প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পুরনো দিনের পত্রিকা ও বই থেকে নির্বাচিত প্রবন্ধ (সূচী)

স্বর্গীয় কুসুম
(প্রাণাধিক ছোট ভ্রাতার মৃত্যুতে)

      [ লেখিকার পরিচয় জানা যায় নি| এই মর্মস্পর্শী কবিতা যিনি লিখেছেন তার পরিচয় এবং প্রাসঙ্গিক ঘটনা জানতে ইচ্ছে হওয়া স্বাভাবিক| এক শতাব্দী আগে লেখা এই কবিতার রচয়িতা আজ বিস্মৃতির অতলে চলে গিয়েছেন| এ কারণেই ভূমিকাতে লেখা হয়েছিল যে রচনার সঙ্গে রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় থাকাটা খুব জরুরি| বিখ্যাতরা রয়ে গেলেও অখ্যাত অনেকে হারিয়েই যাবেন|] দীপক সেনগুপ্ত|

                        দু'দিনের তরে শুধু এসেছিল সে যে;
           ফুটন্ত কুসুম প্রায়,                মায়ের স্নেহের ছায়
                 ফুটেছিল প্রাণাধিক কুসুমেরি সাজে|

                 না চিনিয়া মোরা তারে বাসিয়াছি ভালো;
           জানি নাই অমরার            ফুল সে যে সুধাধার,
                 এসেছে দু'দিন ধরা করিয়াছে আলো|

                 কেন-বা তাহার লাগি ঝরে আঁখিজল
           জানি সে মোদের নয়,           নন্দনের কিশলয়
                 স্বরগের মন্দারের রেণু নিরমল|

                 সংসারের তাপে ক্লিষ্ট হয়েছিল সে যে;
           রোগে তাপে পেয়ে ক্লেশ,            ভবলীলা করি শেষ
                 তাড়াতাড়ি স্বর্গপুরে জুড়াইতে গেছে|

                         এসেছে তাহার চোখে শান্তিময়ী ঘুম
           তাই সে ঘুমাতে গেছে,              সুখের বারতা এ যে
                 ধরায় কি ফুটে থাকে স্বর্গীয় কুসুম?

         

সুরুচিবালা সেন - নোয়াখালি

(‘আরতি’ পত্রিকা, আশ্বিন ১৩১৩ )

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।