প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

জে এফ ম্যাডান (১৮৫৬ - ১৯২৬)

জামশেদজি ফ্রেমজি ম্যাডান, সংক্ষেপে জে এফ ম্যাডান ছিলেন একজন পার্শী ব্যবসায়ী এবং কলকাতায় পার্শী থিয়েটারের জনক। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডানের অবদান প্রচুর। ম্যাডান এলফিনিস্টোন বায়োস্কোপ কোম্পানীর প্রতিষ্ঠাতা। চলচ্চিত্র-যুগের প্রথম দিকে ১৯০২ সালে কলকাতার ময়দানে ও শ্যামপুকুরে টেণ্ট খাটিয়ে বায়োস্কোপ দেখানোর (ভারতীয় চলচ্ছিত্রের সময়রেখা দেখুন) বন্দোবস্ত ম্যাডানই করেন।

১৯০৪ সাল থেকে জে এফ ম্যাডান নিয়মিত ভাবে বিদেশী এবং ভারতে নির্মিত ছবি প্রদর্শন শুরু করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, এই ব্যবসায় সাফল্য অর্জন করতে হলে, বেশ কিছু সিনেমা হল তৈরী করতে হবে। ১৯০৭ সালে তিনি তাঁর প্রথম প্রেক্ষাগৃহ, এলফিনস্টোন পিকচার প্যালেস (আজকের মিনার্ভা) তৈরী করলেন। ১৯১৫ সালে কলকাতায় আরও তিনটি থিয়েটার স্থাপিত হল: প্যালেস অফ ভ্যারাইটি (এখন এলিট বলে পরিচিত), কর্নওয়ালিশ (আজকের শ্রী) এবং ইলেকট্রিক থিয়েটার (এখনকার রিগ্যাল)। ১৯১৭ সালে ম্যাডানের প্রযোজনায় প্রথম বাংলা ফিচার ফিল্ম, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র তৈরী হল। ১৯১৮ সালে ম্যাডান সিনেমা তৈরীর ব্যপারে মনোনিবেশ করলেন। সৃষ্টি হল ম্যাডান থিয়েটার লিমিটেড, যার প্রথম ছবি বিল্বমঙ্গল। ১৯১৯ সালে এই ছবিটি মুক্তি পায় এবং অনেকে এটিকেই প্রথম বাংলা ফিচার ফিল্ম বলে বর্ণনা করেন।

ম্যাডান হীরালাল সেনের মত সিনেমার আর্ট বুঝতেন না, কিন্তু ছবির ব্যবসায়িক দিকটি ভালো বুঝতেন। তিনি নিজে ছবি তুলতেন না, পরিচালনাও করতেন না - তার জন্য লোক নিযুক্ত করতেন। প্রয়োজন বোধ করলে বিদেশী কলাকুশলীর সাহায্য নিতে দ্বিধা করতেন না। অনেক ভালো পরিচালক ম্যাডানের কোম্পানীতে কাজ করেছেন, যাঁদের অন্যতম হলেন মধু বসু।

১৯২৮ সালে ম্যাডানের থিয়েটারে সবাক চিত্র Melody of Love দেখানো হয়। তখনই ম্যাডান বুঝতে পারেন যে, নির্বাক চিত্রের যুগ শেষ হয়েছে। তিনি সবাক চিত্র তৈরী করার দিকে মন দেন। ১৯৩১ সালে বাংলার প্রথম সবাক ছবি 'জামাই ষষ্ঠী' শেষ করার পর আরও ৫টি সবাক চিত্র সেই বছরই তিনি করেন। তারমধ্যে উর্দু ছবি 'শিরিন ফারহাদ'-এর (যাতে অজস্র গান ছিল) অভূতপূর্ব ব্যবসায়িক সাফল্যের পর ম্যাডান বাংলার চেয়ে উর্দু ও হিন্দী ছবি তৈরীতেই আত্মনিয়োগ করেন। ১৯৩২ সালে তাঁর ১৬টি ছবির মধ্যে বাংলা ছিল মাত্র ৩ টি। বাকি সব উর্দু ও হিন্দী ছবি। ১৯২৬ সালে সত্তর বছর বয়সে ম্যাডানের মৃত্যু হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।