প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ইতিহাসের কথা: কার্থেজ (CARTHAGE)

সংবাদপত্রের মাধ্যমে Tunisia’র সঙ্গে সকলেই পরিচিত। ২০১০ সালে যে জন-বিপ্লব এখান থেকে সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পরেছে, সকলেই সে সম্বন্ধে ওয়াকিবহাল। কিন্তু কার্থেজের কথা মনে আছে কি? এই প্রবন্ধে কার্থেজের ইতিহাস সম্বন্ধে দুচার কথা বলতে চাই।

কার্থেজ আর রোম। এ যেন Cold war চলাকালীন রুশ ও আমেরিকা। Cold war না - আসল যুদ্ধই হয়েছিল দুই দেশের মধ্যে – তিন তিনটে যুদ্ধ, আর তার শেষে Carthage ধ্বংস। রোমের ইতিহাস বুঝতে গেলে কার্থেজকে জানা দরকার। ভূমধ্য সাগরের প্রথম নৌ শক্তি কার্থেজ। এরই সাথে যুঝতে গিয়ে রোমের নৌ বাহিনী গড়ে ওঠে।

পুরনো কার্থেজ, বর্তমান Tunis শহরের উপকণ্ঠে ভূমধ্য সাগরের তীরে। এখন কার্থেজ বলতে গেলে Tunis এরই শহরতলী। Tunisia’র রাষ্ট্রপতির প্রাসাদও এই এখনকার কার্থেজে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে কার্থেজে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। পুরনো শহরের অনেকটাই এখন দেখা যায় এবং তা এখন মধ্য প্রাচ্যের ভ্রমণকারীদের একটা বড় আকর্ষণ।

অনেকেই হয়ত জানেন যে, গত ১৯৮৫ সালে কার্থেজ আর রোমের দুই mayorএর মধ্যে এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয় – প্রায় আরাই হাজার বছরের শত্রুতার অবসান ও সন্ধি। কিন্তু যে কার্থেজের ধ্বংসাবশেষ আজ দেখা যায়, সে ত রোমেরই তৈরি করা শহর আর রোমেরই উপনিবেশ। যে কার্থেজ রোমের জাত শত্রু ছিল, রোম তার কোনও অস্তিত্ব রাখে নি।

এবার গোড়ার কথায় আসা যাক।

বর্তমান Lebanon এর প্রাচীন অধিবাসী Phoenicianরা। এরাই কার্থেজের পত্তন করে। সঠিক জন্ম তারিখ বলা কঠিন। বেশীরভাগ ঐতিহাসিকদের মতে খৃস্টপূর্ব অষ্টম শতাব্দীতে এর স্থাপন, যদিও কেউ কেউ আরও আগে, খৃস্টপূর্ব দ্বাদশ শতাব্দীতে এর স্থাপন কাল অনুমান করেন। Phoenicianরা আসুরিয়দের (Assyrians) চাপে বাইরে বেরতে বাধ্য হয়। Spain এবং উত্তর আফ্রিকার কুল ঘেঁসে অনেকগুলি নগর পত্তন করে। এর মধ্যে কার্থেজ একটি। এর পুরনো নাম Kart hadasht। রোমান ঐতিহাসিকদের মতে Phoenician Tyreএর এক রাজকন্যা Didoই কার্থেজের অধিষ্ঠাত্রী। কোনও এক রাজনৈতিক গোলযোগে Dido, Tyre ছাড়তে বাধ্য হয় এবং অনুচরদের নিয়ে কার্থেজে হাজির হন। তখন সেখানে Phoenicianদের ছোট একটা বসতি ছিল। Didoই তা থেকে এক সুপরিকল্পিত নগরী আর জাহাজ বন্দর গড়ে তোলেন। Sicily, Greece, Spain আর অন্যান্য Phoenician উপনিবেশের সঙ্গে বাণিজ্যই ছিল অর্থ সমাগমের উৎস।

মহা-কাব্যকার Virgilএর Aeneid এ কার্থেজের রানী Dido আর ট্রয় রাজকুমার Aeneusএর প্রেমোপাখ্যান অনেকেরই জানা। ট্রয় যুদ্ধের শেষে, পরাজয় আসন্ন দেখে Aeneus কিছু অনুচরদের নিয়ে রাতের অন্ধকারে জাহাজে পলায়ন করেন অনিশ্চিতের দিকে। পথে Carthageএ থামেন এবং সেখানেই Dido’র সাথে প্রেম। দেবরাজ জুপিটারের নির্দেশে প্রেম প্রত্যাখ্যান আর পরিণামে Dido’র অগ্নিতে প্রাণবিসর্জন। দেবতার আদেশে Aeneusএর ইটালি তে গমন আর রোম নগরীর প্রতিষ্ঠা। কাহিনী অনুসারে, মরণকালে Dido’র অভিশাপ থেকেই রোম আর কার্থেজের শত্রুতার শুরু।

