অভিযোগ
থানা নতিবদ্ধকরণ:
যদি কোনও নারী মনে
করেন যে কেউ পারিবারিক সম্পর্কের সূত্রে হয়রান করছেন বা
হুমকি দিচ্ছেন বা কোনও অবৈধ দাবি করছেন বা কোনও আর্থিক বা
শারীরিক ক্ষতি করতে পারেন, তাহলে আপনার আশঙ্কার কথা এবং
কি ঘটনার ভিত্তিতে আপনি এই ধরণের অনিষ্ট আশঙ্কা করছেন তা
থানায় নথিভুক্ত করতে পারেন। ঐ ডায়রিতে যদি কোনও তাত্ক্ষণিক
প্রতিকার চান তাও উল্লেখ করতে পারেন।
পুলিশ যদি এই অভিযোগ
না গ্রহণ করতে চায়, তাহলে কোনও সিনিয়র অফিসার যেমন সুপারিন্টেণ্ডেণ্ট
অফ পুলিশ বা ডেপুটি পুলিশ কমিশানারকে জানাতে হবে।
ডায়রি লেখা হলে তার
এণ্ট্রি নম্বর পাওয়ার অধিকার অভিযোগকারীর আছে।
যদি লিখিতভাবে অভিযোগ
করা হয়, তাহলে ঐ অভিযোগের প্রতিলিপি থানার শিলমোহর, তারিখ
এবং ডায়রি এণ্ট্রি নম্বর সমেত ফেরত্ পাওয়া যায়।
যদি লিখিত বক্তব্যের ভিত্তিতে এফ আই আর দায়ের করা হয়, তাহলে
আপনার অধিকার রয়েছে বিনা পয়সায় তার কপি পাওয়ার।
সূত্র:
'সুতানুটির সখ্য' প্রকাশিত ও আইনজীবি মধুপূর্ণা ঘোষ সম্পাদিত
'পারিবারিক হিংসা প্রতিরোধ আইন, ২০০৫' পুস্তিকা।
[নারী
ও শিশুদের স্বাভাবিক বিকাশের পথে প্রতিবন্ধকতা লিঙ্গ বৈষম্য
নির্মূল করতে উত্সর্গীকুত সংস্থা হল 'সুতানুটির সখ্য'। এই
সংস্থার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে: মহিলা ও বরিষ্ঠ
নাগরিকদের বিনা খরচে আইনী পরামর্শ প্রদান, স্বাস্থ্য সুরক্ষা
বিষয়ে পরিকল্পনা ঘ্রহণ করা, মানবী শাস্ত্র বিষয়ে গবেষণা
পরিচালনা করা, সামাজিক সচেতনতা ও জনমত গঠনের উদ্দেশ্যে বিভিন্ন
কার্যক্রম। এই সংস্থার সঙ্গে যোগাযোগের ঠিকানা:
ই-মেইল: sutanutisakhya@yahoo.com চলভাষ: ৯৮৩০৭৫৩৬৭৮]