"এ
ব্রিস্টল পিলগ্রিমেজ: ইন সার্চ অফ রাজা রামমোহন রায়"
খুব যত্ন করে ও ভালবাসা
দিয়ে শ্রী অনিরুদ্ধ "অনি" সান্যাল এই ডকুমেন্টারি ছবিটি
তৈরি করেছেন। ছবিটির শুরু ব্রিস্টলএর আর্নস ভেইল সেমেতেরির রাজা
রামমোহনের সমাধি। ধীর গতিতে ক্যামেরা ব্রিস্টল শহরের রাজা রামমোহনের
স্মৃতির পথ ধরে চলে - পিছনে বাজতে থাকে করুণ সুর।
পরিচালক
ব্রিস্টলে রামমোহনের আবক্ষমূর্তির ছবি তুলছেন (সূত্র -
ব্রিস্টল ইভনিং পোস্ট)
ছবিটি রাজা রামমোহনের ইংল্যান্ডের
ব্রিস্টল শহরে আগমন, সম্বর্ধনা, ও মৃত্যুকে কেন্দ্র করে - রামমোহনের
জীবন-কে ছুঁয়ে ছুঁয়ে। যাঁরা রামমোহনের এই বিদেশবাসের ভার লাঘব
করতে এগিয়ে এসেছিলেন, যাঁরা রামমোহনের গুণমুগ্ধ ছিলেন, যাঁরা রামমোহনের
স্মৃতিচারণায়ে আজও আছেন, ছবিটি বক্তব্য রেখেছে তাঁদের ঘিরে ও তাঁদের
সহযোগিতায় - যেমন, কার্লা কন্ত্রাচ্তর। ব্রিস্টলবাসী ও ইতিহাসবিদ
কার্লা কন্ত্রাচ্তর গভীর শ্রদ্ধা ও যত্নে ছবির পরিচালককে রামমোহনের
স্মৃতিধন্য ব্রিস্টল শহর ঘুরিয়ে দেখান। ছবির পরিচালক তাঁর ভাষ্যে
বলেন যে এই ছবিটি করতে গিয়ে উনি উপলব্ধি করেন রামমোহনের কর্ম,
কীর্তি এবং তাঁর জীবনযুদ্ধ।পরিচালক অনিরুদ্ধ সান্যাল ছবিটির প্রতি
ছন্দে জড়িত। গভীর শ্রদ্ধা ও যত্নে তোলা এই ছবিটি রাজা রামমোহনের
স্মৃতির একটি গুরুত্বপূর্ণ দলিল।
শর্মিলা
দাশগুপ্ত সেন
ব্রিস্টল
পিলগ্রিমেজ: ইন সার্চ অফ রাজা রামমোহন রায় (ডকুমেন্টারি)
পরিচালক: অনিরুদ্ধ সান্যাল
ডিভিডি - ৬৫ মিনিট
যোগাযোগের ঠিকানা - asanyal296@aol.com
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর লেখাগুলোর
ওপর পাঠকদের মন্তব্য অবসর
নেট ব্লগ-এ প্রকাশিত হয়।