প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

অনার কিলিং-এর খবরে ‘মর্মাহত’ পাঠকদের মতামত

কয়েকদিন আগে টাইমস অফ ইণ্ডিয়াতে একটা খবর প্রকাশিত হয়েছে যার হেডলাইন হচ্ছে – অনার কিলিং এন্ডস লাভ স্টোরি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় একটি মেয়ের পরিবার মেয়েটি এবং তার প্রেমিককে হত্যা করেছে। পুলিশকে ধোঁকা দেবার জন্যে হত্যার পর দুজনকে রেললাইনের পাশে শুইয়ে রাখা হয়েছিল – যাতে মনে হয় ওরা আত্মহত্যা করেছে। ছেলেটির নাম গোপাল (২১ বছর), মেয়েটি মঙ্গাম্মা (১৮ বছর)। বছর দুই আগে ওদের ভাব হয়। খবরটা যখন জানাজানি হয় তখন মঙ্গাম্মার বাবা লিঙ্গন্না মেয়েকে বাড়িতে আটকে রাখেন এবং মেয়েকে বলেন গোপালের সঙ্গে দেখাসাক্ষাৎ বন্ধ না করলে ফল ভালো হবে না। সুতরাং গোপাল আর মঙ্গাম্মা জানতো যে, ওদের পরিবার কোনমতেই ওদের বিয়েতে সম্মতি দেবে না। তাই ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে ঠিক করেছিল। এ বছরের ২১ শে অগাস্ট ওরা বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠে, কিন্তু খবরটা মঙ্গাম্মার বাড়ির লোকদের কাছে পৌঁছে যায়। ওদের বিয়ে দেওয়া হবে এই মিথ্যে প্রতিশ্রুতিতে মঙ্গাম্মার বাবা কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে দুজনকে সেই আত্মীয়ের বাড়ি থেকে বার করে আনে। তারপর দুজনকে বেঁধে পাথরের বাড়ি মেরে তাদের হত্যা করে। মৃতদেহ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ গোপালের বাবার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।

প্রকাশিত সংবাদ মোটামুটি এই। শুধু এডিটরদের চোখ এড়িয়ে অন্য একটা খবরের দুটো লাইন এই খবরের সঙ্গে জুড়ে গেছে। খবরটা কোন ইউনিভার্সিটির যৌনহয়রাণির খবর। একজন বিজ্ঞানী জিওলজি ডিপার্টমেণ্টের এক ছাত্রীর সঙ্গে অভব্য ব্যবহার করেছে এবং যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে।

প্রসঙ্গত, অনার কিলিং ভারতের অনেক জায়গাতেই ঘটছে। পরিবারের হাতেই ছেলেমেয়েরা (বিশেষ করে মেয়েরা) খুন হচ্ছে। তাদের অপরাধ, তারা পরিবারের সম্মান নষ্ট করেছে - পরিবারের পছন্দমত কাউকে বিয়ে করতে আপত্তি তুলে,, পরিবারের অমতে বিয়ে করে, প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে, বিয়ের আগে যৌনমিলন করে, ধর্ষিতা হয়ে, ইত্যাদি। অনার কিলিং করার জন্যে ধৃত ব্যক্তিদের সাধারণত মৃত্যুদণ্ড দেওয়া হয় না। কিন্তু সেটা বোধহয় এবার বদলাতে চলেছে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি - বিচারপতি কাটজু এবং বিচারপতি মিশ্র এ বছরের এপ্রিল মাসে এ ব্যাপারে একটা রায়ে বলেছেন, যারা এই অনার কিলিং-এ অংশগ্রহণ করার কথা ভাবছে, তাদের জানা উচিত ফাঁসির কাঠ তাদের জন্যে অপেক্ষা করছে। কেউ আইনকে নিজের হাতে নিয়ে হিংসাত্বক কাজ করতে পারে না। আমাদের মতে অনার কিলিং, তা যে কারনেই হোক, বিরলতম অপরাধগুলির মধ্যে পড়ে - যার শাস্তি মৃত্যুদণ্ড।

কাউকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিনা সেটা স্বতন্ত্র প্রশ্ন, আজকের এই লেখার উদ্দেশ্য এরকম একটি দুঃখজনক খবর পড়ে টাইমস অফ ইণ্ডিয়ার পাঠকের বিভিন্ন মন্তব্যের কিছু কিছু তুলে ধরা। মূল বক্তব্য মাথা রেখে মন্তব্যগুলি সংক্ষিপ্ত করা হয়েছে। থিয়েটার দেখতে গিয়ে প্রেসিডেণ্ট লিঙ্কন খুন হবার পর মিসেস লিঙ্কন যখন সবে হল থেকে বেরিয়ে এসেছেন, তখন তাঁকে একজনের প্রশ্ন করেছিল Other than that Mrs. Lincoln, how was the play? অবশ্যই এটা গল্প। কিন্তু মন্তব্যগুলো পড়তে পড়তে এক আধ সময়ে মনে হতে পারে, সেটা হয়তো সত্যিও হতে পারতো!

ব্যাঙ্গালোর থেকে রাজেন্দ্রবাবু জানিয়েছেন এদের শাস্তি হওয়া উচিত। যারা ‘অনার’ কিলিং করেছি বলে গর্ব প্রকাশ করে তাদের ফাঁসিতে ঝোলানোর আগে প্রথমে ‘ডিস-অনার’ করা উচিত।

ইণ্ডিয়া থেকে এল সি প্রার্থনা করেছেন মৃত্যুর পরও যাতে চিরন্তন শান্তি ও সুখে এরা দুজন একসঙ্গে কাটাতে পারে।

ইণ্ডিয়ার বিনতুঘলকের ধারণা, যারা এই কমবয়সী দুজনের (গোপাল এবং মঙ্গাম্মা) সপক্ষে মন্তব্য করছে তারা সবাই ফিল্ম-দেখা কমবয়সীর দল - বাস্তবের সঙ্গে যাদের কোনও যোগ নেই। বড় হয়ে এরা যখন দেখবে তাদের মেয়ে একটা বাজে ছেলের সঙ্গে পালিয়েছে, তখনও কি তারা এই ভাববে?

ইউএসএ থেকে কুমার জানিয়েছেন, আউটসোর্স প্রুফ-রিডিং টু ইউএস।

দিল্লী থেকে পারুল শর্মা লিখেছেন। ভারতবর্ষ যেখানে আমরা প্রেমের পরাকাষ্ঠা ভগবান কৃষ্ণের মত দেবতাকে পুজো করি, সেখানে আবার প্রেমিক-প্রেমিকাদের হত্যাও করি। লজ্জা!!!!!

আস্ট্রেলিয়া থেকে মেরিয়াম লিখেছেন, কৃষ্ণ ভগবান নয়।

মুম্বাই থেকে সচ্‌ বলেছেন আমিও তাই বলি। কৃষ্ণ আল্লা ও যিশুর মত – এরা মোটেই ভগবান নয়।

আহমেদাবাদ থেকে জীতেন্দ্র জৈন লিখেছেন, এরা ভুলে গেছে কৃষ্ণ সঙ্গে রাধার বিয়ে হয় নি, যদিও তাদের পুজো করা হয় চিরন্তন প্রেমের জন্যে।

ইউএসএ থেকে কুমার লিখেছেন, এই অপরাধের সঙ্গে বিজ্ঞানীর সম্পর্ক কি? কিছু পোস্ট করার আগে TOI-র প্রুফ রিড করা উচিত।

ইণ্ডিয়া থেকে এডি লিখেছেন, এ ব্যাপারে বিজ্ঞানী আসছে কোত্থেকে সে ব্যাপারে TOI-র কিছু আলোকপাত করা উচিত। সত্যি মজার!!!

পুনে থেকে ম্যাক্স লিখেছেন, বানান ঠিক আছে কিনা সেটাও পোস্ট করার আগে দেখা TOI-র উচিত। ‘ডিপার্টমেণ্ট’ ভুল বানান করা হয়েছে।

ডালাস থেকে এবি লিখেছেন, কলাম ছাপাবার আগে প্রুফ রিড করুন!!! আর এক লাইন দুবার করে ছাপবেন না – শিক্ষিত দেশে এসব চলে না! আর এই ‘অভিযুক্ত বিজ্ঞানী’ – কোত্থেকে এটা এল?

