প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বিংশ শতাব্দীর বিজ্ঞান

বিংশশতাব্দীতে বিজ্ঞানে কিছু
আবিষ্কার ও উদ্ভাবন এবং ঘটনা

(৫৮)

সুমেরু- সমুদ্রের বরফ ও কারবন ডাই-অক্সাইড


গত কয়েক দশক ধরে সুমেরু- সমুদ্রের বরফ হয়েছে একটা মানদণ্ডের মতন- বায়ুমণ্ডলে কারবন- ডাই-অকা্‌সাইডের দ্রুত বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধির এক স্পষ্ট প্রকাশকরণ ।

শেষ-গ্রীষ্মে সুমেরু-সাগরে বরফ আচ্ছাদন ও CO2 ঘনীকরণ

চিত্র

১- বরফ-আচ্ছাদন-মিলিয়ন বর্গমিটার ২- CO2 ঘনীকরণ ক - মিলিয়ন বর্গমিটার K - ppm CO2- ঘনফল

সূত্র : Kinnard et al, NSIDC,NOAA,ESRL,Worldwatch


দীর্ঘ ৮০০.০০০ বছরের মত সময়ে মিলিয়ন-প্রতি ৩০০ ভাগের (ppm) নীচে থাকার পর মানুষের দ্বারা জীবাশ্ম- জ্বালানি ব্যবহারের ফলস্বরূপ বায়ুমণ্ডলে কারবন- ডাই-অকা্‌সাইডের পরিমাণ বৃদ্ধি হয়েছে আকাশচুম্বী । ২০১৩ খ্রীষ্টাব্দে বায়ুমণ্ডলে কারবন- ডাই-অকা্‌সাইডের পরিমাণ হয়েছে গড়ে ৩৯৬ (ppm) । কারবন- ডাই-অকা্‌সাইড তাপকে ফাঁদে ধরে উত্তাপকে মহাকাশে যেতে বাধা দেয়; ফলে পৃথিবী উত্তপ্ত হয় । তাপের ফাঁদে বন্দী অন্যান্য গ্যাসের সঙ্গে বাড়তি কারবন- ডাই-অকা্‌সাইড এখনও পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা বাড়িয়েছে ১.৪ ডিগ্রী ফারেনহাইট ( ০.৮ ডিগ্রী সেলসিয়াস ) গত ঊনবিংশ শতাব্দী থেকে । বাড়তি তাপ সুমেরুর সমুদ্রের বরফসহ পৃথিবীর চারধারের তুষার ও বরফ গলিয়ে দিয়ে আমাদের গ্রহের রূপ পালটে দিচ্ছে । গত প্রায় ১,৫০০ বছর ধরে শেষ- গ্রীষ্মে সুমেরু-র বরফ-আচ্ছাদন থাকতো মোটামুটি ১০ মিলিয়ন বর্গ কিলোমিটার ; বর্তমানে ঐ সময়ে সেই আচ্ছাদন কমে হয়েছে এর অর্ধেকের মতন । আচ্ছাদন ক্রমশঃ কমবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ।


Emily E. Adams
www.earth-policy.org/data_highlights/2014/highlights44
-
জানুয়ারি ২৩, ২০১৪.
অনুবাদক : শঙ্কর সেন।

 

( চলবে )

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।