কার্থেজের শুরু রাজতন্ত্র দিয়ে। আনুমানিক খৃস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে Republicএর প্রবর্তন। রোমের Senateএর মতো Council of Elders দেশ পরিচালক। ধনী এবং অভিজাত না হলে এই Councilএর সদস্য হওয়া যেতো না। সমর অভিযানের অধিকর্তাদের এই Councilই নিযুক্ত করতো।

যদিও বাণিজ্যই মুখ্য উদ্দেশ্য, এই বাণিজ্যের সূত্র ধরেই ভূমধ্যসাগরের উপকুল দিয়ে আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার। খৃস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকেই কার্থেজ ভূমধ্যসাগরের সবচেয়ে সম্বৃদ্ধশালী কেন্দ্র হয়ে ওঠে। আর এই বাণিজ্যের খাতিরেই, কার্থেজকে নৌবাহিনী গড়ে তুলতে হয়, যা ক্রমে সেই সময়কার সবচেয়ে শক্তিশালী নৌসেনা হয়ে দাড়ায়। বর্তমান পশ্চিম Algeria থেকে Morocco পর্যন্ত উত্তর আফ্রিকার উপকুল প্রায় সমস্তটাই কার্থেজের অধীনে আসে। Spainএর দক্ষিণের অনেকটাই কার্থেজের উপনিবেশ। ক্রমে ক্রমে Sardinia, Corsica, Malta, Baeleric Islandsও এর অধিকারে আসে। Sicily’র সাথে যোগাযোগ প্রায় পত্তনের গোড়া থেকেই আর এর থেকেই যত যুদ্ধ বিগ্রহের সূচনা। Sicily’র Syracruse গ্রীক নগররাষ্ট্র, মূল গ্রীক ভূখণ্ডের Corinthএর মিত্র। Sicily’র পূর্বের প্রায় অর্ধেকটাই Syracruseএর বশ্যতায়। কাথেজের বাণিজ্য Sicily’র পশ্চিমের সঙ্গে। সেই সুত্রতায় Sicily’র বাকী অংশটা কালে কার্থেজের অধীন হয়। এই Sicily’র আধিপত্যের কারণেই গ্রীকদের সঙ্গে সংঘর্ষ। খৃস্টপূর্ব ৪৮০ থেকে খৃস্টপূর্ব ২৭০ সাল পর্যন্ত তিনটে মহাযুদ্ধ হয়। পরিশেষে অবশ্য সন্ধি , মিত্রতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান।

গ্রীক (Syracruse) এবং কার্থেজ, দুই দেশেরই সেনাবাহিনীর বেশিরভাগ সেনা ভাড়াটে। তারা কেউই দেশের নাগরিক নয়। এদের বসতির জন্যই Sicilyতে বেশ কয়েকটি নগর গড়ে ওঠে। Syracruse মুল ইটালি ভূখণ্ড থেকে সেনা সংগ্রহ করতো। এরাই ইতিহাসে Mammertine নামে খ্যাত। কার্থেজের সাথে যুদ্ধের শেষে, Syracruse অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত, সেনাবাহিনী পোষণ করবার ক্ষমতা বিহীন। এর ফলে Syracruse অধিকৃত Sicilyতে Mammertineরা আস্তে আস্তে ক্ষমতা অধিকারের চেষ্টায় তৎপর হয়। প্রথমে Messina এদের অধিকারে আসে। Syracruse ও Carthage, উভয়েই এতে উদ্বিগ্ন। Syracruse লোকবল না থাকায়, নিশ্চেষ্ট আর তাই Carthageই এগিয়ে আসে Messina’র উদ্ধারে। Mammertineরা সাহায্যার্থে রোমের কাছে আবেদন করে। রোম Carthageএর সঙ্গে বিবাদের সুযোগ অনেকদিন ধরেই খুঁজছিল – এই অজুহাতে সেনাবাহিনী Sicilyতে পাঠায়। এই রোম আর কার্থেজের যুদ্ধের সূত্রপাত। রোমের উদ্দেশ্য উত্তর আফ্রিকা অধিকার আর পুরো বাণিজ্য নিজের করা। রোম আর কার্থেজের যুদ্ধ ইতিহাসে Punic War নামে খ্যাত। এই নাম অবশ্য গ্রীক ঐতিহাসিকদের দেয়া। খৃস্টপূর্ব ২৬৫ থেকে সুরু আর শেষ হয় ১০০ বছর বাদে ১৪৬ সালে। অনেকেই হয়ত হানিবলের নাম শুনেছেন। উনি কার্থেজের পক্ষে দ্বিতীয় যুদ্ধের নায়ক। এই দ্বিতীয় যুদ্ধ চলে প্রায় ১০ বছর ধরে। হানিবল সৈন্যবাহিনী নিয়ে স্থলপথে ইটালি তে হাজির হয়, Spainএর বুকের ওপর দিয়ে, Pyrenees আর Alps অতিক্রম করে। যুদ্ধ বেশিরভাগ সময়টায়ই ইটালি তে এবং রোমের পরাজয় আর ধ্বংস সুনিশ্চিত ছিল। বিপর্যয় এড়াবার জন্য, রোম যুদ্ধ কার্থেজে টেনে নিয়ে যায়। হানিবল ইটালি থেকে ফিরতে বাধ্য হয়, রোমের সেনাদের রুখতে। কিন্তু শেষরক্ষা হল না। Scipio Africanus এর কাছে Zama’র যুদ্ধে শোচনীয় পরাজয় এবং অত্যন্ত অপমানজনক সন্ধিতে বাধ্য হয়। এই দ্বিতীয় যুদ্ধের শেষে কার্থেজকে সব অধিকৃত অঞ্চল রোমকে দিয়ে দিতে হয়। হানিবল ক্ষমতা চ্যুত ও দেশ থেকে নির্বাসিত হন।

