প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

মসলা দেওয়া বেকড চিকেন

উপকরণ:

পেস্তা বাদাম: ২২৫ গ্রাম (ভাল্ভাবে কুচনো)
বড় রসুন: ২ টি (ছিলে টুকরো করা)
মাখন: ৪৫০ গ্রাম (চাইলে কম দিতে পারেন)
লেমন জুস: ২ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়ো: ১/২ চামচ
পার্সলে পাতার কুচি : ৪ টেবিল চামচ
ডিম : ১ টা (ফেটানো)
কাঁচা জিরে এবং তিল : ১ টেবিল চামচ
মুরগির বুকের মাংস: ১২ টুকরো
মুরগির মাংসের স্টক: ১ ১/২ কাপ
নুন: পরিমান মত
ধনে পাতা এবং পেঁয়াজ কলি (সাজানোর জন্য)

কি করে রান্না করবেন:

একটা পাত্রে টুকরো করা বাদাম, রসুন, পার্সলে পাতার কুচি, মাখন, নুন, লেমন জুস এবং গোল মরিচের গুঁড়ো নিয়ে ভালো ভাবে মাখুন| ঢেকে কিছুক্ষণ রেখে দিন| মুরগির মাংসগুলোকে একটা ডিশে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিস্কার করে রাখুন| মাংসের স্টক গরম করুন| ফুটন্ত স্টক মাংসের উপর ঢেলে দিয়ে একটা রোস্টিং ডিশে ফয়েল দিয়ে ভালোভাবে মুড়ে ওভেনে ২০০ ডিগ্রি সেণ্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন| পরিবেশন করার আগে বেককরা মাংসের উপর তৈরি করা মাখানো মশলা ঢেলে দিন| ধনেপাতা এবং টুকরো পেঁয়াজকলি সাজিয়ে পরিবেশন করুন|

রেসিপি : রঞ্জন সেনগুপ্ত

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।