সংলাপ
৩৮ বি মহানির্বাণ রোড
কলকাতা ৭০০০২৯
ইমেইল
sanlaap@rediffmail.com ওয়েবসাইট
www.sanlaapindia.org


পরিমার্জনা, প্রকাশন
ও সংরক্ষণ -
অবসর
তথ্য ও বিনোদনের
বাংলা ওয়েবসাইট
)

 


  


 

পাচার কি?

রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশন্‌স-এর সংজ্ঞা অনুসারে মানব পাচার বা human trafficking হল: ভয় দেখিয়ে বা জোর করে অথবা অন্য কোনও ভাবে জুলুম করে, হরণ করে, প্রতারণা করে, ছলনা করে, মিথ্যেচার করে, ভুল বুঝিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, দুর্বলতার সুযোগ নিয়ে, অথবা যার উপরে একজনের কর্তৃত্ব আছে পয়সা বা সুযোগ-সুবিধার লেনদেনের মাধ্যমে তার সম্মতি আদায় করে - শোষণ করার উদ্দেশ্যে কাউকে সংগ্রহ করা, স্থানান্তরিত করা, হাতবদল করা, আটকে রাখা বা নেওয়া|


পাচারের উদ্দেশ্য কি ?

নারী ও শিশুরাই পাচারের প্রধান বলি| নারীদের পাচার করার উদ্দেশ্য মূলতঃ তাদের দেহব্যবসায়ে কাজে লাগানো - ইচ্ছার বিরুদ্ধে যৌনকর্মে নিয়োজিত করা, পানশালায় নাচানো, অশ্লীল ছবি, চলচ্চিত্র ইত্যাদিতে অংশঘ্রহণ করানো| এছাড়া সস্তা শ্রমের জন্য ব্যবহার করা, নেশার দ্রব্য পাচার করানো, তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা, ভিনদেশী পুরুষদের যৌনলালসা মেটানোর জন্য বিয়ের নামে বিক্রি করে দেওয়া, ইত্যাদি|

শিশুদের ক্ষেত্রে পাচারের উদ্দেশ্য হল - সস্তা শ্রম, ভিক্ষাবৃত্তিতে ব্যবহার, যৌন শোষণের জন্য বিক্রি করা| এছাড়া নেশার দ্রব্য পাচার, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ইত্যাদির জন্য শিশুদের পাচার করা হয়|


স্থানান্তরণ কি পাচার ?

স্থানান্তরণ মাত্রই পাচার নয়| যে কেউ স্বেচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় জীবিকা অর্জনের জন্য পারে| পাচার ঘটে যখন সেটা ইচ্ছার বিরুদ্ধে হয়| পাচার দেশের মধ্যে গ্রাম থেকে শহরে, এক শহর থেকে অন্য শহরে, এক প্রদেশ থেকে অন্য প্রদেশে, এক দেশ থেকে অন্য দেশে হতে পারে| আবার একই শহরে নিজের বাড়ি থেকে নিয়ে অন্য এক জায়গায় কাজে লাগানো - যদি ইচ্ছের বিরুদ্ধে হয় - সেটা সংজ্ঞা অনুসারে পাচার বলে গণ্য হবে|


পাচারের উত্‌পাদকগুলি কি?


দারিদ্র, জীবিকার অভাব, আইনের অক্ষমতা, বহুকাল ধরে চলে আসা মেয়েদের পণ্য হওয়ার প্রথা, মেয়েদের ওপর সামাজিক ও ধর্মীয় অনুশাসন ও কুপ্রথা, প্রাকৃতিক ও মানব-সৃষ্ট দুর্যোগে আক্রান্ত অসহায় মানুষের প্রতি সরকারী অবহেলা, দুই দেশের সীমান্তরক্ষায় গাফিলতি, বিশ্বায়ন ও ভোগবাদ|

Copyright © 2007 Abasar.net. All rights reserved.