প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

স্বদেশপ্রেম, দেশভক্তি , দেশমাতৃকা – কিছু প্রশ্ন

“ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা” এই লাইনটা ছোট বেলা থেকে শুনে আসছি – বেসুরো গলাতে এই গানও গেয়েছি । তখন দেশকে মাতৃ রূপে দেখা, দেশের জন্য প্রাণ দেওয়া আর দেশকে পূজা করাকে মনে অনেক অনেক উঁচু স্থানে বসিয়েছিলাম । কিন্তু যত বৃদ্ধ হচ্ছি – তত কোন কিছুই প্রশ্ন না করে – যুক্তি ছাড়া মেনে নিতে পারছি না । মনের আগের সেই সরলতা একেবারে হারিয়ে গেছে – বড় জটিল হয়ে উঠেছে মন। তাই দেশভক্তি নিয়ে অনেক জটিল প্রশ্ন মনে আসছে । আমার মন এই সব প্রশ্নের ভুলভুলাইয়াতে পাক খেয়ে ঘুরছে বহুদিন – বের হবার রাস্তা পাচ্ছে না । এর থেকে একটা মানসিক অস্থিরতার মধ্যে আমার দিন কাটছে । তাই আমার প্রশ্নগুলো নিয়ে অবসর-এর মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যে আপনাদের দ্বারস্থ হচ্ছি । আমি জানি না – এটা আমার মানসিক বিকৃতি কিনা । তবু বিশেষ ভাবে আপনাদের কাছে অনুরোধ – মতামত জানিয়ে এই বৃদ্ধকে মানসিক অস্থিরতা/মানসিক বিকৃতি থেকে মুক্তি দিন ।

আমার কাছে প্রথম ধাঁধাঁ স্বদেশ বলতে কোন দেশকে বুঝবো ? ধরুন যে জন্মেছে আর বড় হয়েছে তখনকার east Bengal -এ আর পরে বাধ্য হয়ে ভারতে এসেছে – তার এখন কোনটা স্বদেশ – ভারত না বাংলা দেশ ??? প্রশ্নটা আরও কঠিন হবে যদি জানতে চাই আগের অখণ্ডিত ভারতের যে অংশ এখন পাকিস্থান, সেখানে যার জন্ম ও কর্ম কিন্তু এখন ভারতের কাশ্মীরের বাসিন্দা – সে পাকিস্থান কে সাপোর্ট করলে কি তাকে গদ্দার বলবো ? যদি তাই বলি তা হলে যে ভারতীয় আমেরিকাতে জন্মেছে আর বড় হয়েছে – ভারতের সাথে আমেরিকার যুদ্ধ হলে সে ভারতকে support করলে তাকেও কি গদ্দার বলবো ?? আর যে ভারতীয় আমেরিকাতে জন্মেছে মাত্র কিন্তু একেবারে ছোট থেকে ভারতে বড় হয়েছে তার ক্ষেত্রে স্বদেশ কোনটা ?? নাকি একজন যে দেশের citizen সেটাই তার স্বদেশ ? যদি তাই হয় – তা হলে যে ভারতীয় পরে আমেরিকার citizenship নিয়েছে এবং একই সাথে ভারতের dual citizenship (OCI) নিয়েছে – তার স্বদেশ কোনটা ?? আমার কাছে এই ধাঁধাঁর উত্তর নেই – তাই আপনাদের কাছে জানতে চাইছি । Internet surf করে কিছু মতামত পেয়েছি – নীচে দিলাম

What is motherland
1. One's native land.
2. The land of one's ancestors.
3. A country considered as the origin of something.

Motherland
1. The country of one's ancestors.
2. The country of one's birth.
3. Country of origin.
তবু আমার প্রশ্ন হল যার এই তিনটেই আলাদা তার স্বদেশ কোনটা ??

