প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

দেবকী কুমার বসু (১৮৯৮ - ১৯৭১)

বিখ্যাত পরিচালক দেবকী কুমার বসু চলচ্চিত্র জগতে আসেন চিত্র-নাট্যের লেখক হিসেবে। ওঁর প্রথম চিত্রনাট্যটি ছিল ধীরেন গাঙ্গুলির প্রতিষ্ঠিত ব্রিটিশ ডমিনিয়ন কোম্পানীর ফ্লেম ও ফ্লেশ ছবির। চলচ্চিত্র জগতে উনি দৃষ্টি আকর্ষণ করেন ঐ একই কোম্পানীর পঞ্চশর ছবিটি মুক্তি পাবার পর। পঞ্চরশর মুক্তি পায় ১৯২৭ সালে। ১৯৩২ সালে দেবকী বসু প্রমথেশ বড়ুয়া প্রযোজিত নির্বাক চিত্র, অপরাধী পরিচালনা করার সুযোগ পান। এই ছবিটি বিখ্যাত হয়ে থাকবে এই জন্য যে, এতেই প্রমথেশ বড়ুয়ার উদ্যোগে শ্যুটিং-এর সময়ে কৃত্রিম আলো ব্যবহার করা হয়েছিল। ভারতবর্ষের সিনেমার ইতিহাসে কৃত্রিম আলোর ব্যবহার এই ছবি দিয়েই শুরু।

দেবকী বসুর ভারতজোড়া খ্যাতি হয় অবশ্য নিউ থিয়েটার্সের চণ্ডীদাস (১৯৩২) পরিচালনা করে। বাংলা হিন্দী দুটো ভাষাতেই ছবিটি হয়েছিল। এই ছবির দৌলতেই সাইগল ভারতীয় চিত্রজগতে নিজের আসন সুপ্রতিষ্ঠিত করেন। কাব্যধর্মী ছবি কি করে সৃষ্টি করতে হয় - চণ্ডীদাসে তিনি দেখিয়েছেন (পরে ১৯৩৭ সালে কাননদেবী অভিনীত ওঁর বিদ্যাপতি ছবিতে এর পূর্ণতর প্রকাশ ঘটে)। উচ্চ-বর্ণের হিন্দুদের ভণ্ডামীর বিরুদ্ধে সোচ্চর এই ছবিতে দেবকী বসু আবহসঙ্গীত ব্যবহার করেছিলেন - যেটি আগে করা হয় নি। এছাড়া সুপারইম্পোজিশন শটও এই ছবিতে ছিল। গানের জন্যেও সে যুগে এই ছবি অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিলো। ওঁর সহজাত কাব্যিক দৃষ্টিভঙ্গী আবার কাজ করেছে ১৯৪০ সালের নর্তকী ছবিতে (অভিনয়ে ছিলেন লীলা দেশাই ও নজমুল হুসেন) - সুন্দরী নর্তকীর দেহগত প্রেমের আকর্ষণ ও আধ্যাত্মিক উত্তরণের দ্বন্দ্বের রুচিশীল পরিবেশনায়।

নিউ থিয়েটার্সে কয়েক বছর কাজ করার পর তিনি ইণ্ডিয়া ফিল্ম কোম্পানীতে যোগ দেন। সেখানে তাঁর পরিচালনায় তৈরি হিন্দী ছবি সীতা ১৯৩৫ সালে ভেনিস ইণ্টারন্যাশেনাল ফিল্ম ফেস্টিভেল-এ সন্মানিত হয়। এগুলি ছাড়াও বহু ছবি (প্রায় ৫০-এর কাছাকাছি) তিনি পরিচালনা করেছেন, যেমন মেঘদূত, কবি, সাঁপুড়ে, চিরকুমার সভা, চন্দ্রশেখর ইত্যাদি। ১৯৫৮ সালে প্রেমেন্দ্র মিত্রের গল্পের উপর ভিত্তি করে ওঁর ছবি সাগর সঙ্গমে সে বছরের শ্রেষ্ঠ ছবি হিসেবে রাষ্ট্রপতি পদক পায়। ভারত সরকারের পদ্মশ্রী, সঙ্গীত নাটক অzাকাডেমীর পুরস্কার, ইত্যাদি অনেক সন্মান দেবকী বসু পেয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে, ওঁর বহু ছবির অরিজিন্যাল প্রিণ্ট কয়েক বছর আগে নিউ থিয়েটারসের আগুনে অন্যান্য বহু ভালো ভালো ছবির সঙ্গে ধবংস হয়ে গেছে।


Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।