বইয়ের
খবর:
সুদীপ্ত ভৌমিকের নাটক সমগ্র

বাঙালি
আজ কেবল ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যেই
সীমাবদ্ধ নেই, পৃথিবীর কোনায় কোনায়
ছড়িয়ে পড়েছে তারা রুজির খোঁজে, একটু
ভালো জীবনের আশায়, আমেরিকা, ইংল্যাণ্ড
ও ইউরোপের শহরে মফস্বলে আজ বাঙালি তার
ঘর বেঁধেছে। কিন্তু প্রবাসের প্রতিটি
মুহুর্তে সে অনুভব করে তার দেশের টান,
ঘরের টান নতুন সমাজ সংস্কারের সঙ্গে
মানিয়ে নিতে গিয়ে প্রতি মুহুর্তে তৈরী
হয় সংঘাত - দেশ আর বিদেশের টানা-পোড়েনে
ছিন্ন ভিন্ন হয় তার মন। প্রবাসী নাটককার
সুদীপ্ত ভৌমিক এই দ্বন্দ্বকে কেন্দ্র
করে নির্মান করেন তার নাটক।
বাংলা নাটক এই প্রথম উপমহাদেশের গণ্ডি
পেরিয়ে প্রকৃত অর্থে আন্তর্জাতিক হতে
পেরেছে, বিশ্বায়নের ছোঁয়ায় পুনরুজ্জীবিত
হয়েছে। এই নাটক সমগ্রে সংকলিত হয়েছে
সাতটি নাটক, যে নাটকগুলির পটভূমিকা
কখনো দেশ কখনো বিদেশ, কিন্তু চরিত্র
সবাই বাঙালি। নাটকগুলি দেশের এবং বিদেশের
নানান মঞ্চে অভিনীত হয়েছে এবং দর্শক
ও সমালোচকের ভূয়সী প্রশংসা লাভ করেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের নাট্যরসিক
বাঙালির কাছে নাটক গুলি পৌঁছে দেবার
তাগিদেই এই সংকলন।
বইটিতে
ভূমিকা লিখেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব
শ্রী অশোক মুখোপাধ্যায় এবং সম্পাদনা
করেছেন শ্রী সত্য ভাদুড়ি। বইটি প্রকাশ
করেছেন অন্যতম প্রকাশনা সংস্থা সপ্তর্ষি
প্রকাশন (৯৮৩০৩৭১৪৬৭)। উত্তর আমেরিকায়
বইটি পাওয়া যাবে alibris.com এবং amazon.com
থেকে।