প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

আঞ্জনি (stye বা hordelum)

আঞ্জনি (stye বা hordelum) হল একটা লালচে ফোড়া যেটা চোখের পাতার (eyelid) নীচের দিকে ওঠে। এটা বীজানু সংক্রমণের জন্যে ঘটে। যদি ফোড়াটি পাপড়ির (eyelash) গোড়ায় কোনও সংক্রমণের জন্যে হয়, তাহলে এটিকে বাইরের আঞ্জনি বলা হয়। অনেক সময়ে পাতার নীচে যে পিচ্ছিল-কারক গ্রন্থিগুলি (lubricating glands) থাকে সেগুলির সংক্রমণেও আঞ্জনি হতে পারে, তখন এটিকে বলা হয় ভেতরের আঞ্জনি। এছাড়া ব্যাপক সংক্রমণে (blepharitis)পুরো চোখের পাতাই ফুলে যেতে পারে।
প্রসংগত পিচ্ছিলকারক গ্রন্থিগুলির মুখ বন্ধ হয়ে গেলে চোখের পাতা ফুলে যেতে পারে। এগুলি কোনও বীজানু সংক্রমণের জন্যে ঘটে না। চিকিৎসাশাস্ত্রে এটিকে Chalazion বলা হয়।

রোগলক্ষণ

ফুলে যাওয়া ছাড়া আঞ্জনির অন্যান্য উপসর্গ হল আক্রান্ত চোখে অশ্রুপূর্ণতা, চুলকানি, জ্বালা-পোড়া কিংবা চোখের ভেতর কিছু আছে বলে মনে হওয়া। আলোর দিকে তাকাতে অসুবিধা।


চিকিৎসা

একটা পরিষ্কার,নরম কাপড় উষ্ণ জলে ভিজিয়ে নিঙড়ে নিয়ে, সে কাপড় দিয়ে আপনার চোখ আস্তে চেপে ধরুন। এভাবে দশ পনেরো মিনিট রাখুন। দৈনিক দুই থেকে চারবার এটা করুন, যতদিন না আপনার ফোড়ার মুখ খুলে ভেতরের তরল বা পূজগুলো বেরিয়ে আসছে। পূজ বেরোলে ভালো করে চোখটা পরিষ্কার করুন। প্রতিবার উষ্ণ কম্পপ্রেস করার সময়ে নতুন কাপড় ব্যবহার করুন, যাতে রোগটা ছড়াতে না পারে। ব্যবহারের পরে কাপড়টি ভালোকরে সাবান জলে ধুয়ে রাখবেন, যাতে পরে আবার ব্যহার করতে পারেন।
যদি এতে কোনও কাজ না হয়। তাহলে ডাক্তারের কাছে যান। তিনি হয়তো আপনাকে কোনও এন্টিবায়োটিক চোখের ড্রপ বা মলম ব্যবহার করতে বলবেন। অথবা স্টেরয়েড (cortisone) ইঞ্জেকশন দেবেন ফোলা কমানোর জন্যে। প্রয়োজনে সার্জারি করে আঞ্জনিটি গালিয়ে দিতে পারেন।
যদি আঞ্জনি বার বার ফিরে আসে, তাহলে হয়তো বায়প্সির প্রয়োজন হতে পারে ক্যানসার হয়েছে কিনা দেখার জন্যে।


কীভাবে প্রতিরোধ করবেন

  • আঞ্জনি সবারই হতে পারে। কিছু কিছু লোকের ত্বকের সমস্যার (acne rosacea অথবা seborrheic dermatitis) জন্যে এটির বারবার হবার সম্ভাবনা থাকে।
  • যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের এটি হবার সম্ভাবনা বেশী থাকে।
  • সাধারণভাবে নোংরা হাত চোখে দেবেন না। চোখে হাত দিতে হলে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে তারপরে দেবেন।
  • আঞ্জনি যদি প্রায়ই হতে দেখা যায়, সেক্ষেত্রে আপনার চোখের পাতা, পাপড়ি সহ যত্ন করে প্রতিদিন ধূয়ে ফেলার অভ্যাস গড়ে তুলুন।


[স্বাস্থ্য বিষয়ক যে-সব আলোচনা অবসর-এ রয়েছে তার উদ্দেশ্য সাধারণ ভাবে স্বাস্থ্য ও বিভিন্ন রোগ সম্পর্কে পাঠকদের অবহিত করা। এই আলোচনা কোনও ভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। কারোর স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, তাঁর উচিত সরাসরি কোনও ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।]

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।