ব্যাঙ্গালোর থেকে রাজেন্দ্রবাবু
জানিয়েছেন এদের শাস্তি হওয়া উচিত। যারা ‘অনার’ কিলিং করেছি
বলে গর্ব প্রকাশ করে তাদের ফাঁসিতে ঝোলানোর আগে প্রথমে ‘ডিস-অনার’
করা উচিত।
ইণ্ডিয়া থেকে এল সি প্রার্থনা
করেছেন মৃত্যুর পরও যাতে চিরন্তন শান্তি ও সুখে এরা দুজন একসঙ্গে
কাটাতে পারে।
ইণ্ডিয়ার বিনতুঘলকের
ধারণা, যারা এই কমবয়সী দুজনের (গোপাল এবং মঙ্গাম্মা) সপক্ষে
মন্তব্য করছে তারা সবাই ফিল্ম-দেখা কমবয়সীর দল - বাস্তবের
সঙ্গে যাদের কোনও যোগ নেই। বড় হয়ে এরা যখন দেখবে তাদের মেয়ে
একটা বাজে ছেলের সঙ্গে পালিয়েছে, তখনও কি তারা এই ভাববে?
ইউএসএ থেকে কুমার জানিয়েছেন,
আউটসোর্স প্রুফ-রিডিং টু ইউএস।
দিল্লী থেকে পারুল শর্মা
লিখেছেন। ভারতবর্ষ যেখানে আমরা প্রেমের পরাকাষ্ঠা ভগবান কৃষ্ণের
মত দেবতাকে পুজো করি, সেখানে আবার প্রেমিক-প্রেমিকাদের হত্যাও
করি। লজ্জা!!!!!
আস্ট্রেলিয়া থেকে মেরিয়াম
লিখেছেন, কৃষ্ণ ভগবান নয়।
মুম্বাই থেকে সচ্
বলেছেন আমিও তাই বলি। কৃষ্ণ আল্লা ও যিশুর মত – এরা মোটেই
ভগবান নয়।
আহমেদাবাদ থেকে জীতেন্দ্র
জৈন লিখেছেন, এরা ভুলে গেছে কৃষ্ণ সঙ্গে রাধার বিয়ে হয় নি,
যদিও তাদের পুজো করা হয় চিরন্তন প্রেমের জন্যে।
ইউএসএ থেকে কুমার লিখেছেন,
এই অপরাধের সঙ্গে বিজ্ঞানীর সম্পর্ক কি? কিছু পোস্ট করার আগে
TOI-র প্রুফ রিড করা উচিত।
ইণ্ডিয়া থেকে এডি লিখেছেন,
এ ব্যাপারে বিজ্ঞানী আসছে কোত্থেকে সে ব্যাপারে TOI-র কিছু
আলোকপাত করা উচিত। সত্যি মজার!!!
পুনে থেকে ম্যাক্স লিখেছেন,
বানান ঠিক আছে কিনা সেটাও পোস্ট করার আগে দেখা TOI-র উচিত।
‘ডিপার্টমেণ্ট’ ভুল বানান করা হয়েছে।
ডালাস থেকে এবি লিখেছেন,
কলাম ছাপাবার আগে প্রুফ রিড করুন!!! আর এক লাইন দুবার করে
ছাপবেন না – শিক্ষিত দেশে এসব চলে না! আর এই ‘অভিযুক্ত বিজ্ঞানী’
– কোত্থেকে এটা এল?
স্বর্গ থেকে সঞ্জু-ট্র্যাভেলার
লিখেছেন, TOI-কে এটা বলে কোনো লাভ নেই ...।
ইউএসএ থেকে বিভিবি জানিয়েছেন,
হেলো TOI, বিজ্ঞানীর কাহিনীটা কি শেষ করবেন? আমাদের মনে এরকম
অনুসন্ধিৎসা জাগিয়ে আমাদের হতাশ করা আপনাদের উচিত নয়।
পুনে থেকে শীতু – ঠিক,
বিজ্ঞানীর গল্প শেষ করা হোক।
হায়দ্রাবাদ থেকে অ্যাশ
– টাইমস অফ ইণ্ডিয়াতে এটা প্রায়েই হয় – ঠিক মত প্রুফ দেখে
না।
ইউএসএ থেকে বিভিবি –
তারমানে কি বিজ্ঞানী কোনও অবাঞ্ছিত যৌন ইচ্ছে জানায় নি?
