প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বিজ্ঞান/প্রযুক্তির খবরঃ বিশ্বের প্রথম বায়ুচালিত মোটরযান

ভারতের টাটা মোটরস' কোম্পানি নির্মিত বায়ু-চালিত মোটরযান আর তিন মাসের ( আগস্ট, ২০১২ খ্রী ) মধ্যে রাস্তায় নামবে। ' শূণ্য নিঃসরণ ' (zero emission) এই মোটরযান ব্যবহার করবে পেষিত বায়ু (compressed air) যা' ইঞ্জিনের পিস্টনকে ঠেলা মেরে গাড়ীকে চালনা করবে। গাড়ীটি বানিয়েছেন ফর্মুলা ওয়ান কৃত্কৌশলী GuY N, নাম দেওয়া হয়েছে 'মিনি Cat' আর বিক্রয়মূল্য হবে ৩,৬৫,৭৫৭ টাকা ( ভারতে ) বা ৮,১৭৭ মার্কিন ডলার।

মিনি Cat একটা সাধারণ হালকা শহুরে-গাড়ী, যার chasis-এর আকৃতি হচ্ছে নলাকার, দেহ ফাইবার গ্লাসের, যেটা আঠা দিয়ে লাগানো ( ওয়েল্ডেড নয় ) এবং এর শক্তি আসে পেষিত বায়ু থেকে। একটা মাইক্রো-প্রসেসর সমস্ত বৈদ্যুতিক ক্রিয়াকর্ম পরিচালিত করে ; আর একটা ছোট ট্রান্সমিটার গাড়েকে ঘোরানো, আলো, এবং অন্যান্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম পরিচালনায় আদেশ দেয়। নিস্কাশন নলে (tubular) বায়ুর তাপমাত্রা থাকে ০ ডিগ্রীর তলায় ০ থেকে ১৫ ডিগ্রীর মধ্যে অর্থাত্ গাড়ীর ভিতরের বাতানুকলন হয় কোনও গ্যাসের সাহায্য ছাড়াই। কোনও চাবি নেই, আপনার পকেটে-রাখা স্মার্ট কার্ড পড়ে নেবে গাড়ী নিজ থেকেই। ডিজাইন-বিশেষজ্ঞদের মতে ১০০ কিলো-মিটার চালাতে ৫০ টাকার বেশি লাগবে না, সাধারণ বৈদ্যুতিক গাড়ীর থেকে এটি দ্বিগুণ মাইল যাবে, গাড়ীর সমুচ্চ-গতি হল ১০৫ কি. মি. প্রতি ঘণ্টায় যা শহরের পক্ষে আদর্শ, দুটো 'রিফুয়েল'-এর মাঝে দুরত্ব হল ৩০০ কি.মি.। অবশ্য এর জন্য গ্যাস-স্টেশনগুলিতে পেষিত বায়ুর ব্যবস্থা করতে হবে। ট্যাংকে পেষিত বায়ু ভরে নিতে ২ থেকে ৩ মিনিটের বেশি লাগার কথা নয় যার জন্য খরচ হবে ১০০ টাকা ; অর্থাত্ প্রতি কি.মি.তে জ্বালানীর খরচ হল এক টাকার এক-তৃতীয়াংশ। প্রতি রাত্রে ঘুমাবার সময় বাড়ীতেই এই চার্জ করার ব্যবস্থা করা সম্ভব। এর সারল্যের জন্য রক্ষণাবেক্ষণের কাজ খুবই সামান্য।

TECHNORAMA, March 2012, The Institution of Engineers' (India)

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।