ভেড়াঘাট
মধ্যপ্রদেশের
জব্বলপুর শহর থেকে ২৫ কিলোমিটারের মতো দূরে
ভেড়াঘাট। সেখানে গেলে দেখা যাবে নর্মদা নদীর
ধুঁয়াধার ঝর্ণা (Dhuandhar Falls)। ঝর্ণায় নেমে
এই স্বর্গীয় নদী মার্বল পাহাড়ের দেয়ালের মধ্যে
দিয়ে বয়ে চলে।
ছবিগুলি তুলেছেন সুদীপ্ত মল্লিক।
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)