নারী
ও শিশুরাই পাচারের
প্রধান বলি|
নারীদের পাচার
করার উদ্দেশ্য
মূলতঃ তাদের
দেহব্যবসায়ে
কাজে লাগানো
- ইচ্ছার বিরুদ্ধে
যৌনকর্মে নিয়োজিত
করা, পানশালায়
নাচানো, অশ্লীল
ছবি, চলচ্চিত্র
ইত্যাদিতে অংশঘ্রহণ
করানো| এছাড়া
সস্তা শ্রমের
জন্য ব্যবহার
করা, নেশার দ্রব্য
পাচার করানো,
তাদের অঙ্গপ্রত্যঙ্গ
বিক্রি করা,
ভিনদেশী পুরুষদের
যৌনলালসা মেটানোর
জন্য বিয়ের নামে
বিক্রি করে দেওয়া,
ইত্যাদি|
শিশুদের
ক্ষেত্রে পাচারের
উদ্দেশ্য হল
- সস্তা শ্রম,
ভিক্ষাবৃত্তিতে
ব্যবহার, যৌন
শোষণের জন্য
বিক্রি করা|
এছাড়া নেশার
দ্রব্য পাচার,
অঙ্গপ্রত্যঙ্গ
বিক্রি ইত্যাদির
জন্য শিশুদের
পাচার করা হয়|