ায় বেঁচে থাকেন| মাঝে মাঝে তিনি বিজ্ঞাপনের জন্য ছবি আঁকতেন কিন্তু সেখান থেকে তার আয় হত যৎসামান্য|

১৯১৪ সালে প্রথম বিশ্ব যুদ্ধের সময় তিনি জার্মান সৈন্য বাহিনীতে যোগদান করেন; ঐ বছরেই তিনি বিষাক্ত গ্যাসের দ্বারা আক্রান্ত হয়ে সাময়িক অন্ধত্ব নিয়ে হাসপাতালে ভর্তি হন| হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি সৈন্য বাহিনীতেই ফিরে যান এবং জনসমক্ষে বক্তৃতা করবার দক্ষতা অর্জন করতে সচেষ্ট হন| এই সময়ে একদিন German Worker's Party -র একটি সভায় জনৈক বক্তার বক্তব্যের প্রত্যুত্তরে তিনি এত জ্বালাময়ী ভাষায় অনর্গল বক্তৃতা করেন যে সেই দলের প্রতিষ্ঠাতা অত্যন্ত খুসি হয়ে হিটলারকে তার দলে যোগদান করতে আহ্বান করেন| বক্তৃতায় হিটলারের আক্রমণাত্মক ভাষায় মুগ্ধ হয়ে অনেকেই তার দিকে আকৃষ্ট হন|

১৯১৬ সালে তিনি একবার তলপেটে বা বাম ঊরুতে আঘাত পান| ১৯২০ সালের ১০ই এপ্রিল তার দলের নাম পরিবর্তন হয়ে National Sociolist German Worker's Party(Nazi)হয়| এর পর তাকেই প্রধান বক্তা হিসাবে দল বেছে নেয়| ১৯২০ সালে হিটলার 'স্বস্তিকা' চিহ্ণকে তার দলের প্রতীক হিসাবে বেছে নেন| ১৯২১ সালে Nazi দলের ওপর হিটলারের প্রায় সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়| ১৯২৩ সালের ৮ই নভেম্বর হিটলার মিউনিখের স্থানীয় সরকারকে ক্ষমতা চ্যুত করতে সচেষ্ট হয়ে আক্রমণ চালান কিন্তু সফল হন নি| পরে সশস্ত্র বাহিনীর হাতে ধরা পরে ১৯২৪ সালের ১লা এপ্রিল তিনি কারাগারে বন্দী হন|

১৯৩২ সালের ফেব্রুয়ারী মাসে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে তিনি হেরে যান| ১৯৩৩ সালের ৩০শে জানুয়ারী তিনি জোট সরকারের Chancellor নির্বাচিত হন এবং প্রেসিডেণ্ট হন Hindenberg. ১৯৩৪ সালের ২রা অগাষ্ট Hindenberg-এর মৃতুর পর তিনি তার শেষ ইচ্ছাকে মর্যাদা না দিয়ে Chancellor এবং প্রেসিডেণ্ট পদ দুটিকে যুক্ত করে দেন এবং নিজে সেই পদ গ্রহণ করেন| তিনি Fuehrer ( নেতা ) নামে নিজেকে প্রতিষ্ঠিত করেন| এর পর অনেক ইতিহাস, কিন্তু আপাততঃ জ্যোতিষের আলোচনায় তার কোন প্রাসঙ্গিকতা নেই| পরিশেষে ১৯৪৫ সালের ২৮শে এপ্রিল মৃত্যুর কয়েক ঘণ্টা আগে Eva Braun কে তিনি বিয়ে করেন এবং ৩০শে এপ্রিল বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন|
বহু Jew কে তিনি হত্যা করেছেন এবং তাদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছেন| তার বহু কষ্ট স্বীকার এবং অতুলনীয় সাহস ও নেতৃত্ব দেবার ক্ষমতা থাকলেও তিনি সম্পূর্ণ বিপথগামী হয়েছেন এবং ইতিহাসে তার স্থান হয়েছে এক অত্যাচারী, নরঘাতক ও স্বেচ্ছাচারী ব্যক্তি হিসাবে|

