প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বাঁধা কপির বড়া

উপকরণ:

ছোট ১ টি বাঁধাকপির ভেতরে সাদা পাতা কুচানো, মিহি করে বাটা ৫০ গ্রাম ছোলার ডাল। ১চা চামচ হলদি বাটা, চিনি দেড় চামচ, লঙ্কাবাটা ১/২ চা চামচ, গরম মশলা বাটা ১ চা চামচ, পরিমান মতো তেল ও নুন দিন।

কি করে রান্না করবেন:

কুচানো বাঁধাকপির পাতা ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। পরে কপির থেকে জল বের হলে তা চেপে জল ঝরিয়ে নিন। মিহি ছোলা বাটা ও বাঁধা কপির কুচি সম পরিমানে নিন। নুন, মিষ্টি, লঙ্কাবাটা ও গরম মশলা বাটা মিশিয়ে গোল গোল করে নিন। কড়ায় তেল দিয়ে গরম হলে বড়া গুলো লাল করে ভেজে নিন। চা এর সঙ্গে খেতে খুব মজা হয়।

রেসিপি: রঞ্জন সেনগুপ্ত

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।