ইণ্ডিয়া থেকে ইণ্ডিয়ান
– হা হা।
হায়দাবাদের আজিজ, অভিযুক্তদের
(ধরে নিচ্ছি উনি বলতে চেয়েছেন দোষীদের) শাস্তি দেবার জন্যে
কর্তৃপক্ষকে একটা বিস্তারিত পদ্ধতি দিয়েছেন - প্রথমে তাদের
একটা লোহার খাটে বাঁধতে হবে। তারপর সেই খাটটাকে গরম করতে হবে
নীচে আগুন জ্বালিয়ে - একটা চোখে গরম সূচ ঢুকিয়ে দিতে হবে –
আঙুলের নোখগুলোকে টেনে তুলে ফেলতে হবে – ডান হাত কেটে ফেলতে
হবে – বাঁ পা চিড়ে ফেলতে হবে – কাঁধে পেরেক গাঁথতে হবে (ইত্যাদি
ইত্যাদি আরও অনেক কিছু – সেই ভয়াবহ বর্ণণা লিখতেও হাত কাঁপছে)।
এর পরেও যদি কেউ বেঁচে থাকে, আজিজ বলেছেন ‘খুনি’ শব্দটা তাদের
মুখে পিঠে হাতে ও পায়ে চামড়া পুড়িয়ে লিখে তাদের হায়দ্রাবাদের
রাস্তায় ছেড়ে দিতে হবে।
হায়দ্রাবাদের আজিজ শরিফ
লিখেছেন এটা করাপশনের থেকেও অনেক খারাপ। যুবসমাজকে উনি আহবান
জানিয়েছেন এই --- হত্যাগুলোকে বন্ধ করতে।
চেন্নাই থেকে ইণ্ডিয়ান
গার্ল লিখেছেন, সেটা কঠিন --- ওল্ডার জেনারেশন চলে না যাওয়া
পর্যন্ত এটা থাকবে। (তার আগে) ভগবান স্বয়ং নেমে এসে উপদেশ
দিলেও ওরা বদলাবে না।
চেন্নাই থেকে রমেশ নারায়ণ
লিখেছেন – এটাকে ‘অনার কিলিং’ বলা হচ্ছে কেন, এটা কোল্ড ব্লাডেড
মার্ডার। অভিযুক্তকে (বোধহয় বলতে চেয়েছেন দোষীকে) ওই একই পাথরের
বাড়ি দেওয়া উচিত।
আইটি থেকে আলি লিখেছেন
এর জন্যে ‘হিন্দুইজম’ দায়ী - তোমাদের নিজেদের অভিধান অনুয়ায়ী!!
ব্যাঙ্গালোর থেকে ওয়ান
অয়ার্ল্ড লিখেছেন, এই ধর্ম তোমার এবং আমার ধর্মের (আমি ক্রিশ্চান)
থেকে পুরানো। অন্য ধর্মকে সম্মান করতে শেখো।
আয়ামপেতাই থেকে একজন
লিখেছেন পাকিস্তান আর মধ্যপ্রাচ্যে যেসব অনার কিলিং হচ্ছে
– তার জন্যে কি ইসলামকে দায়ী করতে হবে?
বাঙ্গালোর থেকে ভিকেগুপ্তন
– যখন এই প্রেম শুরু হয় তখন মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল। ছেলেটি
তখন সবে প্রাপ্তবয়স্ক হয়েছে। আমি ওদের খুন করার পক্ষপাতি নই,
কিন্তু এইসব পাপিলাভকে আস্কারা দেওয়া উচিত নয়। সংসারের ভার
মাথায় নেবার ক্ষমতা কি ছেলেটার ছিল?
ইত্যাদি ইত্যাদি।
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)