প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ছবিতে হেনরী আইল্যান্ড বা হেনরী দ্বীপ

হেনরী দ্বীপ বকখালি ও ফ্লেজারগঞ্জের কাছে সমুদ্রের ধারে, সুন্দরবনের পশ্চিম সীমানা ঘেঁষে, একটি সুন্দর বেড়াবার জায়গা। হেনরী দ্বীপ কোলকাতা থেকে মাত্র ১৩০ কিঃমিঃ দুরে ও গাড়ীতে করে প্রায় ৪ ঘণ্টায় পৌছান যায় । প্রায় ১০০ বছর আগে হেনরী নামে এক ব্রিটিশ সার্ভেয়ার এই (উপ)দ্বীপটি সার্ভে করেন ৷ তারই নামে এই দ্বীপের নাম হেনরী দ্বীপ ৷ ১৯৮০ সালে মৎস দপ্তর দ্বীপটিকে পর্যটনের উপযুক্ত করে তোলেন।

হেনরী দ্বীপে রাত্রি বাসের জন্য বেশ কয়েকটি আবাস আছে যার মধ্যে “সুন্দরী” নামে বাড়িটি খুব ভাল। এর সাথে ওয়াচ টাওয়ারও আছে, যার ওপর থেকে বন এবং, ভাগ্য ভাল থাকলে, হরিণ ও বন্য শুয়োর দেখা যায়। এই ওয়াচ টাওয়ার পেরিয়ে বিচের দিকে বেশি দুর গাড়ী যায়না। পায়ে হেঁটে বনের ভিতর দিয়ে মেঠো রাস্তা আর বাঁশের সাকো পেরিয়ে বিচ-এ য়েতে হয়। ১০ থেকে ১৫ মিনিট লাগে। বিচটির নাম কিরণ বিচ।
এই বালি ও মাটি মেশানো বিচটি খুব চওড়া। ভাটার সময় সমুদ্র অনেক দূরে চলে যায়। বিচের ধারে প্রচুর গাছ আছে। এমনকি বিচের ওপরেও কিছু গাছ আছে। বিচের ওপরে অনেক সময় ঝাকে ঝাকে লাল কাঁকড়া দেখা যায়। সাধারণত বিচটি নির্জন থাকে। সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর।

ফটোঃ সৌরাশিস ও বিমল বসাক

ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন

দল ছুট একটা লাল কাঁকড়া ও তার বাসা

নির্জন চওড়া বিচে নিঃসংগ পর্যটক

বিচের ধারে বন

চওড়া শক্ত বিচ


বনের ভিতর দিয়ে বিচে যাওয়ার মেঠো রাস্তা

অনেক লাল কাঁকড়া- আরো অনেক ছিল, গর্তে ঢুকে গেছে

দূরে বাঁশের সাকো - এটা পেরিয়ে বিচে যাওয়ার রাস্তা

ওয়াচ টাওয়ার

বনের ভিতর বাড়ী – বুনো

বিচের ওপরেও কিছু গাছ আছে

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।