প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

তাজপুর

তাজপুর বিচ একটি নূতন পর্যটন কেন্দ্র হিসাবে ইদানীং বেশ জনপ্রিয় হয়েছে ৷ এখানে এখনও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়নি ৷ সুন্দর বিচ, অপূর্ব ঝাউ বন এবং গ্রাম্য সরলতা এখানকার প্রধান আকর্ষণ ৷ তাজপুর বিচটি মন্দারমনি ও শংকরপূরের মাঝামাঝি জায়গায় ৷ কোলকাতা থেকে তাজপুরের দূরত্ব মোটামুটি ১৭০ কিঃমিঃ ৷ বাস অথবা গাড়ীতে যেতে ৩ থেকে ৪ ঘন্টা লাগে ৷ কোলকাতা থেকে এন এইচ ৬ ধরে কোলাঘাট পেরিয়ে বাঁদিকে এন এইচ ৪১ ধরতে হবে ৷ নন্দকুমার মোড়ে এসে এন এইচ ৪১ ছেড়ে কাঁথি-দীঘা রোড ধরতে হবে ৷ কাঁথি-দীঘা রোড ধরে কাঁথি থেকে দীঘার দিকে যাওয়ার পথে প্রায় ২০ কিঃমিঃ পরে বালিশাই থেকে বাঁদিকের সরু রাস্তা ধরতে হবে ৷ বালিশাই মোড় থেকে প্রায় ৩ কিঃমিঃ গেলে তাজপুর পৌঁছনো যাবে ৷

তাজপুর বিচে ভিড় অনেক কম ৷ বিচের ওপর দোকানদারদের এবং খাবার বিক্রেতাদের ভিড় প্রায় নেই বললেই চলে৷ বিচে অন্যান্য আকর্ষণ ছাড়া প্যারা গ্লাইডিংএর ব্যবস্থা আছে ৷ বিচে প্রায়ই প্রচুর লাল কাঁকড়া দেখা যায় ৷ হোটেলগুলো ও বিচের মাঝে আছে চওড়া ঝাউ বন যা এখনও যথেষ্ট সুন্দর ও পরিস্কাব আছে ৷ তাজপুর ও মন্দারমনির মাঝে আছে একটি নদীর মোহনা ৷ এটাও একটা সুন্দর বেড়ানোর জায়গা ৷ তাজপুরের বেশির ভাগ হোটেল টেন্ট অথবা কটেজর আকারে তৈরি ৷ পাকা বাড়ির সংখ্যা খুবই কম । শোনা যায় পাকা বাড়ির অনুমতি এখন দেয়া হচ্ছেনা । এটা বেশ ভাল ব্যাপার ।

কিছু ছবি দেওয়া হল ৷ আশা করি অনেকের ভাল লাগবে ৷

বিমলকুমার বসাক

তাজপুরের প্রধান রাস্তা

বলির চড়া পেরিয়ে ওপারে মন্দারমনি

তাজপুরের বিচে সূর্যাস্ত

ভোর বেলা বিচ ভরতি লাল কাঁকড়ার ছড়া ছড়ি

ভোরের সূর্যোদয়

তাজপুরের বেশির ভাগ হোটেল এই রকম টেন্ট অথবা কটেজর আকারে তৈরি

বিচে প্যারা গ্লাইডিংএর জন্যে লম্বা লাইন

ঝাউ বনের ওপারে সমুদ্রের আভাস

স্যান্ড ডিউন পেড়িয়ে ঝাউ বনের ভিতরে পায়ে চলার রাস্তা

খেলায় মগ্ন দুই শিশু

সমুদ্রে বেশ ভালই ঢেউ আছে

এই রকম লেক তাজপুরে অনেক আছে মাছ চাষের জন্যে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।