তৃতীয় যুদ্ধের সঠিক কারণ জানা নেই। এই যুদ্ধ আরম্ভ হয় খৃস্টপূর্ব ১৪৯ সালে আর শেষ ১৪৬। রোমের পক্ষে এই যুদ্ধের নায়ক Scipio Amelianus, দ্বিতীয় যুদ্ধের Scipio’র পৌত্র। যুদ্ধের প্রাক্কালে রোম Senate’র নির্দেশ ছিল – কার্থেজ ধ্বংস করতেই হবে। আর হলও তাই। খৃস্টপূর্ব 146 সালের পর কার্থেজের কোনও অস্তিত্ব রইল না। এক বিরাট ধ্বংসস্তূপ। নাগরিকদের নির্বিচারে হত্যা আর ক্রীতদাস হিসেবে বিক্রয়। প্রায় ছয় শতাব্দী ধরে ঐশ্বর্য আর ক্ষমতার তুঙ্গ থেকে, এক প্রাচীন সভ্যতা পৃথিবী থেকে মুছে গেল।

ইতিহাসে এর পর যে কার্থেজকে আমরা পাই, সে রোমের তৈরি। খৃস্টপূর্ব ১২২ সালে রোমান senator, Gaius Gracchus, ধ্বংসস্তূপ সরিয়ে ছোট একটা লোক বসতি স্থাপন করেন। বসতির অধিবাসীরা হয় রোমান, নয় ভাড়াটে সৈন্যবাহিনীর প্রাক্তন সেনা। আদি Phoenicianদের আর কোনও চিহ্ন নেই। Julius Caesar এই বসতির উন্নতির জন্য তৎপর হন। আনুমানিক খৃস্টপূর্ব ৪৪ সাল থেকে কার্থেজ আবার এক বাণিজ্য কেন্দ্র হোয়ে ওঠে। খৃষ্টীয় প্রথম শতাব্দীর শেষ নাগাদ বেশ ঐশ্বর্যশালী অবস্থা আর কিছুকালের মধ্যেই রোম সাম্রাজ্যের দ্বিতীয় প্রধান নগরীতে উন্নীত হয়। এই কার্থেজই রোম সাম্রাজ্যের আফ্রিকা প্রদেশের রাজধানী – রোম এবং পশ্চিম সাম্রাজ্যের রুটির যোগানদার। যে কার্থেজের ধ্বংসাবশেষ আজ দেখা যায়, সে এই রোমান কার্থেজের।

রোমের পতনের পর, কার্থেজ, Byzantine সাম্রাজ্যের আওতায় আসে। খৃষ্টীয় ষষ্ঠ শতকে Vandal’রা কার্থেজ অধিকার করে। সপ্তম শতক থেকে মুসলমান রাজত্ব। প্রথমে উমায়িদ আরব খলিফা আব্দুল মালিকের অভিযান। পরে মিশর থেকে ফতিমিদ আরবদের রাজত্ব। যেভাবে রোমানরা Phoenician কার্থেজকে ধ্বংস করে, সেই একই ভাবে আরব আক্রমণে রোমান কার্থেজ নিশ্চিহ্ন হয়। এই আরবদের আমলেই Tunis’এর পত্তন।

শেখর বন্দ্যোপাধ্যায়

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।