জন্ম কুণ্ডলীর বিশ্লেষণ
হিটলারের রাশি চক্রটি ১৫(৫)ক এবং নবাংশটি ১৫(৫)খ চিত্রে দেখান হয়েছে|
(১) হিটলারের জন্মকুণ্ডলীর বৈশিষ্ট্য হল তার ছোট বেলায় অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে মানুষ হওয়া, পরবর্তী কালে সৈন্য বাহিনীতে যোগদান, তার দলের নেতৃত্ব দান, উচ্চাভিলাষ মেটাতে গিয়ে তার বর্বরোচিত অত্যাচার, উচ্ছৃঙ্খল জীবন যাপন এবং পরিশেষে অস্বাভাবিক মৃত্যু| লগ্ন তুলা, লগ্নপতি ( ও ৮ম পতি ) শুক্র ৭মে মেষ রাশিতে রয়েছে| লগ্ন পতি হিসাবে শুক্র শুভ হলেও তার ৮ম পতিত্ব হেতু কিছুটা অশুভ, বিশেষ করে ৮ম পতির ( ৮ম স্থান থেকে আয়ু বিচার হয় ) ৭মে অবস্থান আয়ুর দিক থেকে শুভ নয়|
২য় ও ৭ম ( উভয়েই মারক স্থান ) পতি মঙ্গল মূলত্রিকোণ মেষ রাশিতে বক্রী শুক্রের সঙ্গে প্রায় একই ডিগ্রিতে অবস্থিত| ১১শ পতি রবি তুঙ্গী হয়ে ৯ম ও ১২শ পতি বুধের সঙ্গে ৭মে মেষ রাশিতে অবস্থিত| রাজযোগকারী গ্রহ ( ৪র্থ ও ৫ম পতি ) শনি ১০মে কর্কটে অবস্থিত হয়ে ১০ম দৃষ্টিতে মেষ রাশিতে অবস্থিত ৪টি গ্রহকেই দৃষ্টি দিচ্ছে| ৩য় ও ৬ষ্ঠ পতি বৃহস্পতি ১০ম পতি চন্দ্রের সঙ্গে অবস্থিত হয়ে রাহু-কেতু অক্ষের সঙ্গে যুক্ত| হিটলারের ছকের সব চেয়ে উল্লেখযোগ্য দিক হল এর ৭ম স্থান, প্রায় সব গ্রহের প্রভাব সেখানে কেন্দ্রীভূত| জ্যোতিষ শাস্ত্রে সুপণ্ডিত বিপিন বিহারীর মতে, রবি অশ্বিনী নক্ষত্রের ৩য় পাদে ( অনুচ্ছেদ - ৯ ) অবস্থিত হলে জাতক ঐশ্বর্যশালী লোক হতে পারে কিন্তু তার মতি গতি নিম্ন মানের, স্বাস্থ্য ভাল নয় এবং মাঝে মাঝে উগ্র ভাব প্রকাশ করতে পারে|

