প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ছবিতে কুম্ভলগড়

উদয়পুর থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত কুম্ভলগড় রাজস্থানে মেবারদের একটি বিখ্যাত দুর্গ। চিতোরগড়ের পরেই এটির স্থান। পঞ্চদশ শতাব্দীতে মেবারের রানা কুম্ভ এটা শুরু করেন। তারপর প্রায় চারশো বছর ধরে এর সম্প্রসারণ চলে। এর বাইরের প্রাচীর দৈর্ঘ্যে প্রায় ৩৬ কিলোমিটার। গড়ের মধ্যে প্রায় সাড়ে তিনশো মন্দির রয়েছে।
মেবারের বিখ্যাত রাজা মহারানা প্রতাপ এই কুম্ভলগড়েই জন্মগ্রহণ করেন। উনবিংশ শতাব্দীর শেষভাগে গড়টি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি এখন রাজস্থানের একটা দর্শনীয় স্থান। ভ্রমণকারীদের মনোরঞ্জনের জন্যে গড়টি রাত্রে অল্প কিছুক্ষণ আলোকিত করা হয়। ( ছবিগুলির ওপরে ক্লিক করলে বড় করে দেখতে পাবেন।)

কুম্ভলগড়ের ছবিগুলি তুলেছেন রাহুল গুহ।

কুম্ভলগড়

কুম্ভলগড় - ২

দুর্ভেদ্য প্রাচীর

সিঁড়ি

উঁচু-নীচু পাহাড়ের মধ্যে সুরক্ষিত

গড়ের প্রাচীর

কুম্ভলগড়ের কেল্লা

কুম্ভলগড়ের কেল্লা - কাছ থেকে

কুম্ভলগড়ে আর্চের ব্যবহার।

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।