স্বর্গ থেকে সঞ্জু-ট্র্যাভেলার লিখেছেন, TOI-কে এটা বলে কোনো লাভ নেই ...।

ইউএসএ থেকে বিভিবি জানিয়েছেন, হেলো TOI, বিজ্ঞানীর কাহিনীটা কি শেষ করবেন? আমাদের মনে এরকম অনুসন্ধিৎসা জাগিয়ে আমাদের হতাশ করা আপনাদের উচিত নয়।

পুনে থেকে শীতু – ঠিক, বিজ্ঞানীর গল্প শেষ করা হোক।

হায়দ্রাবাদ থেকে অ্যাশ – টাইমস অফ ইণ্ডিয়াতে এটা প্রায়েই হয় – ঠিক মত প্রুফ দেখে না।

ইউএসএ থেকে বিভিবি – তারমানে কি বিজ্ঞানী কোনও অবাঞ্ছিত যৌন ইচ্ছে জানায় নি?

ইণ্ডিয়া থেকে ইণ্ডিয়ান – হা হা।

হায়দাবাদের আজিজ, অভিযুক্তদের (ধরে নিচ্ছি উনি বলতে চেয়েছেন দোষীদের) শাস্তি দেবার জন্যে কর্তৃপক্ষকে একটা বিস্তারিত পদ্ধতি দিয়েছেন - প্রথমে তাদের একটা লোহার খাটে বাঁধতে হবে। তারপর সেই খাটটাকে গরম করতে হবে নীচে আগুন জ্বালিয়ে - একটা চোখে গরম সূচ ঢুকিয়ে দিতে হবে – আঙুলের নোখগুলোকে টেনে তুলে ফেলতে হবে – ডান হাত কেটে ফেলতে হবে – বাঁ পা চিড়ে ফেলতে হবে – কাঁধে পেরেক গাঁথতে হবে (ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু – সেই ভয়াবহ বর্ণণা লিখতেও হাত কাঁপছে)। এর পরেও যদি কেউ বেঁচে থাকে, আজিজ বলেছেন ‘খুনি’ শব্দটা তাদের মুখে পিঠে হাতে ও পায়ে চামড়া পুড়িয়ে লিখে তাদের হায়দ্রাবাদের রাস্তায় ছেড়ে দিতে হবে।

হায়দ্রাবাদের আজিজ শরিফ লিখেছেন এটা করাপশনের থেকেও অনেক খারাপ। যুবসমাজকে উনি আহবান জানিয়েছেন এই --- হত্যাগুলোকে বন্ধ করতে।

চেন্নাই থেকে ইণ্ডিয়ান গার্ল লিখেছেন, সেটা কঠিন --- ওল্ডার জেনারেশন চলে না যাওয়া পর্যন্ত এটা থাকবে। (তার আগে) ভগবান স্বয়ং নেমে এসে উপদেশ দিলেও ওরা বদলাবে না।

চেন্নাই থেকে রমেশ নারায়ণ লিখেছেন – এটাকে ‘অনার কিলিং’ বলা হচ্ছে কেন, এটা কোল্ড ব্লাডেড মার্ডার। অভিযুক্তকে (বোধহয় বলতে চেয়েছেন দোষীকে) ওই একই পাথরের বাড়ি দেওয়া উচিত।

আইটি থেকে আলি লিখেছেন এর জন্যে ‘হিন্দুইজম’ দায়ী - তোমাদের নিজেদের অভিধান অনুয়ায়ী!!

ব্যাঙ্গালোর থেকে ওয়ান অয়ার্ল্ড লিখেছেন, এই ধর্ম তোমার এবং আমার ধর্মের (আমি ক্রিশ্চান) থেকে পুরানো। অন্য ধর্মকে সম্মান করতে শেখো।

আয়ামপেতাই থেকে একজন লিখেছেন পাকিস্তান আর মধ্যপ্রাচ্যে যেসব অনার কিলিং হচ্ছে – তার জন্যে কি ইসলামকে দায়ী করতে হবে?

বাঙ্গালোর থেকে ভিকেগুপ্তন – যখন এই প্রেম শুরু হয় তখন মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল। ছেলেটি তখন সবে প্রাপ্তবয়স্ক হয়েছে। আমি ওদের খুন করার পক্ষপাতি নই, কিন্তু এইসব পাপিলাভকে আস্কারা দেওয়া উচিত নয়। সংসারের ভার মাথায় নেবার ক্ষমতা কি ছেলেটার ছিল?

ইত্যাদি ইত্যাদি।

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।