(২) শুক্রের দশা দিয়ে হিটলারের জীবন শুরু| লগ্ন পতির দশা সাধারণতঃ ভাল হবার কথা কিন্তু লগ্ন পতি অনেক অশুভ গ্রহের প্রভাব যুক্ত| এ ছাড়া লগ্নপতি শুক্র বক্রী| বক্রী গ্রহ সম্বন্ধে শাস্ত্রে বিশদ ভাবে কিছু বলা না থাকলেও ফলদানের ক্ষেত্রে বক্রী গ্রহের সাধারণতঃ কোন স্থিরতা থাকে না| রাজযোগকারী গ্রহ শনি ১০মে ( কর্মক্ষেত্র ; house of action ) থেকে শুক্রকে দৃষ্টি দেওয়ায় হিটলারের শুক্রের দশায় শিল্পী হবার বাসনা হয়েছিল| Academy of Fine Arts-এ ভর্তি হতে গিয়েও তিনি সফল হন নি| অত্যন্ত শক্তিশালী ২য় ও ৭ম পতি মঙ্গল ( মঙ্গল নবাংশেও শুক্রের সঙ্গে লগ্নের ৮মে অবস্থিত ) তার এই বাসনা পূরণের পথে অন্তরায় হয়েছে| শুক্রের সঙ্গে মঙ্গলের যোগ শুক্রের সূক্ষ্ম ও সৃষ্টিধর্মী বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেয় না, কারণ মঙ্গল হল স্থূল স্তরের গ্রহ ( down to earth planet ); পক্ষান্তরে মঙ্গলের সঙ্গে শুক্রের ৭মে অবস্থান শুক্রের স্থূল ভাবগুলিকে ( যৌন বিকৃতি, ব্যভিচার ইত্যাদি ) ফুটিয়ে তুলতে অনুঘটকের কাজ করেছে| ৪র্থ ( ও ৫ম ) স্থান থেকে প্রথাগত পড়াশোনার বিচার হয়| ৪র্থ পতি শনির ৪র্থে দৃষ্টি রয়েছে ঠিকই কিন্তু শনি শক্তিশালী মঙ্গল দ্বারা দৃষ্ট, কারক গ্রহ বুধও মঙ্গলের সঙ্গে যুক্ত; অতএব হিটলারের লেখাপড়া বেশী দূর হয় নি|

(৩) ১১শ স্থান থেকে অগ্রজ বা বড় ভাই-বোনের বিচার হয়| হিটলারের ১১শে কোন গ্রহের দৃষ্টি নেই কিন্তু ১১শ পতি রবি মঙ্গলের সঙ্গে যুক্ত, শনির দ্বারা দৃষ্ট এবং ১নং অশ্বিনি নক্ষত্রে ( অধিপতি কেতু ) অবস্থিত হওয়ায় হিটলারের দুই অগ্রজের মৃত্যু হয়েছে| চন্দ্র লগ্ন থেকেও ১১শ স্থান ( তুলা রাশি ) ও ১১শ পতি শুক্র নানা ভাবে ক্লীষ্ট| ৩য় স্থান থেকে অনুজ বা ছোট ভাই-বোন বিচার্য| ৩য় পতি বৃহস্পতি ৩য়ে ধনু রাশিতে ১০ম পতি চন্দ্রের ( শুক্ল পক্ষের চন্দ্র, কারণ চন্দ্রের থেকে রবির দূরত্ব ৭২ ডিগ্রির বেশী ) সঙ্গে অবস্থিত হওয়ায় খুবই শুভ, কিন্তু ৩য়ে কেতুর অবস্থান কিছুটা অশুভত্ব নিয়ে এসেছে| অনুজের কারক গ্রহ মঙ্গল| মঙ্গল রবির সঙ্গে যুক্ত এবং শনির দ্বারা দৃষ্ট হওয়ায় যথেষ্ট অশুভ| ফল হিসাবে ছোট ভাই মারা যায় কিন্তু এক বোন বেঁচে ছিল|

