প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর: পোনুসংহিতা ও অন্যান্য অকথা

আজকাল ভালো বই কদাচিত্‍‌‍‍‌ বাংলায় প্রকাশিত হয় – বিশেষ করে বুদ্ধিদীপ্ত প্রবন্ধ বা রম্যরচনার বই। ক্ষুব্ধ বিদগ্ধ পাঠকদের প্রতি অনুরোধ - সুমিত রায়ের ‘পোনুসংহিতা ও অন্যান্য অকথা’ বইটি অবিলম্বে সংগ্রহ করে এই ক্ষোভ কিছুটা অন্তত প্রশমিত করুন। সুমিত সাহিত্যজগতের আঙিনায় পা না রেখে এতদিন কেন বেল ল্যাবোরেটরিজে সায়েব তাড়িয়ে সময় নষ্ট করলেন – বইটা পড়ার পর সেই প্রশ্নটাই মাথায় ঘোরে। বইটির ভূমিকায় অবশ্য সুমিত তার একটা ব্যাখ্যা দিয়েছেন। লিখেছেন, “ছেলেবেলা থেকেই ব্যাকরণ বই ঘেঁটে ভাষা ব্যাপারটাকে কব্জা করা যাচ্ছিলো, কিন্তু কোথাও আর ভাবের দেখা মেলে না। ইঞ্জিনিয়ারিং পড়াটা তাতে ইন্ধন জোগালো আরো, সেখানে ইঞ্জিন নিয়ে কারবার, মানুষ নিয়ে নয়, সে কারবারে ভাবের ঘরে শুন্যি।” কথাগুলো কি সত্যি? বইটা পড়তে পড়তে আমার তো মনে হচ্ছিল, ভাষাটাকে শুধু কব্জা করা নয়, সেটাকে ইচ্ছে মত খেলানোর ক্ষমতাও ওঁর আছে। আর ভাবের ঘরে ওঁর কোনও শূন্যতা নেই।

অবসর-এর পুরনো পাঠকরা অনেকে হয়তো পোনুকে চিনবেন। ওঁর বেশ কিছু চিঠি অবসর-এ এক সময়ে বেরিয়েছিল। বলা বাহুল্য, এই পোনু বিভূতিভূষণ মুখোপাধ্যায় (বভম) মশায়ের মানসপুত্র সেই অকালপক্ক বালক পোনু নয়। ইনি হলেন যুক্তি-তক্ক আর ফাজলামিতে ওস্তাদ একশো পার্সেন্ট সাবালক পোনু। নিজের খেয়ালেই উনি হঠাৎ হঠাৎ কলম ধরেন। রঙ্গব্যঙ্গে ভরা সেই সব রচনায় দু-তিন ছটাক হালকা ফাজলামির সঙ্গে ভরা থাকে কয়েক কিলো চিন্তার খোরাক। মনুসংহিতার সটিক ব্যাখ্যা যেমন আমাদের রোমাঞ্চিত করে, তেমনি ইউরোপের শিল্প-সংস্কৃতির কিছু খুঁটিনাটি জানতে পারি রঙিন ছবি দেওয়া ভ্রমণকাহিনী থেকে-- প্রাপ্তবয়স্কবোধ্য রসিকতার ইতিউতি ছিটোনো মশলায় মনোলোভা।

পোনুর লেখা ছাড়াও এই বইয়ে স্থান পেয়েছে পোনুর পালক মানসপিতার বয়ানে 'ভূতের গল্প' বা 'রবীন্দ্রনাথের হাতে বাঙালীর সর্বনাশ' ধরণের বিষয় থেকে 'অবসরগ্রহণ' বা 'বিশ্বভারতী' অবধি নানা বিষয়ের ওপর কখনো রঙ্গ কখনো ব্যঙ্গ আর কখনো গেরেম্ভারী অকথার রামধনু সংকলন। ভালো লাগার কিছু না কিছু সবাই পাবেন। কেবল একটাই সতর্ক বাণী - 'রামগরুড়ের ছানা'দের জন্যে এ বই নয়। প্রচুর রঙিন ছবি দিয়ে আগাগোড়া ম্যাট আর্টপেপারে ছাপা ১৯৯ পাতার এই বইটি প্রকাশ করেছে কলকাতার দাশগুপ্ত-অ্যালায়েন্স। পাওয়া যাবে কলেজ স্ট্রীটের দাশগুপ্ত এন্ড কোম্পানীতে। শক্ত বাঁধাই সংস্করণ, মূল্য ৫০০ টাকা। কিছুদিনের মধ্যেই বইটি আমেরিকায় পাওয়া যাবে – অনলাইনে গ্লোবাল বুকস -এ অর্ডার করে।

সুজন দাশগুপ্ত

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।

বইয়ের খবর