প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বিংশ শতাব্দীর বিজ্ঞান

বিংশশতাব্দীতে বিজ্ঞানে কিছু
আবিষ্কার ও উদ্ভাবন এবং ঘটনা

(৫৬)

টেফলন
(Teflon)


ঘটনা : ১৯৩৮ খ্রীষ্টাব্দ
বিজ্ঞানী : Roy Plunkett ,
Jack Rebok

১৯৩৮ খ্রীষ্টাব্দে জনৈক dupont বিজ্ঞানী শীতলীকরণের পদার্থের উপর কাজ করছিলেন যখন তিনি অকস্মাত্‍‌ অজানিত তৈরি করলেন একটি নূতন পদার্থ । রয় প্লাঙ্কেট ( Roy Plunkett) নামক ঐ রসায়ণবিদ যুবকের এক সাহসী সিদ্ধান্ত বিশ্বকে এনে দিল টেফলন(Teflon)।
প্লাঙ্কেট অনুমান করলেন যে একটা নূতন প্রবাহ-নিবারক তৈরি করা সম্ভব tetraafluoroethylene অথবা TFE-র সঙ্গে hydrochloric acid যুক্ত করে । পরীক্ষার সময়ে প্লাঙ্কেট ও তাঁর সহকারী Jack Rebok ব্যবহার করলেন ট্যাঙ্ক যেগুলি ভর্তি সংকুচিত TFE দ্বারা । তাঁরা ট্যাঙ্কগুলি কঠিন কারবন-ডাই-অক্সাইড(Dry ice)-এর ভিতরে রেখে দিলেন যাতে ভিতরের গ্যাস বেশি সমপ্রসারিত না হয় ।
১৯৩৮ সালের ৬ এপ্রিল প্লাঙ্কেট ও রিবোক ট্যাঙ্কের ভালভ খুললেন । তাঁরা বিস্ময়ের সঙ্গে দেখলেন যে কিছুই বের হল না । প্লাঙ্কেট ও রিবোক ট্যাঙ্কগুলি ওজন করে দেখলেন যে ট্যাঙ্কগুলি এখনও ভর্তি আছে । এবার তাঁরা ভালভগুলি খুলে দেখলেন যে সাদা চোকলা বেরিয়ে আসল ।
প্ল্যঙ্কেট তত্‍‌খনাত্‍‌ একটি ট্যাঙ্ককে করাত দিয়ে দু'ভাগে বিভক্ত করে দেখলেন যে ভিতরে সাদা মোমের মতন পদার্থ । তিনি পরীক্ষার খাতায় লিখলেন," a white solid material was obtained, which was supposed to be a polymerized product. "অর্থাত্‍‌ ⤛ একটি সাদা কঠিন পদার্থ পাওয়া গেল, যেটা মনে হচ্ছে বহূলীভবিত পদার্থ ⤛ ।
এটি সাধারণভাবে প্রতীয়মান ছিল যে TFE বহূলীভুত হয় না । কিন্তু প্লাঙ্কেট নিবারিত না হয়ে এই নূতন পদার্থ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেলেন ।
তিনি নূতন যৌগিক পদার্থটি নিয়ে দু'দিনের মাথায় দেখলেন যে এটি তাপীয়-প্লাস্টিক, তাপমান গনগনে হলে পদার্থটি গলিত হয় এবং ফোটে ।
পদার্থটি অদ্রাব্য, প্রায় যে কোনও তরল পদার্থে যেমন, ঠাণ্ডা, ও গরম জল, acetone , ইথার, অযাসিড এবং অযাল্কোহল । এটি soldering iron -এর তলায় পোড়ে না বা গলে না, পচে না ফোলে না, রৌদ্রে অবক্ষয় হয় না ।
প্লাঙ্কেট পেটেণ্টের জন্য দরখাস্ত করেন ১৯৩৯-এর ১ জুলাই, Kinetic Chemicals -এর নামে, পেটেণ্ট ২২৩০৬৫৪ প্রদান করা হয় ।


শঙ্কর সেন

( চলবে )

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।