(৪) শুক্র-শনির দশা-অন্তর্দশায় ১৯০৩ সালের ৩রা জানুয়ারী হিটলারের পিতৃবিয়োগ হয়| লগ্ন থেকে ৯ম ( পিতৃস্থান ) মিথুন রাশি; তার ১২শের অধিপতি শুক্র এবং শনির অবস্থান ২য়ে ( মারক স্থান )| পিতৃকারক গ্রহ রবি থেকে ২য় ও ৭মের ( দুই মারক স্থান ) অধিপতি শুক্র ; মারক শনি রবি ও শুক্রকে দৃষ্টি দিচ্ছে| অতএব পিতার মৃত্যু শুক্র-শনির দশা-অন্তর্দশায় হওয়া অসম্ভব নয়|
১৯০৭ সালের ডিসেম্বর মাসে হিটলারের রবির দশা শুরু হয় এবং শুরুতেই রবির দশা এবং রবির অন্তর্দশায় ২১শে ডিসেম্বর তারিখে মা মারা যান | রবি কেন মায়ের মৃত্যুর কারণ হল ? লগ্ন থেকে ৪র্থ ( মকর রাশি ) মাতৃস্থান ( অনুচ্ছেদ - ৮ ) ; রবি ৪র্থ স্থান থেকে ৮ম ( নিধন স্থান ) স্থানের অধিপতি, পাপ গ্রহ মঙ্গলের সঙ্গে যুক্ত, কেতুর নক্ষত্রে স্থিত এবং শনির দ্বারা দৃষ্ট| আবার চন্দ্র থেকে বিচার করলে ৪র্থ স্থান মীন রাশি এবং সেখান থেকে রবি ২য়ে ( মারক স্থান ) মেষ রাশিতে রয়েছে এবং শনি ও মঙ্গলের দ্বারা পীড়িত| অতএব রবি-রবিতে মায়ের মৃত্যু| রবির নির্দিষ্ট ৬ বছরের দশা সময়ে খুব সামান্য হলেও কিছু আয় হয়েছে একজন স্থপতির (architect ) সঙ্গে যুক্ত হয়ে তার কিছু আঁকার কাজ করার মাধ্যমে| রবি ১১শ পতি ( আয় স্থানের অধিপতি ); অতএব নানা অশুভ প্রভাব সত্বেও কিছু আয় হয়েছে|
সব কিছুই জন্ম সময়ে নির্দিষ্ট হয়ে প্রতীক আকারে জন্মকুণ্ডলীতে সন্নিবিষ্ট রয়েছে| ঠিক ঠিক দশা-অন্তর্দশার সঙ্গে নির্দিষ্ট কিছু ঘটনা ঘটে চলেছে| এর কি কোন প্রতিকার বা ব্যতিক্রম আছে ? সে অন্য প্রসঙ্গ, সময় ও সুযোগ হলে পরে আলোচনা করা যাবে|

(৫) ১৯১৪ সালে চন্দ্রের দশায় হিটলার সৈন্য বাহিনীতে যোগদান করেন| চন্দ্র ১০ম ( কর্মক্ষেত্র ) স্থানের অধিপতি, অবস্থিত লগ্ন থেকে ৩য়ে ধনু রাশিতে| ধনু অগ্নি রাশি এবং ৩য় স্থান থেকে সাহস, পরাক্রম ইত্যাদি বিচার্য| সেখানে কেতুর ( কুজবৎ কেতু - অনুচ্ছেদ ৫ ) অবস্থান মঙ্গলের মতই কাজ করেছে| মঙ্গল খেলাধূলা, সাহস, পরাক্রম, সৈন্য, পুলিশ ইত্যাদির কারক গ্রহ; অতএব চন্দ্রের দশায় হিটলারের সৈন্য বাহিনীতে যোগদানের ব্যাখ্যা কঠিন নয়| এর পরের দশা মঙ্গলের - ৭ বছরের| মঙ্গলের দশার শুরুতেই, মঙ্গল-মঙ্গল দশা-অন্তর্দশায় হিটলার সরকারকে গদিচ্যুত করতে গিয়ে ব্যর্থ হন এবং ধৃত হয়ে কারাগারে বন্দী হন| শক্তিশালী মঙ্গল ১১শ পতি রবির সঙ্গে যুক্ত হয়ে এবং ১০মে স্থিত শনির দ্বারা দৃষ্ট হয়ে অসম্ভব উচ্চাকাঙ্খা তৈরী করেছে| লক্ষ্য করার বিষয় হল লগ্নও ১৪নং চিত্রা নক্ষত্রে ( অধিপতি মঙ্গল ) অবস্থিত| বহির্জগতের বা দেশ বিদেশের ঘটনা (mundane astrology) ব্যাখ্যার সময়ে ৭ম স্থানকে বিদেশ, ব্যবসা বাণিজ্য, যুদ্ধ ইত্যাদির সঙ্গে যুক্ত বলে ভাবা হয়| মঙ্গল ও রবি দুটি গ্রহই খুব জোরাল এবং দুটিই মেষ রাশিতে ( অগ্নি রাশি ) অবস্থিত হওয়ায় তার আক্রমনাত্মক অভিযান| কিন্তু শনি তাকে সফলতা দেয় নি| মঙ্গল ৮ম পতি শুক্রের সঙ্গে যুক্ত এবং ৬ষ্ঠ পতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট| শুক্র নিজেই লগ্ন পতি| লগ্ন পতির সঙ্গে ৬ষ্ঠ ও ৮ম পতির যোগ জাতককে কারাগারে রুদ্ধ করে - অনেক ক্ষেত্রেই এটা দেখা গেছে|

