ছবিতে
বাংলা: মহাশিবরাত্রি ও জল্পেশ মেলা
মহাশিবরাত্রি
উদ্যাপিত হয় মাঘ (ফেব্রুয়ারি-মার্চ)
মাসের কৃষ্ণপক্ষের চোদ্দদিনের দিন।
শিবকে সম্মান ও প্রণাম জানানোর জন্যেই
এই উৎসব। মনে করা হয় ঐ দিনই শিবের সঙ্গে
পার্বতীর বিয়ে হয়েছিলো।
জল্পেশ মেলা শিবরাত্রিকে কেন্দ্র করেই
সুরু হয়েছে। এটা প্রায় এক মাস ধরে চলে
এবং জলপাইগুড়ি জেলার এটাই প্রধান মেলা।
পুরনো শিবপমন্দির এই মেলার প্রধান আকর্ষণ।
এই মেলায় জাত-ধর্ম নির্বিশেষে সবার
আমন্ত্রণ।
ছবি
ও লেখা – অম্লান সান্যাল