প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ইতিহাসের কথা: Julius Caeser প্রসঙ্গে

আমার মতে Julius Caeser এবং Mark Antony’র যা মাহাত্ম্য তা শুধু মাত্র Shakespeareএর জন্য। ইতিহাসের বিচারে দুজনের একজনকেও Shakespeareএর দৃষ্টিতে দেখতে কষ্ট হয়। রোম Republic এর শেষ অধ্যায়ে আরও অনেক নেতার প্রসঙ্গ টানা যায়, যারা Caeser এর চেয়ে কোন অংশে কম নয়। যেমন Gaius Marius, Cornellius Sulla প্রভৃতি।

আমার ধারনা Shakespeare এর Caeser চরিত্রের অনুলিখন ঐতিহাসিক Livvy ‘র অনুসরণে। পাঠক নিশ্চয় অবগত আছেন যে Octavius ( যিনি পরে রোম সম্রাট Augustus) Livy’-কে রোমের ইতিহাস লেখার কাজে নিযুক্ত করেন। Octavius যদিও সম্পর্কে Caeser এর বোনের নাতি, কিন্তু will অনুসারে তিনি Caeser এর ছেলে এবং উত্তরাধিকারী। Livy’ র ইতিহাসে তাই Caeser মহান।

বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য Caeser এর সম্বন্ধে কিছু তথ্য পরিবেশন করা। তার আগে তাই একটু মুখরোচক।

Shakespeare এর নাটকে Caeser এর শেষ উক্তি “et tu Brute” পাঠক মাত্রেই অবগত আছেন। Antony’র বক্তৃতা তে “most unkindest cut of all” ‘র কথাও সবার জানা। এই দুটি কি কিছুর প্রচ্ছন্ন ইঙ্গিত দেয় যা কলেজে মাস্টার মশাইরা বলেন নি। Brutus, Caeser এর অত্যন্ত স্নেহভাজন। তাই Brutus এর ছুরিকাঘাতে Caeser এর কাতরোক্তি। কিন্তু স্নেহভাজন কেন? কোন কোন ঐতিহাসিকের মতে Brutus, Caeser এর অবৈধ সন্তান। Brutus এর মা Servelia, Caeser এর প্রেমিকা ছিলেন এবং Brutus তাদের দৈহিক মিলনের ফল। সেই যুগে Caeser এর Casanova’র মত খ্যাতি বা অখ্যাতি সুবিদিত ছিল। Mark Antonyও কিছু কম ছিলেন না। খ্যাতনামা মহিলাদের মধ্যে Octaviusএর মা Attia, Antony’র প্রেমিকা এবং শয্যাসঙ্গিনী ছিলেন।

Brutus এর পুরো নাম Marcus Junius Brutus।. ওনার পূর্বপুরুষ Lucius Junius Brutus খ্রী পূ ৫০৯ অব্দে রোমে Republic এর পত্তন করেন। এর আগে রোমে রাজতন্ত্র ছিল। যদিও Lucius নিজে রাজবংশের জামাতা, কিন্তু রাজার এবং রাজপুত্রদের স্বৈরাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। শেষ ঘটনা এক রাজপুত্রের এক সম্ভ্রান্ত মহিলাকে ধর্ষণ (Rape of Lucritia)। এরই পরিপ্রেক্ষিতে প্রজা বিদ্রোহ এবং Republic এর পত্তন এবং Senate এর মাধ্যমে রাজ্যপরিচালনার সূচনা। সেদিনের Senatorরা কিন্তু আজকের মত জন নির্বাচিত ছিলেন না। ধনি এবং সম্ভ্রান্ত (Patrician এর সঠিক বাংলা জানা নেই) না হলে Senator হওয়া যেত না। Senate এর প্রধান Consul, Senator দের দ্বারা নির্বাচিত। ক্ষমতা প্রায় আজকের মার্কিন President এর মত। মেয়াদ কিন্তু মাত্র এক বছর। Lucius ই রোমের প্রথম Consul।

Marcus Junius Brutus উচ্চশিক্ষিত এবং মননশীল। সেদিনের প্রথা অনুযায়ী অস্ত্রবিদ্যায় এবং সৈন্য পরিচালনায় পারদর্শী। Senate এর সদস্য এবং গোড়া থেকেই Caeser এর বিরুদ্ধ রক্ষণশীল Optimate দলভুক্ত। বংশ মর্যাদার জন্যই Caeser হত্যার ষড়যন্ত্রকারীরা Brutus কে তাদের অলিখিত নেতা হিসেবে মেনে নেয়। Brutus এর বাড়িতেই Caeser হত্যার পরিকল্পনা। Brutus এর মা Serveli, যদিও এককালে Caeser এর অঙ্কশায়িনী, এই ষড়যন্ত্রকারীদের একজন।

