প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বিশ্বে বায়ু-শক্তি সংযোজন ২০১৩ সালে মন্থর হওয়ার পর মনে হচ্ছে আবার প্রতিঘাত করবে ২০১৪ সালে

GWEC-র তথ্য অনুযায়ী ২০১৩ সালে বিশ্বে বায়ু-শক্তির নূতন সংযোজন হয়েছিল ৩৫,০০০ মেঃ. ওয়াট - ৮৫-টি দেশের মোট ক্যাপাসিটি হয়েছিল ৩১৮,০০০ মেঃ.- ও. । এই নূতন সংযোজন কিন্তু ২০১২-সালের ৪৫,০০০ মেঃ.- ও. যোগের থেকে অনেক কম [চিত্র ১ ] । এর মূল কারণ হতে পারে ইউ.এস.এ.-র ২০১৩-র সংযোজন অনেক কম [রেকর্ড ১৩,০০০ মেঃ.- ও. থেকে ৯০ শতাংশ পতন] ।

চিত্র ১

নূতন যোগ কম হলেও ২০১৩-সালে অনেক উজ্জল চিহ্ণ আছে ইউ.এস. বায়ু-বিদ্যুতের মানচিত্রে । নয়টি প্রদেশের মোট বিদ্যুত্‍‌-উত্‍‌পাদনের ১২-শতাংশ হল বায়ু-বিদ্যুত্‍‌ [ আওয়া- ২৭ শতাংশ, দক্ষিণ ডাকোটা- ২৬ শতাংশ ] । ডিসেম্বর ১৩ তারিখে আওয়ায় নূতন লগ্নী সাক্ষরিত হয়েছে ১.৯ বিলিয়ন ডলারের, যা' ২০১৫-তে
শেষ হলে আওয়ার বিদ্যুতে বায়ু-বিদ্যুতের অংশ হবে অন্ততঃ ৩৩ শতাংশ ।

ইউ.এস.-এর বায়ু-বিদ্যুতের লিডার হল টেকসাস [ ১২,৪০০ মেঃ. ওয়াট ] । ২০১৩-তে বায়ু-বিদ্যুত্‍‌ উত্‍‌পাদন হয়েছিল প্রায় ১০ শতাংশ- দিয়েছে ২৪ মিলিয়ন খরিদ্দারকে । ২০১৪ সালের প্রথমদিকে শেষ হওয়ার কথা পশ্চিম-টেকসাস ও Panhandle-এর সঙ্গে পূর্বের জনসমাজের । প্রদেশটি অপেক্ষা করছে নূতন সংযুক্তি- ৭,০০০ মেঃ.ওয়াট ২০১৪ খ্রী-তে ।
চীনদেশ ২০১০ সালে ইউ.এস.-কে ছাড়িয়ে গেছে বায়ু-বিদ্যুত্‍‌ উত্‍‌পাদনে । ২০১৩-তে ইউ.এস. বায়ু-বিদ্যুত্‍‌ সংযোজন নিম্নাভিমুখী হলেও চীন যুক্ত করেছে ১৬,০০০ মেঃ.ওয়াট [ মোট বায়ু-বিদ্যুত্‍‌ হল ৯১,০০০ মেঃ.ওয়াট ] । ফলে, চিনে বাযু-বিদ্যুতের অংশ পারমাণবিকের থেকে ২২-শতাংশ বেশি হল । চিত্র ২-এ ১৯৮০ থেকে ২০১৩ পর্যন্ত বিশ্বের মূল দেশগুলির বায়ু-শক্তি উত্‍‌পাদন দেখানো হল ।


চিত্র ২

চিনে উচ্চ ভোল্ট ক্ষমতার ট্র্যান্সমিশন লাইন নির্মাণের উপর জোর দেওয়া হয়েছে । ২০১৪ সালের প্রথমে হেনান প্রদেশের রাজধানি Zhengzhou-র ৪-মিলিয়ন নাগরিক উপভোগ করছে বাযু-বিদ্যুত্‍‌, যা' উত্‍‌পাদিত হচ্ছে সুদূর Xinjiang প্রদেশে । এই ধরণের 'ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট' চীনের এখন প্রয়োজন ২০২০ সালের মধ্যে ২,০০,০০০ মেঃ.-ও. গ্রিড-বাহিত বায়ু-বিদ্যুত্‍‌ের টারগেট রক্ষায় ।
ভারত, বাযু-বিদ্যুত্‍‌ স্থাপনায় বিশ্বে পঞ্চম স্থানের অধিকারী, ২০১৩ সালে যুক্ত করেছে ১,৭০০ মেঃ.-ও । আগামী ৮ বছরের মধ্যে ১০০,০০০ মেঃ.ওয়াট বাযু-বিদ্যুত্‍‌ স্থাপনার টারগেট নিয়ে ভারতে প্রতিষ্ঠিত হতে চলেছে National Wind Energy Mission আগামী কয়েক মাসের মধ্যে ।
এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাকিস্তানে [ ২০১৩ সালে স্থাপিত বায়ু-বিদ্যুত্‍‌ ১০০ মেগা-ওয়াট ] ২০১৪-তে আরও দুটো ৫০ মেঃ.-ও. এবং ফিলিপিনে ২০১৪-সালে ৭-টি বাযু-বিদ্যুত্‍‌ প্রোজেক্ট স্থাপনার কাজ চলছে ।
ল্যাটিন আমেরিকায় ব্রাজিল [ যার প্রয়োজনের ৮০ শতাংশ আসে জলবিদ্যুত্‍‌
থেকে ] বাযু-বিদ্যুতে ২০১৪-র প্রোজেক্ট ধরলে মোট যুক্ত করবে ৩,৫০০ মেঃ.- ও । ব্লুমবার্গের ডাটা অনুসারে ব্রাজিল যুক্ত করবে ১০,০০০ মেঃ.- ও. বায়ু-শক্তি ২০১৪-২০১৮-র মধ্যে ।
দক্ষিণ আফ্রিকায় পইপলাইনে আছে ২,১০০ মেঃ.-ও. বায়ু-বিদ্যুত্‍‌ যার মধ্যে ২০১৪ সালে ৭৫০ মেঃ.-ও. করার সম্ভাবনা ।

সিকতাশ্রিত বাযু-বিদ্যুত্‍‌

চিত্র ৩-এ দেখানো হয়েছে বিভিন্ন রাষ্ট্রের নির্মাণ সিকতাশ্রিত বাযু-বিদ্যুতে । এটি বিশ্বের মোট বায়ু-বিদ্যুতের মাত্র ২ শতাংশের মতন ।

চিত্র ৩

লক্ষনীয় এতে ভারতের কোনও অংশ নেই, হয়তো বসানোর খরচা অনেক বেশি ডাঙ্গার উপরের প্রতিষ্ঠার তুলনায় ।
তাকিয় আছি ভারতের বিশাল সৈকত- ⤛নীল সিন্ধুজল ধৌত চরণতল⤜ ব্যবহারের অপেক্ষায় ।

শঙ্কর সেন

সূত্র : J. Matthew Roney - www.earth
-policy.org/indicators/C49/wind_power_2014

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।



 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।