বাংলার
ফুল
এই
বিভাগ এখনও
UNICODE ফণ্ট-এ অসম্পূর্ণ। বাংলা হরফ ফণ্টে দেখতে এইখানে ক্লিক
করুন।
এই বিভাগে বাংলার (পশ্চিমবঙ্গ
ও বাংলাদেশ) ফুলের কিছু ছবি ও সেই সঙ্গে তার একটি ক্ষুদ্র পরিচিতি
দেওয়া হয়েছে। মানুষেরা রাজনৈতিক গণ্ডির মধ্যে বাঁধা, কিন্তু
ফুল এ ব্যাপারে মুক্ত। তাই এই ফুলগুলির পরিচয় বাংলা দেশ বা পশ্চিমবঙ্গের
ফুল বলে নয় - বাংলার ফুল বলে। বাংলার ফুলের ওপর একটি সুন্দর
সচিত্র বই কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ঢাকা থেকে। লেখক নিউ ইয়র্ক
প্রবাসী বাঙালী মাহফুজুর রহমান। এই বিভাগে অনেক ছবিই জনাব মাহফুজুর
রহমানের সৌজন্যে পাওয়া। এছাড়া ওঁর লেখা থেকে কিছু কিছু অংশ ব্যবহার
করতে দিয়ে উনি আমাদের বাধিত করেছেন।অন্য যে-সব বইয়ের সাহায্য
আমরা নিয়েছি, সেগুলি নিচে সহায়িকাতে উল্লেখ করা হয়েছে।
ভূমিকা o অশোক o
অপরাজিতা o করবী o কলকে o কলমি o কদম (নীপ) o কাঞ্চন o কাঠ চাঁপা
(কাঠ গোলাপ) o কাঠ মালতী o কানুর o কাঁঠালি চাঁপা o কামিনী o
কুন্দ o কৃষ্ণচূড়া (গুলমোহর) o কেতকী (কেয়া) o গন্ধরাজ o গাঁদা
o ছোট জারুল (পরুষ) o চাঁপা o জবা o জারুল o টগর o দোপাটি o
দোলন চাঁপা o ধুতরো o নয়নতারা o নাগেশ্বর o নীলমণি লতা o পদ্ম
o পলাশ o পারিজাত (মন্দার) o বকুল o বাগান বিলাস (বোগেনভেলিয়া)
o বেলী (বেল) o মাধুরী লতা o মালতী লতা o মুচকুন্দ (কনকচাঁপা)
o যুঁই (যূথী) o রঙন (রঙ্গন) o রজনীগন্ধা o শিরীষ o সন্ধ্যা
মালতী (কৃষ্ণকলি) o শাপলা o শিউলি (শেফালী) o শিমুল (শাল্মলী)
o শ্বেতচাঁপা o সোনালু o হাসনুহানা (হাসনাহেনা)
সহায়িকা:
১) বাংলার ফুল, মাহফুজুর রহমান, আগামী প্রকাশনী, ঢাকা।
২ ) A-Z Encyclopedia of Garden Plants, The American Horticultural
Society, D.K. Publishing, New York, USA, 1997
৩) Color Encyclopedia of Garden Plants and Habitats, Fritz
Kohlein and Peter Menzel, Timber Press, Portland, USA, 1992.
৪) জগদানন্দ রায়, গাছপালা, ১৩২৮ সাল।
৫) ইণ্টারনেট-এ প্রাপ্ত বিভিন্ন ইউনিভার্সিটি এবং কৃষি বিষয়ক
সংস্থার প্রবন্ধ ও তথ্য।