ডিভার্টিকুলাইটিস
(Diverticulitis)
যখন
আমাদের কোলনের (বৃহদন্ত্রের নিম্নাংশ) দেয়ালে থলির (pouches)
সৃষ্টি হয় এবং এই থলিগুলিতে সংক্রমণ হয়, তলখন ডিভার্টিকুলাইটিস
হয়েছে বলা হয়। এটা খুবই বেদনাদায়ক অবস্থা।
এখনো ঠিক জানা যায় নি,
কেন কোলনে এই থলিগুলি সৃষ্টি হয়। তবে অনেকে মনে করেন খাদ্যে
ফাইবার বা আঁশ কম থাকা এর একটা কারণ। খাদ্যে আঁশ (fibre) কম
থাকলে শরীরের মলকে মলদ্বারের দিকে পৌঁছে দিতে কোলনকে বেশী পরিশ্রম
করতে হয়।
এই পরিশ্রমের চাপে থলিগুলি সৃষ্টি হয়। এই থলিগুলিতে দেহের মল
আটকা পড়ে থাকায় সেখানে ব্যাক্টেরিয়া বৃদ্ধি পেতে থাকে। এরজন্যেই
প্রদাহের বা সংক্রমণের সৃষ্টি হয়।
এর উপসর্গ কি?
পেটে ব্যথা, সাধারণত পেটের
নীচে বাঁ দিকে। এটা বাড়তে পারে নড়াচড়া করার সময়। এটাই প্রধান
উপসর্গ। এ ছাড়া -
- জ্বর
- পেটে ফোলা ভাব
- পেট খারাপ হওয়া বা কোষ্ঠকাঠিন্য
- বিবমিষা বা বমি হওয়া
- খিদে চলে যাওয়া, ইত্যাদি হতে পারে।
এই উপসর্গ কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
কি ভাবে ডাক্তাররা রোগ নির্ণ্ণয় করেন?
রোগীকে পরীক্ষা করে, রোগীর
রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান ইত্যাদি করে।
চিকিৎসা কি?
নির্ভর করছে উপসর্গের প্রাবল্য
এবং সংক্রমণের উপরে। তবে অনেক সময়েই শুধু জলীয় জিনিস রোগীকে
খেতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত উপসর্গ কিছুটা প্রশমিত না হয়। সংক্রমণের
চিকিৎসার জন্যে ডাক্তার অ্যাণ্টিবায়োটিক দিতে পারেন। ব্যথা কামানোর
জন্যে হিটিং প্যাড, ব্যাথা কামানোর জন্যে
অ্যাসিটামিনোফেন জাতীয় ওষুধ ইত্যাদি দিতে পারেন।
অনেক সময়ে সার্জারিরও প্রয়োজন হতে পারে।
এটি যাতে না হয়, তার জন্যে কি করা উচিত?
প্রচুর পরিমাণে জল খাওয়া,
নিয়মিত এক্সারসাইজ করা, হাই-ফাইবার বা আঁশযুক্ত খাবার (যেমন,
তাজা ফল, সব্জি, ইত্যাদি) বেশী করে খাওয়া ।
ছবির সূত্রঃ
উইকিপেডিয়া
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
[স্বাস্থ্য বিষয়ক যে-সব আলোচনা
অবসর-এ রয়েছে তার উদ্দেশ্য সাধারণ ভাবে স্বাস্থ্য ও বিভিন্ন
রোগ সম্পর্কে পাঠকদের অবহিত করা। এই আলোচনা কোনও ভাবেই ডাক্তারের
পরামর্শের বিকল্প নয়। কারোর স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা
থাকলে, তাঁর উচিত সরাসরি কোনও ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।]