প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পুরনো দিনের পত্রিকা ও বই থেকে নির্বাচিত প্রবন্ধ (সূচী)

  সময়ের সদ্ব্যবহার
(লেখকের পরিচয় জানা যায় নি)

[ ‘অবোধবন্ধু’ এবং সে সময়ে প্রকাশিত অনেক পত্রিকাতেই লেখকের নাম থাকত না| এখনকার মত আত্মপ্রচারের ব্যগ্রতা হয় ত তখনকার লেখকেরা অনুভব করেন নি বা পরিহার করেছেন| সেটাই ছিল তৎকালীন মানসিকতা| এমন কি লেখার জন্য কিছু পারিশ্রমিক গ্রহণেও কুন্ঠা প্রকাশ করেছেন কেউ কেউ এমন কথাও শোনা যায়| বর্তমান লেখাটিতে টাইপ সেটিং-এর সুবিধার জন্য মূল রচনায় ব্যবহৃত হসন্ত বাদ দেওয়া হযেছে|]        দীপক সেনগুপ্ত।

      সময় রূপ অমূল্যধনকে কিরূপে ব্যবহার করিতে হয়, তদ্বিষয়ে সর্ব্বদা সতর্ক থাকা অত্যন্ত কর্ত্তব্য| সময়ই যখন আমাদের ধন সম্পত্তি, সময়ের উপর যখন আমাদের সমূহ আশা ভরসা, তখন সেই সময়কে অপব্যয় করা কখনই শ্রেয়স্কর নহে| যিনি সময়ের ব্যবহার না জানেন, তিনি অতি দুঃখী, যিনি সময়ের ব্যবহার জানেন , তিনি অতি সুখী| শৈশবাবধি সময়ের সদ্ব্যবহার করিতে না পারিলে পরিণামে যে দুঃখভোগ করিতে হইবে তাহার আর সন্দেহ নাই| আমরা অনেক সময় বৃথা হাস্য পরিহাসে ও মিথ্যা গল্পে নষ্ট করিয়া ফেলি, কিন্তু সুবিখ্যাত কয়েকজন বিদেশীয় ব্যক্তি সময়ের কিরূপ সমাদর করিতেন, এক্ষণে তদ্বিষয়ের আলোচনা করা যাউক|
ইংলণ্ডনিবাসী লর্ডব্রগহেম এক জন অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি ছিলেন| তিনি আহার নিদ্রা প্রভৃতি অবশ্য কর্ত্তব্য কর্ম্মে সময়ের অতি অল্পভাগই ক্ষেপণ করিতেন| রাত্রি দুই প্রহর না হইলে আপনার গ্রন্থালোচনা পরিত্যাগ করিয়া শয়নার্থে গমন করিতেন না| এবং রাত্রি চারিটার সময় গাত্রোত্থান করিয়া পুনর্ব্বার শাস্ত্রচর্চ্চায় প্রবৃত্ত হইতেন|

        ডাক্তর কটন মেথর সময়ের অত্যন্ত সদ্ব্যবহার করিতেন| এক তিলার্দ্ধ কালও বৃথা নষ্ট না হয়, এই আসয়ে তাঁহার পঠ-গৃহের দ্বারদেশে সুস্পষ্ট অক্ষরে লিখিয়া রাখিয়াছিলেন| -"শীঘ্র সারিয়া লও|"
        হিডিলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীযুক্ত আরসাইন মহোদয় পাঠাভ্যাসকালীন মিথ্যাগল্পকারী ও সময়হন্তাদিগকে নিকটে আসিতে দিতেন না, এবং তন্নিবারণার্থে তাঁহার গ্রন্থালয়ের সম্মুখে এই কয়েক পুঁক্তি লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিলেন| - "বন্ধুবর যদ্যপি আপনার এস্থলে বিশেষ কোন প্রয়োজন থাকে তাহা শীঘ্র শীঘ্র সমাপন করুন, নচেৎ অবিলম্বে চলিয়া যান|"
       সুবিজ্ঞ এসকেলিজারের গৃহদ্বারে একটি লেখা থাকিত|- "সময়ই আমার ধন সম্পত্তি|"

         কবিশ্রেষ্ঠ সেকসপিয়ার অনুরাগ সহকারে বলিয়াছিলেন - "মনে কর সময় কত মহামূল্য ধন, অতএব তাহাকে বৃথা গল্পে নষ্ট করা হইবেক না|"
লর্ড বায়রণ বলিতেন "বন্ধুবর্গই আমাদের যথার্থ সময়াপহারক|"
       সময়ের যথার্থ সদ্ব্যবহারী ফ্রানকিলিন মহোদয় বলিয়া গিয়াছেন - "মৃত্যুর পর যত খুসি, নিদ্রা যাইও|"

   ( ‘অবোধবন্ধু’ পত্রিকা, চৈত্র ১২৭৩ )

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।