(৬) রাহুর দশার গোড়াতেই ১৯৩৩ সালের ৩০ শে জানুয়ারী হিটলার জার্মানীর Chancellor নির্বাচিত হন| তখন রাহুর দশায় রাহুর অন্তর্দশা চলছিল| রাহু মিথুন রাশিতে অবস্থিত হওয়ায় ঐ রাশির অধিপতি অর্থাৎ বুধের ফল দেবে| এ ছাড়াও রাহু ১০ম পতি চন্দ্র ও বৃহস্পতির ( ৩য় ও ৬ষ্ঠ - দুই উপচয়ের অধিপতি ) দ্বারা দৃষ্ট| বুধ ৯ম ( ও ১২শ ) পতি হয়ে লগ্ন পতি শুক্রের সঙ্গে অব্স্থান করায় রাজযোগ হয়েছে| বুধের অবস্থান ৯ম থেকে ১১শে হওয়ায় শুভ| শনিবৎ রাহু হিসাবে রাহু রাজযোগকারী গ্রহ শনিরও ফল দেবে| অতএব রাহু - রাহুর সময়ে তার এই প্রাপ্তি|

(৭) মৃত্যুর অব্যবহিত পূর্বে হিটলার Eva Braun কে বিয়ে করেন ২৯/৩০ এপ্রিল ১৯৪৫ সালে| আত্মহত্যার মাধ্যমে তার নিজের মৃত্যুও ৩০শে এপ্রিলেই| তার তখন রাহু-শুক্রের দশা-অন্তর্দশা চলছিল| রাহু চন্দ্রের ৭মে ( জায়াস্থান ) এবং শুক্র লগ্নের ৭মে অবস্থিত| বিয়ের জন্য এর থেকে সঠিক সময় আর কি হতে পারে ? এখানে আর একটি বিষয় আলোচনা করা যেতে পারে| লগ্ন পতি ( এবং ৮ম পতি ) বক্রী শুক্র ( স্ত্রী বা মহিলার কারক গ্রহ ) ৭ম ( জায়া স্থান, কামজ বিষয় ইত্যাদি ) পতি মঙ্গলের ( যৌন শক্তির কারক ) সঙ্গে যুক্ত হয়ে ৫ম ( আবেগ, প্রবৃত্তি প্রভৃতি ) পতি শনির দ্বারা দৃষ্ট হওয়ায় হিটলারের যৌন বিকৃতি অবশ্যম্ভাবী| বিভিন্ন জীবনীকারেরা এর সত্যতা অস্বীকার করেন নি|
৮ম ( নিধন ) স্থানের অধিপতি শুক্র ২য় ও ৭ম ( মারক ) পতি মঙ্গল ও ১২শ পতি বুধের সঙ্গে ৭মে ( মারক স্থান ) স্থিত| অহং ও আত্মাভিমানের কারক গ্রহ রবিও সেখানে বর্তমান| সবকটিই শনির দ্বারা দৃষ্ট| ৩য় পতি ( হাত - arms ) বৃহস্পতি সব কটি গ্রহকেই দৃষ্টি দিচ্ছে এবং ১০ম ( কর্মে পরিণত করা - house of action ) পতি চন্দ্রও বৃহস্পতির সঙ্গে যুক্ত| আবার চন্দ্রের ৭মে রাহু অবস্থিত| রাহু রয়েছে ৭নং পুনর্বসু নক্ষত্রে - অধিপতি বৃহস্পতি| চন্দ্র থেকে দেখলেও চন্দ্রের ২য় ও ৩য় পতি শনি চন্দ্র লগ্নের ৮মে অবস্থিত| অতএব নিজের হাত ব্যবহার করে মৃত্যু - পরিণতি আত্মহত্যা| ৮ম পতি ( আয়ু স্থানের অধিপতি ) শুক্র ৮ম থেকে ১২শে অর্থাৎ ৭ম স্থানে থাকায় এবং নানা অশুভ শক্তির দ্বারা পীড়িত হওযায় আয়ু বেশী হয় নি| নবাংশেও রাহু লগ্নে অবস্থিত এবং ২য় ও ৭ম ( মারক স্থান ) স্থানের অধিপতি শুক্র ৮ম পতি মঙ্গলের সঙ্গে ৮মে ( মৃত্যু স্থান ) যুক্ত|

