প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ফটো থেকে পেন্টিং - নূতন আর্ট মিডিয়া

আকাশে মেঘের মধ্যে আনেকে মানুষের মুখ বা জন্তু জানোয়ারের অবয়ব দেখে থাকেন। শুধু মেঘের মধ্যেই নয়, মানুষের মুখ বা জন্তু জানোয়ারের ছবি নানান জায়গায় যেমন ভাঙ্গা দেয়াল, মার্বেলের মেঝে, ভাঙ্গা রাস্তা, নোনা ধরা পাচিল, গাছ, মাটি বা বালির ঢিপি - সর্বত্র দেখা যায়। কিন্তু সেসব ছবি প্রায়ই অস্পষ্ট থাকে ও কষ্ট করে কল্পনা করতে হয়।

নজর করে দেখে এসবের ফটো তুলে রাখা যেতে পারে। পরে এই ফটো ব্যবহার করে, কম্পুটারে কিছু সহজ টেকনিক (কোন ট্রিক নয়) ও একটু কল্পনা শক্তি প্রয়োগ করে সুন্দর সুন্দর ছবি বা পেন্টিং বানানো যায়। কম্পুটারে রং, আলো, ছায়া, আকার ইত্যাদি পরিবর্তন করে নিজের ইচ্ছে মত পেন্টিং-এর রূপ দেয়া যায়। এই কাজে পেন্টিং-এর কিছুটা দক্ষতা দরকার হয়।

কিছু নমুনা নিচে দেয়া হল। কি থেকে পেন্টিং গুলো তৈরি করা হয়েছে তা ক্যাপসন হিসাবে লেখা অছে। আশা করি অনেকের এগুলি ভালো লাগবে।

কংক্রিটের ভাঙ্গা টুকরো

কাঠের প্যকিং বাক্স                                                               গাছ                

খানাখন্দ

গাছের ছাল                                                                   গাছের ডাল                         

গাছের শুখনো বাকল                                                           রোদে ফাটা মাঠ      

বালির ওপর আগাছা

মার্বেলের মেঝে                                                          মার্বেলের ছোট টুকরো

শুখনো কাঠের লাঠি

আমি জানি না এই টেকনিক বা আর্ট মিডিয়া এর আগে কেউ প্রয়োগ করেছেন কিনা। আমার কাছে এ সম্বন্ধে কোনও তথ্য নেই। তাই একে হয়তো নুতন আর্ট মিডিয়া হিসাবে ভাবা যেতে পারে। এ ব্যাপারে কেউ আলোকপাত করলে খুশি হব।

বিমল বসাক

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।