নিজের ধ্বংসের জন্য Caeser পুরোপুরি নিজেই দায়ী। ছোট থেকেই প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। সেনাধ্যক্ষ হিসেবে Gaul এবং Britain-কে রোমের শাসনাধীনে আনবার পর এবং রোমের প্রতিনিধি হিসেবে ৫ বছর Gaul শাসনের পর আবার তার Consul হওয়ার বাসনা যাগে এবং এই নিয়েই Senate এর সঙ্গে মতবিরোধ। প্রতিপক্ষ দল তখন Senateএ সংখ্যাগরিষ্ঠ। তারা Caeserকে ক্ষমতায় আসতে দিতে চায় না। Caeser নানা রাজনৈতিক যুক্তি দেখাতে লাগেন এবং প্রতিপক্ষ কে প্রায় কোন ঠাসা করে ফেলেন। Caeserএর কাছে তখন বিপুল সৈন্য বাহিনী। প্রতিপক্ষ খুবই শঙ্কিত। তারা প্রবীণ সেনানায়ক Pompei কে Caeser এর বিরুদ্ধে সৈন্য মোতায়েনের নির্দেশ দেয়।
Pompei এককালে Caeserএর মিত্র এবং একমাত্র কন্যা Julia’র স্বামী। Julia’র অকালে মৃত্যুর পর এবং Caeser এর Gaul’এ সাফল্যে ঈর্ষা কাতরতায় Pompei Caeser এর প্রতিপক্ষ দলে যোগ দেন। এই হল গৃহ যুদ্ধের সূচনা। প্রায় দু বছর চলে এই যুদ্ধ। Italy, Spain এবং পরিশেষে Greece-এ এর সমাপ্তি। Pharsalus এর যুদ্ধে Pompei’র শোচনীয় পরাজয় ও পলায়ন। Pompei মিত্র দেশ মিশরে আশ্রয়ের জন্য যান ও পত্তনের আগেই আততায়ীর হাতে প্রাণ হারান। Caeser Pompei’র পিছু ধাওয়া করে মিশরে আসেন এবং এখানেই Cleopatra’র সঙ্গে প্রণয়। মিশর রোমের বশ্যতা স্বীকার করে। এরই পরিপ্রেক্ষিতে সকলের পরিচিত Caeser and Cleopatra।

গৃহ যুদ্ধ সমাপ্তির পর Caeser রোমের রাজনৈতিক পটে প্রতিদ্বন্দ্বীহীন এবং খ্রী পূ ৪৮ অব্দে নিজেকে আমরণ Dictator হিসেবে ঘোষণা করেন। এর আগেও রোমে Dictator হয়েছে, কিন্তু সময় সীমা থাকত। যেমন Sulla ৫০ বছর আগে আরেক গৃহ যুদ্ধের পর Dictator হন, কিন্তু ১০ বছরের জন্য। তাই Caeserএর এই আমরণ Dictator ঘোষণা, Republic এর মূল আদর্শের সম্পূর্ণ বিপরীত এবং এরই জন্য Brutus, Cassius, Cicero, Cato প্রভৃতিরা ক্ষুব্ধ। রোমে কি তবে আবার রাজতন্ত্রের প্রত্যাবর্তন আর Caeser কি সম্রাট হতে চান? Lupercalia উৎসবে Marc Antony’র Caeserএর মাথায় মুকুট পরানোর ঘটনা এই ক্ষোভ আরও জ্বালিয়ে তোলে।

Caeserএর বিপুল ক্ষমতার জন্য আদর্শবাদীর দল Senate এর মাধ্যমে তার বিরুদ্ধে কোনও প্রস্তাব আনতে অক্ষম। Caeserএর জীবিতকালে তাকে ক্ষমতার আসন থেকে টলান অসম্ভব। তাই হত্যার ষড়যন্ত্র এবং Ides of Marc-( ১৫ই মার্চ)এ এর পরিসমাপ্তি। (খ্রী পূ ৪৪)।

এর পরের ঘটনা – আবার গৃহ যুদ্ধ। বিরোধী গোষ্ঠীর প্রধানদের যুদ্ধে পরাজয় ও প্রাণদান। Octavius, Lepidus এবং Marc Antony’র মধ্যে সাম্রাজ্যের শাসন বণ্টন। তারপর Octavius এবং Marc Antony’র মধ্যে রাজনৈতিক দাবা খেলা এবং Octavius এর সম্রাটত্ব। প্রায় চার শতাব্দীর পুরনো Republic এর পরিসমাপ্তি।

তাই সব ঐতিহাসিকদের মতে রোমে Republic এর মৃত্যুর কারণ একমাত্র Julius Caeser।

প্রসঙ্গত – Caeser এর পুরো নাম Gaius Julius Caeser. তার পিতারও একই নাম। মা – Aurelia Cotta। পিতৃকুল, মাতৃকুল উভয়েই patrician। পিতৃকুল Julia বংশ – ট্রোজান রাজপুত্র Aenus এর বংশধর। আনুমানিক খ্রী পূ ১০০ অব্দে জন্ম।

শেখর বন্দ্যোপাধ্যায়

Caeser এর জীবদ্দশায় নির্মিত একমাত্র প্রতিকৃতি – Wkipedia হইতে গৃহীত

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।