(৮) হিটলারের স্বাস্থ্য কেমন ছিল ? তার শৌর্য বীর্যের কথা ভেবে মনে হতে পারে, তার শরীর খুব সবল ছিল; মোটেই তা নয়| তার স্বাস্থ্য সম্বন্ধে অনেক মতামত লিপিবদ্ধ হয়েছে| শোনা যায় তিনি পেটের এক বিশেষ অসুখে (irritable bowel syndrome), অনিয়মিত হৃৎস্পন্দনে (irregular heart beat), সিফিলিস, স্নায়ুরোগ (Parikson঑s disease), tinnitus, Asperger syndrome ইত্যাদি রোগে ভুগতেন| এর অনেক গুলিই স্নায়ুর উপর অত্যধিক চাপের ফলে সৃষ্ট| ৬ষ্ঠ পতি ( রোগ স্থানাধিপতি ) বৃহস্পতি ৭মে অবস্থিত ৪টি গ্রহকেই দৃষ্টি দিচ্ছে| রোগের কারক গ্রহ শনিরও ( অনেকে মঙ্গলকে ধরেন ) ১০ম দৃষ্টি সব কটির উপরে রয়েছে| বহু রোগের দ্বারাই তিনি আক্রান্ত হতে পারেন| বুধ কেন্দ্রীয় স্নায়ু মণ্ডলীর (central nervous system) কারক গ্রহ| বুধ ১২শ পতিও বটে| হিটলারের স্নায়ু অসম্ভব ক্ষতিগ্রস্ত; আত্মহত্যা না করলে তিনি হয় ত পক্ষাঘাতে আক্রান্ত হতেন|

(৯) হিটলারের নবাংশ চক্রটিও পরীক্ষা করলে দেখা যাবে, লগ্ন বর্গোত্তম| লগ্ন ও ৮ম পতি শুক্র ( জায়া কারক ) ২য় ও ৭ম পতি ( মারক ) মঙ্গলের সঙ্গে ২য়ে ( পরিবার ) যুক্ত থাকায় পত্নীর সঙ্গে বিবাহ ও মৃত্যু বরণের কৌতূহলদ্দীপক ঘটনাটিকে তুলে ধরেছে|

