কলকাতার
পুজো
দুর্গাপুজোর
দিনগুলিতে কলকাতায় না থাকলে পুজোর আনন্দ-উন্মাদনা-আলোকসজ্জা-মণ্ডপ
ও মূর্তিবৈচিত্র্য যে কি হতে পারে, কল্পনা করা যাবে না। অনেকে
দাবি করেন, পৃথিবীর বড় বড় উৎসবের সঙ্গে বাঙালীর এই উৎসব শুধু
পাল্লা দিতে পারে তা নয়, প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করতে
পারে বলে । আমারও তাই মত। দুঃখের কথা মণ্ডপ আর মূর্তির অপূর্ব
সব করুকলা প্রতি বছর নষ্ট হয়ে যায়। এবার নাকি প্রশাসন কিছু কিছু
উদ্যোগ নিচ্ছে সংরক্ষণের ব্যাপারে - বাস্তবিকই খুশি হবার খবর।
একুশ
পল্লীর পুজো
দক্ষিণ
কলকাতার পুরনো বালীগঞ্জে একটি ছোট পুজোর মণ্ডপ
পুজোর চার
পাঁচ দিন ধরে বাংলা টেলিভিশনে শুধু পুজোমণ্ডপ পরিভ্রমণ, পুজোর
আড্ডা, পুজো্র খাওয়া, পুজোর পোষাক ছাড়া আর কিছু দেখার জো নেই।
এবার পুজোর দিনগুলোতে খবরের কাগজ বন্ধ, সরকারী অফিস সপ্তমী থেকে
লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি। শুধু আনন্দ আর আনন্দ। পুরনো কালে
লোকেরা শুধু প্রতিমা দেখে মুগ্ধ হত, এখন থিম পুজোর যুগ। বেশ
কয়েক বছর ধরে কলকাতায় থিম পুজো চলছে।
সল্ট
লেক-এর একটি পুজো
'থিম'
সাবেক কালের দালানবাড়ির পুজো - সল্ট লেক
দুর্গামূর্তি
থেকে মণ্ডপের থিমটাই এখন আলোচ্যের বিষয় । আর আলোচ্যের বিষয় কখন
কোথায় কোন রাজনৈতিক নেতা বা সেলিব্রেটি পুজোর ফিতে কাটতে আসছেন
। নেতা-মন্ত্রীরা নাকি আসেন শ্রেফ জনসংযোগের জন্যে আর সেলিব্রেটিরা
আসেন ফিতে কেটে পয়সা পাওয়া যায় বলে । এগুলো শোনা কথা, সত্যি
নাও হতে পারে! একজন অবশ্য জোর গলায় দাবি করলেন ছোটমাপের একজন
আভিনেতা এ কদিন ফিতে কেটে যা রোজগার করেছেন, এক সিজিন যাত্রা
করেও নাকি সেটা পান নি! কি করে সেটা জানলেন জিজ্ঞেস করাতে আমার
দিকে এমন ভাবে তাকালেন আমি যেন একটা আস্ত ইডিয়ট !
পাড়ায়
পাড়ায় পুজো
সেলিব্রেটি
নই, তাই পকেটে কাঁচি নিয়ে ঘোরা সত্বেও একটা ফিতে কাটার সুযোগ
পাই নি । দুঃখের কথাটা একজন পুজো উদ্যোক্তাকে বলাতে তিনি একটা
মজার গল্প বললেন । এখন অনেক সময় পাড়ায় একাধিক পুজো হয় । ফিতে
কাটতে এসে এক রাজনৈতিক নেতা নাকি ভুল অন্য একটা পুজোয় ফিতে কেটে
ফেলেছিলেন! বড়মাপের নেতা ফিতে কাটতে এলে তাঁকে তো 'না' বলা যায়
না । তিনি চলে যেতেই তাড়াহুড়ো করে আরেকটা ফিতে জোগাড় করতে হয়েছে
। পাড়ার মোড়েই ফিতে-অলার দোকান । সে খুশি । উদ্যোক্তা ভদ্রলোক
বেশ রসিক । বললেন, ফিতে কাটার কথা বাদ দিন, এদেশে সব কিছুই একটা
প্রডাকশন । দেখুন না, বছর বছর ধরে কত প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হচ্ছে - তার ইয়ত্তা নেই । প্রকল্প হোক বা না হোক,
পাথর লাগানো তো হয়ে গেছে । লোকে হয়তো তার কথা ভুলেও গেছে । শুধু
অন্যমনস্ক হয়ে মাঠে হাঁটলেই ভিত্তিপ্রস্তরে হোঁচট খেয়ে পা ভাঙবেন!
2012
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)