প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

চিকিত্‍‌সাগত কারণে গর্ভপাত আইন, ১৯৭১ (The Medical Termination of Pregnancy Act, 1971)

এই আইনে কখন কোন পরিস্থিতিতে গর্ভবতী নারীর গর্ভপাত বা গর্ভমোচন আইনসিদ্ধ ভাবে করা যায় সেটি বলা হয়েছে। প্রসঙ্গতঃ ভারতীয় দণ্ডবিধি, 1860, অনুসারে গর্ভপাত বা miscarriage দণ্ডনীয় অপরাধ (ভারতীয় দণ্ডবিধি, 1860-এর এই ধারাগুলি দেখুন 312, 313, 314, 315 ও 316)। এই আইন প্রণয়নের ফলে রেজিস্টার্ড চিকিত্সককে দিয়ে ক্ষেত্র বিশেষে গর্ভপাত করা সম্ভবপর হয়েছে।

নীচে এর প্রধান প্রধান অংশগুলি দেওয়া হল:

পরিচ্ছেদ 3: কখন একজন রেজিস্টার্ড চিকিত্সক * গর্ভমোচন করতে পারবেন -

(1) এই আইন মেনে যদি কোনও রেজিস্টারড চিকিত্সক গর্ভমোচন করেন, তাহলে তিনি ভারতীয় দণ্ডবিধি, 1860 বা অন্য কোনও আইনের ধারায় অভিযুক্ত হবেন না।
(2) এর পরিচ্ছেদ 4-এ যেসব বিধান দেওয়া আছে সেগুলি মেনে একজন রেজিস্টার্ড চিকিত্সক গর্ভমোচন করতে পারবেন:

(ক) গর্ভধারণ বারো সপ্তাহের আগে না হয়ে থাকলে, যদি সেই চিকিত্সক, অথবা,
(খ) গর্ভধারণ বারো সপ্তাহের আগে, কিন্তু চব্বিশ সপ্তাহের আগে না হয়ে থাকলে , অন্ততঃ দুজন রিজিস্টার্ড চিকিত্সক বিশ্বস্ততার সঙ্গে (in good faith) এই মত দেন যে,

(অ) এই গর্ভধারণ আরও বেশি দিন চললে গর্ভবতী নারীর গুরুতর দৈহিক ও মানসিক স্বাস্থ্যহানি ঘটতে পারে, অথবা
(আ) যদি শিশুটি জন্মায়, তাহলে তার শারীরিক ও মানসিক অস্বাভাবিকতার জন্য গুরুতর ভাব প্রতিবন্ধী হবার যথেষ্ট সম্ভাবনা বর্তমান।

ব্যাখ্যা 1: যদি নারী অভিযোগ করে যে গর্ভসঞ্চার ধর্ষণের ফলে হয়েছে, সেক্ষেত্রে গর্ভধারণের যন্ত্রণায় গর্ভবতী নারীর মানসিক স্বাস্থ্যের গুরুতর হানি হবে বলে মনে করা হবে।

ব্যাখ্যা 2: যদি সন্তান-সংখ্যা না বাড়ানোর উদ্দেশ্যে জন্ম-নিয়ন্ত্রণের যে পদ্ধতি ও কৃত্‍‌কৌশল ব্যবহার করা হয়েছিল তা কাজ না করায় গর্ভসঞ্চার হয়ে থাকে, তাহলে অবাঞ্ছিত গর্ভসঞ্চারের জন্য যে যন্ত্রণা সেটিও মানসিক স্বাস্থ্যের গুরুতর হানি করবে বলে মনে করা হবে।

পরিচ্ছেদ 3: কোনও নারীর গর্ভাবস্থা চলতে দিলে তার স্বাস্থ্যহানির যে কথা অনুচ্ছেদ ২-এ বলা হয়েছে, তাতে গর্ভবতী নারীর বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যত্ পরিবেশের কথাও বিচার করতে হবে।

(অ) কোনও নারী আঠারো বছর বয়সে না পৌঁছলে অথবা অসুস্থমতির ক্ষেত্রে আঠোরো বছর হলেও, তার অভিভাবকের লিখিত সম্মতি ছাড়া গর্ভমোচন করা চলবে না।
(আ) উপরের (অ) শর্ত ছাড়া গর্ভবতী নারীর সম্মতি ছাড়া গর্ভমোচন করা চলবে না।

পরিচ্ছেদ 4: কোথায় গর্ভমোচন করা যাবে:

এই আইন অনুসারে গর্ভমোচন করা যাবে শুধু -

(অ) সরকার-প্রতিষ্ঠিত বা সরকার-পরিচালিত হাসপাতালে
(আ) এই কাজ করার জন্য সরকার কর্তৃক অনুমোদিত স্থানে।

পরিচ্ছেদ 5: কোন কোন ক্ষেত্রে পরিচ্ছেদ 3 ও 4 ব্যবহৃত হবে না -

(1) পরিচ্ছেদ 4-এর শর্তগুলি এবং পরিচ্ছেদ 3-এর অনুচ্ছেদ 2-এ যে শর্তগুলি গর্ভধারণের সময় এবং অন্ততঃ দুজন রেজিস্টার্ড চিকিত্সকের মত সংক্রান্ত - সেগুলি ব্যবহৃত হবে না, যদি কোনও রেজিস্টার্ড চিকিত্সক তাঁর আন্তরিক বিশ্বাস অনুযায়ী মনে করেন যে, গর্ভবতী নারীর জীবনরক্ষার জন্য গর্ভমোচনের জরুরী প্রয়োজন।
(2) রেজিস্টার্ড চিকিত্সক ছাড়া আর কেউ গর্ভমোচন করলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

ব্যাখ্যা: এই পরিচ্ছেদে রেজিস্টার্ড চিকিত্সকের ক্ষেত্রে ধাত্রীবিদ্যা ও নারীসংক্রান্ত রোগে প্রশিক্ষণের শর্ত ব্যবহৃত হবে না।

* রেজিস্টার্ড চিকিত্সক বলতে বোঝাচ্ছে সেই চিকিত্সক যার ইণ্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল এক্ট, 1956 -র 2 পরিচ্ছেদের (h) অনুবিধি অনুসারে চিকিত্সার বিষয়ে স্বীকৃত যোগ্যতা আছে, এবং যার নাম রাজ্যের মেডিক্যাল রেজিস্টারে রয়েছে এবং যার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ নারী সংক্রান্ত রোগ ও ধাত্রীবিদ্যায় (obsterics and gynaecology)।


[আইন বিষয়ক যে-সব আলোচনা অবসর-এ রয়েছে তার উদ্দেশ্য সাধারণ ভাবে আইনের ব্যাপারে পাঠকদের অবহিত করা। এই আলোচনা কোনও ভাবেই উকিলের পরামর্শের বিকল্প নয়। কারোর আইন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, তাঁর উচিত সরাসরি কোনও আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা।]

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।