প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

BRIC রাষ্ট্রগুলি

চারটি রাস্ট্র- ব্রাজিল (Brajil), রাশিয়া (Russia), ভারত (India) এবং চীন (China)- এদের ইংরেজী নামের আদ্যাক্ষর জুড়ে হয়েছে BRIC। বাংলায় বলা যেতে পারে 'ব্রা-রা-ভা-চী'।
BRIC আখ্যাটি প্রথম ব্যবহার করেন Goldman Sachs-এর Jim 0' Neil ২০০১ খ্রীষ্টাব্দে তাঁর একটি লেখায়- 'বিশ্বের প্রয়োজন একটি ভালো অর্থনীতির BRIC' ( "The World Needs Better Economic BRICs." )। সেই থেকে BRIC রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে সহযোগিতা চালিয়ে যাচ্ছে আমদানি/রপ্তানি, সার্বিক বিকাশ ও অন্যান্য ক্ষেত্রে।
BRIC মঞ্চের চার নেতা যথা, Luiz Inacio Lula da Silva ( ব্রাজিল ), Dmitry Medvedev ( রাশিয়া ), মনমোহন সিং ( ভারত ) এবং Hu Jintao ( চীন ) প্রথম সরকারিভাবে মিলিত হন ১৬ জুন, ২০০৯ খ্রী-তে। অবশ্য তার আগে চারটি রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা সেপ্টেম্বর ২০০৬ থেকে শুরু করে বেশ কয়েকবার মিলিত হয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করেন।
প্রথম শীর্ষ সভায় আলোচিত হয় বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক সংস্থাগুলির সংস্কার। এছাড়া আলোচিত হয় ভবিষ্যতে কিভাবে নিজেদের মধ্যে ভালো সহযোগিতা আনা যায়। এটা স্থির হয় যে BRIC মঞ্চ বিশ্ব-কর্মধারায় আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। সভার পরে বিশ্বে একটি স্বতন্ত্র মুদ্রার প্রয়োজনীয়তার কথা ঘোষণা করা হয়, যেটাকে হতে হবে 'diversified, stable and predictable'।

জনসংখ্যা

সারনি ১ : BRIC রাস্ট্রগুলির জনসংখ্যা ( ২০১১ খ্রীস্টাব্দে )

একত্রে BRIC রাস্ট্রগুলি তিনটি মহাদেশে বিস্তৃত, তাদের সম্মিলিত ক্ষেত্র বিশ্বের এক-চতুর্থাংশের বেশি।
২০০০ থেকে ২০০৮ খ্রী-র মধ্যে বিশ্ব-অর্থনীতির উৎপাদনে BRIC রাস্ট্রগুলির যুক্ত অংশ বেড়েছিল ১৬ থেকে ২২ শতাংশে। এই সময়কার বিশ্ব-উৎপাদন-বৃদ্ধির ৩০ শতাংশ বেড়েছে এই মঞ্চে।
বর্তমানে চীনের অর্থনীতির ও উন্নয়নের গতির মাত্রা BRIC-র অন্যান্য রাষ্ট্রগুলিকে অনেক ছাঁড়িয়ে গেছে। ২০০০ থেকে ২০০৮ খ্রী-তে বিশ্বের অর্থনৈতিক বিকাশের ১৫ শতাংশের বেশি দিচ্ছে চীন যা BRIC-মঞ্চের রাষ্ট্রগুলির সমবেত অংশের অর্ধেকের বেশি।
BRIC-মঞ্চের সদস্য তিনটি রাষ্ট্র- চীন, ভারত এবং ব্রাজিল বৈজ্ঞানিক গবেষণায় বিশেষভাবে লগ্নী করছে। ২০০২ খ্রী থেকে মোট লগ্নী বেড়েছে ৪৫ শতাংশ- ১,০০০ মার্কিন ডলারের বেশি। ২০০২ থেকে ২০০৭ খ্রী-র মধ্যে লগ্নী হয়েছে দ্বিগুণ, যুক্তভাবে বিশ্ব গবেষণায় লগ্নীর ১৭ থেকে ২৪ শতাংশ।

মূল্যায়ন

চিত্র ১-এ দেখানো হল চারটি রাস্ট্রের মূল্যায়ন 'রাস্ট্রপুঞ্জের শতাব্দীব্যাপী উন্নয়ন-কর্মসূচীর মাপকাঠি' ( দেখুন- 'রাস্ট্রপুঞ্জের শতাব্দীব্যাপী উন্নয়ন-কর্মসূচীর মূল্যায়ন, ২০০৬' ) থেকে ৯টি বিষয় বেছে নিয়ে।