(১০) হিটলারের ছকে কি কি যোগ ছিল ? (ক) প্রথমেই বলতে হয় তার মঙ্গল মূলত্রিকোণে মেষ রাশিতে ৭ম কেন্দ্রে থাকায় অসাধারণ শক্তিশালী রুচক যোগ তৈরী হয়েছে ( অনুচ্ছেদ -১৪ )| তার আক্রমনাত্মক মনোভাব, সৈন্যাধক্ষ হওয়া সবই এই যোগের জন্য| (খ) চন্দ্র ও বৃহস্পতি কেন্দ্রের ৩য়ে অবস্থিত হওযায় কেশরী যোগ হয়েছে; ফল - পরাক্রমী শাসক| হিটলার পরাক্রমী শাসক ছিলেন ঠিকই কিন্তু চন্দ্র ও বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত হওয়ায় ( এবং রাহুর দ্বারা দৃষ্ট হওয়ায় ) অত্যাচারী শাসক হিসাবে তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছেন| (গ) লগ্ন পতি শুক্র ও ৯ম পতি বুধ ৭ম কেন্দ্রে অবস্থিত হওয়া লক্ষ্মীযোগ হয়েছে| প্রথম জীবনে যার দু বেলা খাবার সংস্থান ছিল না, পরে তিনি অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন| (ঘ) হিটলারের জন্ম বিকেল ৬-৩০ মিনিটে| যদি এটা দিন হিসাবে ধরা যায় তবে তার মহাভাগ্য যোগ হয়েছে| কোন পুরুষের ক্ষেত্রে জন্ম দিনের বেলা হলে এবং লগ্ন, রবি ও চন্দ্র বিজোড় বা পুরুষ রাশিতে থাকলে এই যোগ হয়| এখানে লগ্ন, রবি ও চন্দ্র যথাক্রমে তুলা, মেষ ও ধনু রাশিতে রয়েছে, সব কটিই বিজোড় রাশি| (ঙ) চন্দ্রের ৮মে পাপ গ্রহ শনির অবস্থান অনেকের মতে পাপাধি যোগ তৈরী করে; ফল - বহু বাধার সম্মুখীন হওয়া এবং নিন্দনীয় কাজ করা|
২য় ( বাক স্থান ) পতি শুক্র বুধের ( কারক গ্রহ ) সঙ্গে যুক্ত থেকে বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ায় হিটলারের বক্তৃতায় একটা জনমোহিনী শক্তি ছিল; কিন্তু মঙ্গল ও রবির সংস্পর্শে কথা বলার মধ্যে একটা আগ্রাসী মনোভাব এবং আক্রমনাত্মক ভাব ছিল|
একটা প্রশ্ন হতে পারে| হিটলারের তীব্র Jew বিদ্বেষের কারন কি ? ৯ম ( ধর্ম স্থান ) পতি বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে শনির দ্বারা দৃষ্ট| আবার ধর্মের কারক গ্রহ বৃহস্পতি রাহুর দ্বারা দৃষ্ট ( এবং কেতুর সঙ্গে যুক্ত ) হওয়ায় এক ধরণের গুরু-চণ্ডাল যোগ হয়েছে| লগ্নের ৯মে রাহুর অবস্থান নিজের ধর্ম মতের কোন দল গঠনে প্ররোচনা দেয়| রাহুর রাশিপতি (sign dispositor - অনুচ্ছেদ ১৩) বুধ লগ্নের ৭মে মঙ্গল ও রবির সঙ্গে থাকায় ধর্ম-বিকৃতি তৈরী করতে পারে| ভ-চক্রের (zodiac - অনুচ্ছেদ ৮ ) ৯ম স্থান ধনু রাশির অধিপতি বৃহস্পতিও একই ভাবে পীড়িত| হিটলারের একটা ধারনা ছিল, তিনি যেন ধর্ম সংস্থাপনের জন্যই জগতে আবির্ভূত হয়েছেন এবং এই কাজ করতে গেলে শুধু জার্মান জাতিই থাকবে Jew দের কোন স্থান নেই| এটা দেখা গেছে যে ১০মে শনির অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি প্রথমে সফলতা দিলেও নিশ্চিত ভাবে পতন ডেকে আনে|

দীপক সেনগুপ্ত
ফেব্রুয়ারী ৭, ২০১১

 

 

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।