প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বিংশ শতাব্দীর বিজ্ঞান

বিংশশতাব্দীতে বিজ্ঞানে কিছু
আবিষ্কার ও উদ্ভাবন এবং ঘটনা

( ৮ )

আন্তিকিথেরা যান্ত্রিকপদ্ধতি
The Antikythera Mehanism )

আবিষ্কার : ১৯০১ খ্রীষ্টাব্দ
বৈজ্ঞানিক : Valerios Stais, গ্রীস


[প্রায় দু'হাজার বছর পুরাণো 'আন্তিকিথেরা মেকানিজম'-কে বলা হয় বিশ্বের সব থেকে পুরাণো ' এনালগ কম্পিউটার । কিন্তু এর কার্য- প্রণালী বার করতে আধুনিক উন্নতমানের কৃৎকৌশলের প্রয়োজন হয়েছিল ।]

১৯০২ খীষ্টাব্দে গ্রীক প্রত্নতাত্বিক ভ্যালোরিঅস স্টায়িস কিছু শিল্পকর্ম নিয়ে কাজ করছিলেন যা, তিনি আন্তিকিথেরা দ্বীপপুঞ্জের কাছে ডুবে যাওয়া একটি রোমক মালবোঝাই জাহাজ থেকে আবিষ্কার করেছিলেন । এর মধ্যে স্টায়িস দেখতে পেয়েছিলেন একটি বড় মরচে-ধরা ঢেউখেলানো গীয়ার-চক্রাবলী । তা' ছাড়া আরও ৮১টি যন্ত্রাংশ পেয়েছিলেন, যার মধ্যে ছিল বড় বড় ২৭টি চক্রের দণ্ড । এগুলি যে যন্ত্রের অংশ, মনে হয়, তা' ৩৩ সেণ্টিমিটার উঁচু, ২৭ সে. মি. চওড়া এবং ৯ সে.মি. মোটা, একটি কাঠের ফ্রেমে আরূঢ় ।

প্রথম বৈজ্ঞানিক অনুসন্ধন করে বৃটিশ ঐতিহাসিক ডেরেক পিয়ার্স্ প্রতিপন্ন করলেন বস্তুগুলির উৎস- গ্রীস এবং সেগুলি জ্যোতির্বিদ্যা-বিষয়ক যন্ত্রের অংশ । পরবর্তীকালে ( ২০০৬ খ্রী ) আরও অনুসন্ধান করে জানা গেল আণ্টিকিথেরা যান্ত্রিকপদ্ধতির রহস্য ।

গ্রীক-ইংরাজ যু±ম বিজ্ঞানীদের দল আরও আধুনিক বিম্ব-প্রয়োগকৌশল (image processing technique) যেমন, ৩-ডাইমেনশন এক্স্-রশ্মি মাইক্রো-ফোকাস টোমোগ্রাফি, ব্যবহার করলো বিভিন্ন যন্ত্রাংশের উপর ; প্রকাশ পেল, যন্ত্রাংশগুলি আগে যা ভাবা গিয়েছিল তার চাইতেও অনেক জটিল । এর মধ্যে আছে গ্রীক রাশিচক্র (Zodiac ), একটি ঈজিপ্টের ক্যালেণ্ডার এবং পিছনের দিকে দুটো ডায়াল যা দেয় নির্ভুল সময়- চান্দ্র-আবর্ত্ (Lunar-cycle) ও গ্রহণগুলির ; এমনকি চন্দ্রের আলোকী-অক্ষপথ planetary motion) -এর জন্য যে গতি পরিবর্তন হয়, তা' প্রতিপুরণ করার ক্ষমতা । তা' ছাড়া প্রমাণ রয়েছে এই যন্ত্র গ্রহিক গতি planetary motion) হিসাবে ধরতে সক্ষম । খ্রী-পূঃ ১০০-১১০ বৎসরে নির্মিত এই যন্ত্র আগামী দশ হাজার বৎসরের যান্ত্রিক বিজ্ঞানকে হার মানিয়েছে ।

লেখক: ডেভিড হক্সেট
defining moments in SCIENCE, pp 29

শঙ্কর সেনের সৌজন্যে

( চলবে )

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।