চিত্র ১ক : জনসংখ্যা বৃদ্ধির হার, শতাংশে।

চিত্র ১খ : GDP- বর্তমানের ( ২০১০ খ্রী ) মার্কিন ডলার মূল্যে।

উল্লেখ্য : ২০১৫ খ্রীষ্টাব্দে BRIC-মঞ্চের সদস্যদের যুক্ত GDP হবে মার্কিন যুক্তরাষ্ট্রের GDP-র থেকে বেশি।

চিত্র ১গ : আয়ক প্রতি GDP-তে, ( ২০০৫ খ্রী-র আন্তর্জাতিক ডলার মূল্যে )।

চিত্র ১ঘ : স্বাস্থ্যে সরকারি খরচ, GDP-র শতাংশে।

চিত্র ১ঙ : শিক্ষা- পাবলিকের ব্যয়, GDP-র শতাংশে।

চিত্র ১চ : দারিদ্র্য- জনসংখ্যার অনুপাত, যারা দৈনিক ব্যয়ের ঊর্ধসীমা ১.২৫ ডলারের নীচে।

চিত্র ১ছ : অসাম্য : আয়ের অসাম্যের 'গিনি গুণক'।


চিত্র ১জ : সরকার দ্বারা আদায়িকৃত মাশুল বা ট্যাক্স- GDP-র শতাংশে।


চিত্র ১ঝ : স্ফীতি- কনজুমারের মূল্য-সূচকে বার্ষিক পরিবর্তন, শতাংশে।
উৎস : THE TELEGRAPH, CALCUTTA, Saturday, 17 March, 2012|

ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনসংখ্যা : দ্রুত অর্থনৈতিক উন্নতি এবং জনসংখ্যার চালচিত্র থেকে এটা প্রতীয়মান হয় যে একটি বৃহৎ মধ্যবিত্ত সৃষ্টি হতে চলেছে যার ক্রয়ক্ষমতা ও খাদন BRIC রাষ্ট্রগুলির অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে এবং প্রকারান্তরে বিশ্ব অর্থনীতি বর্ধিত হবে। চিত্র ২ (ক) ও (খ) -তে দেখানো হয়েছে কি ভাবে মধ্যবিত্ত জনসংখ্যা-বৃদ্ধি BRIC মঞ্চের দেশগুলির অর্থনীতিকে সাহায্য করবে যা উন্নত G7 অর্থনীতির দ্বিগুণের বেশি হবে।

চিত্র ২( ক ) : BRIC- মঞ্চের মানুষ ( মিলিয়নে ) যারা মধ্যবিত্ত আয়ের শ্রেণীতে প্রবেশ করছে।

দেখা যাচ্ছে ২০২০ খ্রীষ্টাব্দের আগেই BRIC - মঞ্চের মোট মধ্যবিত্ত-শ্রেণীর মানুষ ( যাদের আয় ৬,০০০ থেকে ৩০,০০০ ডলারের মধ্যে ) G7 দেশগুলির থেকে ছাড়িয়ে যাবে।
[ নজর করুন : যদিও মানুষের আয় ৬,০০০ থেকে ৩০,০০০ মার্কিন ডলার হলে মধ্যবিত্ত শ্রেণী ধরা হয়, উপরের চিত্রে মধ্যবিত্ত-হিসাবে ধরা হয়েছে যাদের আয় ৬,০০০ মার্কিন ডলারের বেশি, তা' তিনি মধ্যবিত্ত হোন বা উচ্চবিত্ত হোন। ]

চিত্র ২ ( খ ) : ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী - যে সকল মানুষের আয় ৬,০০০ থেকে ৩০,০০০ মার্কিন ডলারের মধ্যে।


দক্ষিণ আফ্রিকা-র অন্তর্ভূক্তি

দক্ষিণ আফ্রিকার আবেদন অনুসারে ডিসেম্বর ২৪, ২০১০ খ্রী-তে ঐ রাষ্ট্রকে BRIC মঞ্চের অন্তর্ভূক্ত করা হয়। মঞ্চের নাম পরিবর্তিত হয় BRICS- শেষ অক্ষরটি আসে SOUTH AFRICA-র আদ্যাক্ষর থেকে। BRICS-এর প্রথম শীর্ষ সম্মেলন ( ৩য় সভা ) হয় ১৪ এপ্রিল, ২০১১ খ্রী-তে চীনে এবং চতুর্থ সম্মেলন হয় ২৯ মার্চ, ২০১২, নয়া দিল্লী-তে. স্থির হয়ে আছে ৫ম সম্মেলনটি হবে দক্ষিণ আফ্রিকায় ২০১৩ খ্রীস্তাব্দে।

শঙ্কর সেন
১১ এপ্রিল, ২০১২

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)


Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।