শুনেছি যুদ্ধে দেশের শত্রুকে হত্যা করা মহৎ কাজ। এখানেও আমার অনেক প্রশ্ন । দেশ কোনটা সে প্রশ্ন আগেই করেছি – তাই আর করছি না। কি রকম যুদ্ধে এই হত্যা হত্যা নয় ? শুধু কি অন্য দেশের আক্রমণ থেকে দেশকে বাঁচাবার যুদ্ধে ? নিজের দেশ যদি অন্য দেশ অধিকার করার জন্যে বা অন্য কারো দেশকে আক্রমণ বা অত্যাচার থেকে সেই দেশকে বাঁচাবার জন্য যুদ্ধ করে – সেখানেও কি হত্যাকে আমরা বাহবা দেব? সব হত্যাই কি নিন্দনীয় না ? বাংলা দেশের যুদ্ধে তাদের সাহায্য করতে ভারতীয় সেনার পাকিস্থানি সেনাকে মারটাকে কি বলব? বা সাদামের হা্ত থেকে বেরিয়ে আসতে আমেরিকান সৈন্যদের সাদামের অনুগতদের মারাটাকে কি কি হত্যা বলব না ? যুদ্ধে দেশের সৈন্যদ্বারা অন্য দেশের সৈন্যকে মারাটা কি শুধুই যে চাকরি সে করছে তার duty র বেশী কিছু ? যত প্রশ্ন মনে আসছে তত মাথা গুলিয়ে যাচ্ছে ? Please এর থেকে মুক্তি পেতে আমাকে সাহায্য করুন।

আরও একটা বিদঘুটে প্রশ্ন মনে আসছে । দেশপ্রেম কি এক রকমের মানসিক সঙ্কীর্ণতা ? প্রশ্নটা বেশী করে মনে আসে যখন দেখি ভারতপ্রেমের থেকে অনেক সময় আঞ্চলিক প্রেম বড় মাত্রা নিচ্ছে – যেমন পশ্চিম বঙ্গের প্রতি ভালবাসা ভারতের প্রতি ভালবাসার থেকে ওপরে স্থান পাচ্ছে । যখন ভারতের বদলে পশ্চিমবঙ্গ দেশ মাতৃকার রূপ নিচ্ছে । অনেকে আমাকে বলেছে এটা মানসিক সঙ্কীর্ণতা । তাই যদি মেনে নি – তা হলে বিশ্বপ্রেম এর পরিপেক্ষিতে দেশপ্রেম সঙ্কীর্ণতা নয় কেন?

দেশভক্তি আর দেশের জন্যে জীবনদান আমাদের দেশে সব থেকে মাহাত্ম পেয়েছিল স্বাধীনতা সংগ্রাম এর সময়। যে সব কিশোরকে এই দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করে তাদের দিয়ে আত্মত্যাগ করানো হয়েছিল কি? ( মার খাবার ঝুঁকি নিয়েও প্রশ্ন করি -একে brain wash বলতে পারি কি ? )– সেটা কি তারা নিজের থেকে করেছিল - না যে দেশপ্রেম এর মাদকতা তাদের মনে inject করা হয়েছিল – তার নেশাতে করেছিল ? এ কথাও আমার মনে হয় – তাদের সরল মনকে exploit করা হয়েছিল কি? উগ্রাবাদিদের অল্প বয়সী ছেলে / মেয়েকে ধর্মীও উন্মাদনা ধরিয়ে suicide bomber বানানো কি এরই এক extreme রূপ নয় ?? রবিঠাকুরের ঘরে বাইরের সন্দীপকেও কি দেশপ্রেমী বলবো ?

অনেক বেশী প্রশ্ন একসাথে করে ফেলেছি – আর করলে পাঠকরা বিরক্ত হতে পারে – সেই ভয়ে এখানেই আজ থামছি । কিন্তু থামার আগে internet surf করে “"Patriotism is a virtue or vice” এর কিছু মতামত পেয়েছি – সেগুলো নীচে দিলাম ।

“Patriotism can vary from a mild to a very strong motivation, but there's nothing really of it that makes it inherently good or bad. The virtues or vices are what patriotism may lead to, not itself.”

“I would say it's a form of tribalism that is neither exceptional nor praiseworthy. There isn't that much difference between "Rah Rah, we're the best!" nationalism, and the "we're the best" of racialists, ideological warriors, elitist intellectuals, and militant religious and atheist activists. Group loyalty and holding up your social group as superior seems to be pretty hardwired thinking, but that doesn't mean we should praise it.”

"Patriotism is when love of your own people comes first; nationalism, when hate for people other than your own comes first" - Charles de Gaulle

আপনাদের মতামত জানলে তার পর হয়ত আরও প্রশ্ন করব। যদি একে আমার মানসিক বিকারও মনে হয় –তবুও মতামত জানালে বাধিত হব।
ইতি

বিজন বন্দ্যোপাধ্যায়

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।