কয়েক বছর
আগে বর্ষাকালে সিমলা গিয়েছিলাম। কয়েকটি দৃশ্য
আমার বেশ ভাল লেগেছিল আর তাই প্রায়ই মনে পড়ে।
আমার ভাল লাগা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই
অতএব এই ছবিগুলো “অবসর”-এর কোলে ভাসাচ্ছি।
শুভেন্দু
প্রকাশ চক্রবর্তী
ম্যাল
থেকে বিকালে
সিমলার
সব্জি বাজারে-১
কালীবাড়ী
‘ম্যাল’-এ
সিমলার
সব্জি বাজারে-২
সিমলা
নগর নিগম
এক
মিষ্টির দোকানের সামনে থেকে
ম্যাল
থেকে
সিমলা
রেল ষ্টেশন
ক্রাইস্ট
চার্চ – অল্প বৃষ্টি ও বেশী বৃষ্টিতে
ক্রাইস্ট
চার্চ - দূর থেকে ও কাছ থেকে (বৃষ্টির আগে)
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর
লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য
অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।