তেজস্ক্রিয়
অঙ্গার দ্বারা বয়স নির্ণয় (Radiocarbon dating
) অথবা সাধারণ ভাবে Carbon Dating হল তেজস্ক্রিয়মিতি
দ্বারা বয়স নির্ণয়ের একটি প্রণালি । এখানে
কারবন ১৪ (14C)-এর ক্ষয় ব্যবহৃত
হয়, জৈবিক পদার্থের ( যেমন, কাঠ, চামড়া )
বয়স নির্ণয় করতে ৫৮,০০০ - ৬২,০০০ বত্সর
BP আগের পর্যন্ত । BP-Before Present -এর
অর্থ করা হয় AD 1950 ।
প্রণালীটি
বিশ্বকে উপহার দেন Willard Libby ১৯৪৯ সালে,
যার জন্য তাঁকে রসায়ণে নোবেল পুরষ্কার দেওয়া
হয় ।
পৃথিবীর বায়ুমণ্ডলে আছে নানা প্রকারের কারবনের
আইসোটোপ (Isotope) মোটামুটি একই অনুপাতে ।
প্রকারগুলি হল,
(১) মূখ্য অতেজস্কৃয় ( সুস্থিত ) আইসোটোপ
12C ;
(২) অপ্রতিষ্ঠিত আইসোটোপ, 14C
।
সালোকসংস্লেষ প্রকৃয়ায় উদ্ভিদ দুটি প্রকারকেই
শোষণ করে বায়ুমণ্ডলের কারবন- ডাই-অক্সাইড
থেকে । যখন কোনও জীব মৃত হয়, এর মধ্যে থাকে
নির্ধারিত অনুপাতে 14C/ 12C
। কিন্তু যেহেতু 14C -এর ক্ষয়
হয় এবং পুনঃস্থাপনার কোনও সম্ভাবনা নেই, 14C-এর
অনুপাত একটি স্থির হারে কমতে থাকে । যে সময়ের
মধ্যে এটি অর্ধেক হয়, সেই সময়কে বলা হয় 14C-এর
অর্ধ-জীবন (half life) । জৈবিক পদার্থের মধ্যে
14C-এর অনুপাত দেয় একটি বয়সের
মূল্যানুমান - অশোধিত তেজষ্ক্রিয় অঙ্গার বয়স(
raw radiocarbon age ) । বস্তুতঃ, সময়ের সঙ্গে
বায়ুমণ্ডলে 14C/ 12C
-অনুপাত কমতে থাকে, যা প্রাকৃতিক রেকর্ডে
ধরা দেয় যেমন, বৃক্ষ স্তরের অনুক্রম(sequences
of tree rings) অবং বিবরীয় অবক্ষেপ(cave deposists)।
এই রেকর্ডগুলি সূক্ষ 'সুর-বাধা'-য়(fine tuning)-এ
ধরা দেয় অর্থাত্ অশোধিত তেজষ্ক্রিয়-অঙ্গার-এর
বয়স আরও ত্রুটিহীন ভাবে পরিমাপ করা যায় ।
তেজস্ক্রিয় অঙ্গার দ্বারা বয়স নির্ণয় প্রণালী
আবিষ্কৃত হওয়ার পর বহু স্থানে বয়স নির্ণয়ে
এটি ব্যবহৃত হয়েছে যেমন, Dead Sea Scrolls,
Shroud of Turin, Otzi the iceman ebang chronology
of Dynastic Egypt । তবে এই প্রণালী প্রায়শঃই
ব্যবহৃত হচ্ছে পুরাতত্ত্বতে, পুরাতত্ত্বীয়
কাল নির্ণয় করায় ।