মনের
প্রতি উপদেশ
ত্রিপদী
করুণাকাঙ্ক্ষী শ্রী ফটিকচাঁদ দেবস্য (?)
মোঃ মুদিয়ালী
(
লেখকের পরিচয় জানা যায় নি )
চড়ি পাপ রথোপর, ভ্রান্ত
হয়ে নিরন্তর,
ভ্রম
পথে ভ্রমিতেছ মনঃ|
গিয়াছে সমস্ত দিন, বাকি
আছে একদিন,
তাহাকি হয়েছ বিস্মরণ ||১|
কাম ক্রোধ লোভ আদি, রহিয়াছে
তব বাদী,
তাদের
না করিয়া দমন|
অর্থ আশে অবিরত, ঘুরিতেছ
ইতস্ততঃ,
মণি-হারা
ফণির মতন ||২|
পঞ্চভুতের অধীন, হয়ে
তুমি চিরদিন,
খাটিতেছ
ভুতের বেগার|
মায়াজালে বদ্ধ হয়ে, অনিত্য
পদার্থ লয়ে,
করিতেছ
আমার আমার ||৩|
দারা সুত পরিবার, যার
জন্য গুরুভার,
বহিতেছ
লইয়া মাথায়|
ভেবে দেখ ওহে মন, যেদিন
হবে নিধন,
সে সকল রহিবে কোথায় ||৪|
একা আসিয়াছ ভবে, একাই যাইতে
হবে,
সঙ্গে যাইবে না কিছু কেহ|
জেনে শুনে কেন আর, মহা
ঘোর অন্ধকার,
অধর্ম্ম
পঙ্কেতে দেহ দেহ ||৫|
শুন মন উপদেশ, যাতে ক্লেশ শেষ শেষ,
হইবেক তদুপায় বলি|
পাপপথে আরোহণ .
ভ্রম পথে চংক্রমণ,
পরিত্যাগ কর এ সকলি ||৬|
চড়িয়া ভক্তির রথে, ভ্রম সত্য ধর্ম্মপথে,
জ্ঞান নেত্র কর উন্মীলন|
ইন্দ্রিয়
কর দমন, পরমার্থ
নিত্যধন,
সর্ব্বক্ষণ কর অন্বেষণ ||৭|
তবে সেই বিশ্ববলে, তুমি বলি
যার বলে,
যার বলে বলিতেছি আমি|
যার বলে চরাচর,
দিবাকর নিশাকর,
যার বলে তুমি দেহস্বামী ||৮|
যার বলে ধরণীতে, পাইয়াছ মাতা পিতে,
ভাই বন্ধু দারা সুত সুতা|
যার বলে
এই বিশ্ব, সুখে করিতেছ দৃশ্য,
পশুপাখী তৃণ বৃক্ষলতা ||৯|
যাহার বদান্যতায়, ভোগ্যবস্তু
সমুদায়,
অল্পায়াসে প্রতিদিন পাও|
যিনি জগতের
পিতা, তোমার পিতার পিতা,
দিবানিশি তার গুণ গাও ||১০|
যিনি করুণার সিন্ধু, কৃপাময়
দীনবন্ধু,
ভুল না ভুল না তারে মন|
রসনায়
অবিশ্রাম, জয়
জগদীশ নাম,
বল বল বল সর্ব্বক্ষণ ||১১|
কহিতে সারোদ্ধার, ভবার্ণবে
কর্ণধার,
তিনি বিনা কেহ নাই আর|
তীর্থ
যাত্রা পরিশ্রম, সকলি মনের
ভ্রম,
ত্যাগ করি ভজ সারাৎসার ||১২|
(
'অরুণোদয়( 'অরুণোদয়' পাক্ষিক পত্রিকা, ১লা সেপ্টেম্বর ১৮৫৮
)|
(
বিঃ দ্রঃ : উল্লেখ করা যেতে পারে যে একটা সময়ে 'মনের প্রতি
উপদেশ' শিরোনামে একাধিক লেখক বিভিন্ন
পত্রিকায় কবিতা প্রকাশ করেছেন|) দীপক
সেনগুপ্ত